রাজশাহী সিল্কের জনপ্রিয়তা। রাজশাহী সিল্কের চাহিদা ।

রাজশাহী সিল্ক বাংলাদেশের একটি জনপ্রিয় পোশাক শিল্প। গুনে ও মানে ভালো হওয়ার জন্য রাজশাহী সিল্কের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। বাজারে রাজশাহী সিল্কের চাহিদা বেশ ভালো। সিল্ক শাড়ীর মধ্যে সবচেয়ে মূল্যবান হলো বলাকা সিল্ক। বলাকা সিল্ক তৈরীতে সবচেয়ে বেশি প্ররিশ্রমের প্রয়োজন হয়। সাধারনত মসলিন সুতাকে টুইস্ট করে এই বলাকা সিল্ক তৈরী হয়।
রাজশাহী সিল্কের জনপ্রিয়তা

নারীদের পছন্দের তালিকায় যেসকল শাড়ি বা কাপড় থাকে তাদের মধ্যে রাজশাহী সিল্ক প্রথম সারিতে। সকল আবহাওয়া উপযোগী হওয়ায় দেশ ছেড়ে বিদেশেও রাজশাহী সিল্কের জনপ্রিয়তা রয়েছে। রয়েছে। ১৯৫২ সালে সরকারি তত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজশাহী সিল্ক আসে। ১৯৬১ সালে রাজশাহীতে সিল্ক কারখানা প্রতিষ্ঠিত হয়।

 রাজশাহীর সিল্ক কি:

বাংলাদেশের রাজশাহী জেলায় রেশম দ্বারা উৎপাদিত পণ্যের নাম রাজশাহী সিল্ক। উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরী হওয়ায় এটি গুনে ও মানে সেরা। বাংলাদেশের একটি পণ্য হিসেবে ভৌগলিক নির্দেশের মর্যাদাও দেওয়া হয়েছিল। বহুকাল আগে থেকে রাজশাহী সিল্ক প্রসিদ্ধ। দেখতে আকর্ষনীয় ও পরতে আরামের জন্য রাজশাহী সিল্কের এতো কদর।

রাজশাহী সিল্ক শাড়ির বৈশিষ্ট্য:

রাজশাহী সিল্ক দিয়ে যে সকল কাপড় তৈরী হয় তাদের মধ্যে সবচেয়ে মূল্যবান সিল্ক হলো বলাকা সিল্ক।এই সিল্ক তৈরীতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। সাধারনত মসলিন সুতাকে টুইস্ট করে এই সিল্ক বানানো হয়। রাজশাহী সিল্কের সবছচয়ে বড় বৈশিষ্ট হলো এটি সম্পূর্ণ হ্যান্ডলুম পণ্য। উন্নতমানের রেশমের মধ্যে সুক্ষ্ণ তুঁত রেশম দিয়ে এই রাজশাহী সিল্ক তৈরী হয়। 

রাজশাহী সিল্ক তেমন নোংরা হয় না। নিখুঁত বুনন কৌশল ও উন্নত মানের রেশম তুঁত দিয়ে তৈরী হওয়ায় রাজশাহী সিল্কের জনপ্রিয়তা এতো বেশি। বিভিন্ন পরিবেশে একদম উপযুক্ত। স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক হওয়ায় এর কদর অন্য সকল পণ্যের থেকে আলাদা। বিভিন্ন বৈশিষ্ঠের উপর ভিত্তি করে রাজশাহী সিল্কের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 

রাজশাহী সিল্কের বিভিন্ন পণ্যের চহিদা:

বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে রাজশাহী সিল্কের চাহিদা অনেক বেশি থাকে। দাম ও মান ভালো হওয়ায় উপহার হিসেবে রাজশাহী সিল্কের চাহিদা অনেক বেশি থাকে। ক্রেতাদের চাহিদার তালিকায় মসলিন,সিল্ক কাতান,কটি সিল্ক,জামদানি কাতান,থ্রি পিচ,পাজ্ঞাবি,বলাকা সিল্ক,শার্ট ,ওড়না ইত্যাদি থাকে। সব ধরনের আবওহাওয়া উপযোগি হওয়ায় রাজশাহী সিল্কের জনপ্রিয়তা ব্যাপক । কি পুরুষ কি মহিলা সকল মানুষের পছন্দের তালিকায় রাজশাহী সিল্কের চাহিদা অনেক বেশি।

রাজশাহী সিল্ক শাড়ির দাম:

শত শত শাড়ির মাঝে রাজশাহী সিল্কের শাড়ির চহিদা অনেক বেশি। রাজশাহীর সপুরা এলাকায় সিল্কের এই বিশাল সমাহার।মূলত এখান থেকে সারা বাংলাদেশে রাজশাহী সিল্ক পৈাঁছে দেয়া হয়। রাজশাহী সিল্কের শাড়ির মধ্যে বিভিন্ন রঙের,বিভিন্ন মানের,বিভিন্ন দামের শাড়ি আছে। নানান ধরনের শাড়ির দামও নানান রকম। যেমন,বলাকা সিল্ক দুই থেকে আট হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।
রাজশাহী সিল্কের চাহিদা

ভেজিটেবল ডাই সিল্ক সাধারন সিল্কও তোসর এর উপরে ডাইয়ের নকশা হওয়ায় এই শাড়িটি বেশ ঝলমলে দেখতে হয়। বাজার দাম চার হাজার থেকে চৌদ্দ হাজার পর্যন্ত হয়ে থাকে।মটকা সিল্ক সবচেয়ে উন্নত মানের হ্যান্ডলুম শাড়ির মধ্যে অন্যতম। এই শাড়ি খুবই হালকা হয়ে থাকে যার জন্য এর প্রাইজ একটু বেশি হয়। এই শাড়ির দাম পাঁচ হাজার থেকে শুরু হয়। মসলিন শাড়ির উপরে ব্লকের কাজের শাড়ির দাম দুই হাজার পাঁচশত টাকা থেকে শুরু হয়।

বিভিন্ন সুতার কাজ থাকলে এই শাড়ির দাম দশ হাজার পর্যন্ত হয়ে থাকে। এন্ডি সিল্ক সাধারনত সিল্ক থেকে একটু ভারি হয়। দাম সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজারও হয়ে থাকে। হাফ সিল্ক শাড়ি মেশিনের মাধ্যমে তৈরী হওয়ায় দাম তুলনামূলক কম হয়। দেখতে খুব আকর্ষনীয় হয়ে থাকে। এক থেকে দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

রাজশাহী সিল্কের জনপ্রিয়তা:

রাজশাহী সিল্কের জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের অনেকের ধারনা আছে। রাজশাহী সিল্ক তুঁত রেশম দিয়ে তৈরী হওয়ায় এটি পরতে যেমন আরাম তেমনি নোংরা হয় কম,সহজে পরিষ্কার করা যায়। এটিও একটি কারন রাজশাহী সিল্কের জনপ্রিয়তা পাওয়ার। শীত, গ্রীষ্ম সবসময় রাজশাহী সিল্ক ব্যবহার করে আরাম পাওয়া যায়।
 বিভিন্ন বড় বড় উৎসবে কাউকে উপহার দেওয়ার জন্য রাজশাহী সিল্কের কোন বিকল্প নেই। হাই কোয়ালিটি ও রুচিসম্মত হওয়ায় অভিজাতক পরিবারে রাজশাহী সিল্কের কদর আলাদা। বছর জুড়ে রাজশাহী সিল্কের চাহিদা থাকলেও ধর্মীয় অনুষ্ঠানে যেমন ঈদ উল ফিতর,ঈদ উল আজহা,পূজা-পার্বণে এর চাহিদা বেড়ে দ্বিগুন হয়ে যায়। শুধু শাড়ি নয় রাজশাহী সিল্কের থ্রি পিচ,পাঞ্জাবি ও শার্টের ব্যপক জনপ্রিয়তা রয়েছে।

লেখকের মন্তব্য:

গুণ,মান ও বৈশিষ্ঠের দিক বিবেচনা করে রাজশাহী সিল্কের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। স্বাস্থ্যসম্মত ও রুচিশীল হওয়ায় রাজশাহী সিল্ককে মানুষ তার পছন্দের তালিকায় রাখে। রাজশাহী সিল্ক মানেই যেন মন কাড়া এক অপরুপ সুন্দর্যের সম্ভার। বিভিন্ন মানুষের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনা করে রাজশাহী সিল্কের বিভিন্ন পণ্য তৈরী করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url