সিরাম কি কাজ করে ? আমার পছন্দের সেরা তিনটি ব্রাইটেনিং সিরাম ।

বয়স বাড়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা কমতে থাকে। কারণ ত্বকে কোলাজেনের পরিমাণ কমতে থাকে যার জন্য ত্বকে রিংকেলস এবং ত্বক কুঁচকে যাওয়ার সমস্যা দেখা দেয়। সিরাম কি কাজ করে তা হয়ত আমরা অনেকে জানি আবার অনেকে জানিনা। সিরাম ত্বকের স্বাস্থ্য সুন্দর, উজ্জ্বল ও লাবণ্যময় করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ একটি পণ্যের নাম হচ্ছে সিরাম যা প্রয়োগ মাত্রই আপনি তার উপকারিতা লক্ষ্য করতে পারবেন।
সিরাম কি কাজ করে

আমার পছন্দের সেরা তিনটি সিরাম নিয়ে নিচে আলোচনা করব। তবে সিরাম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায় যেমন, সিরামের কি কাজ করে? সিরামের দাম এত বেশি হওয়ার কারন? সিরাম আসলে ত্বক ফর্সা করে কিনা? সিরাম দিয়ে ত্বকের যত্ন নিলে অল্প সময়ে কাজ হয় কিনা? সিরাম দিয়ে নিঃসন্দেহে ত্বকের যত্ন করতে পারবেন। তবে বিভিন্ন ধরনের সিরামে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। বিভিন্ন ত্বকের জন্য আলাদা আলাদা সিরাম এর ব্যবহার করতে হয়। এবার মূল আলোচনায় যাওয়া যাক।

সিরাম কি কাজ করে:

 সিরাম কি কাজ করে? প্রথমে বলে রাখি সিরাম বিভিন্ন ধরনের হয়। এবং এর কাজ ও বিভিন্ন রকম হয়ে থাকে। এক একটি সিরাম এক এক ধরনের কাজ করে থাকে। ফেস সিরাম সাধারণত ত্বকের বলিরেখা দূর করে, ত্বক উজ্জ্বল করে এবং টান টান রাখতে সাহায্য করে। সাধারণত সিরামে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন এ, সি এবং ই থাকে। ত্বকের জন্য উপকারি বিভিন্ন উপাদান সহজেই ত্বকের গভিরে পৌঁছে দিতে কাজ করে এই সিরাম।

সাধারণত ত্বক মশ্চারাইজিং করার আগে সিরাম ব্যবহার করতে হয়। সিরমে রয়েছে রেটিনল এবং বিভিন্ন ত্বক টোনিং উপাদান যা পিগমেন্টেশন দূর করে এবং ফাইন লাইনস দূর করে থাকে। সিরাম ত্বকের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে, এটি ত্বকে ভালোভাবে শোষিত হয় এবং তোকে পুষ্টি যোগায়। ভিটামিন সি সিরাম রোদের ক্ষতিকর রশ্নি (UV) বিরুদ্ধে লড়ােই করে। এছাড়া ভিটামিন সি সিরাম ত্বকের ক্ষয় রোধ করে এবং ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। সিরাম কি কাজ করে তা আমরা জানলাম।এবার কেন সিরাম ত্বকে ব্যবহার করবেন তা জানবো।

কেন সিরাম ত্বকে ব্যবহার করবেন:

সিরাম হচ্ছে ত্বকের উপকারের জন্য বিভিন্ন উপাদানের সংমিশ্রণ। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে এই সিরাম। হালকা হওয়ায় সিরাম ত্বকে দ্রুত শোষিত হয়। মশ্চারাইজার লাগানোর আগে সিরাম ব্যবহার করতে হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং শুষ্ক ত্বক, ব্রণের প্রবণতা বিভিন্ন সমস্যার সমাধানে সিরাম খুব ভালো কাজ করে। ত্বকের আদ্রতা বাড়াতে এবং উজ্জ্বল রাখতে ব্যবহার করুন হাইড্রেটিং সিরাম। এটি ত্বক কমল ও মসৃণ রাখতে এবং আদ্রতা লক করতে সাহায্য করে।
সিরাম কি কাজ করে

প্রতিদিন রাতে হাইডেটিং সিরাম লাগিয়ে তার উপর মশ্চারাইজার লাগালে আপনি সুস্থ ত্বক পেতে পারেন। তাহলে কেন আপনি সিরাম ত্বকে ব্যবহার করবেন তা নিশ্চয় বুঝতে পেরেছেন। সিরাম ত্বকের কালো দাগ ছোপ চোখের নিচের বলিরেখা দূর করতে সহায়তা করে। ভিটামিন সি এবং ভিটামিন বি 3 জাতীয় সিরাম কালো দাগ দূর করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। ব্রণের সমস্যা দূর করতে সিরামের কোন জুড়ি নেই। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণ প্রবণ হয়।

ভিটামিন সি জাতীয় সিরাম এর সাথে টি ট্রি অয়েল এবং স্যালিসাইলিক অ্যাসিড যোগ করে ব্যবহারের ফলে ত্বকের অতিরিক্ত তেল লক হয়ে যায় এবং ব্রণের প্রবণতা কমে যায়। কোলাজেন একটি প্রোটিন যা ত্বকের নমনীয়তা বাড়ায়।সিরাম ব্যবহারের ফলে ত্বকে কোলাজেন বৃদ্ধি পায়। ত্বকের কালো দাগ যেমন সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বক নিষ্প্রাণ ও কালচে হয়ে যায়। সিরামে থাকা গ্লাইকোলিক এসিড উপাদান ত্বকে উজ্জ্বলতা এবং নতুন রং এনে দেয়।

যেকোনো ফেস ক্লাবের চেয়ে সিরাম ব্যবহার করুন। কেননা সিরামের ল্যাকটিক এসিড ও ফলিক অ্যাসিড রয়েছে যা ত্বককে মসৃণ , কমল ও উজ্জ্বল করতে সাহায্য করে। এসব ছাড়াও ত্বকের বিভিন্ন উপকারে সিরাম ব্যবহার পড়া জরুরী। যেমন বয়স বাড়ার সাথে সাথে ত্বক কুঁচকে যায় এবং ত্বকের লাবণ্য হারিয়ে যেতে থাকে। আর সিরাম ব্যবহারের ফলে ত্বকে লাবণ্য এনে দেয় এবং নতুন কোষ পুনর্বীকিরন করে তরুণ ত্বক এনে দেয়। কেন সিরাম ত্বকে ব্যবহার করবেন তা জানলেন । এবার সিরামের দাম এত বেশি হওয়ার কারণ সম্পর্কে জানবো।

সিরামের দাম এত বেশি হওয়ার কারণ:

আসলে এই প্রশ্ন সবাই করে থাকে সিরামের দাম এত বেশি হওয়ার কারণ কি? জানলে অবাক হবেন সিরামে স্পেসিফিক কিছু পাওয়ারফুল উপাদান এমন পরিমাণে দেওয়া থাকে যাতে কয়েক ড্রপেই আপনার স্কিনের সকল চাহিদা পূরণ করতে পারে। একই রেঞ্জের ক্রিম বা ফেস কেয়ার প্রোডাক্টে একই পার্সেন্টেজে আপনি সেই উপাদান গুলো পাবেন না।

মাত্র দুই থেকে তিন ফোটা ব্যবহার করলেই যথেষ্ট। তাই একটু দাম দিয়ে একটি সিরাম কিনলে তা অনেক দিন যায়। সিরামের বিভিন্ন উপাদান গুলোর জন্য সিরাম এর দাম একটু বেশি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সিরামের দাম এত বেশি হওয়ার কারণ কি। এবার আসুন কিভাবে ব্যবহার করবেন ফেস সিরাম এটা জানবো।

কিভাবে ব্যবহার করবেন ফেস সিরাম:

সিরাম ব্যবহারের পূর্বে অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকের ত্বক আলাদা আলাদা। এবং আলাদা আলাদা ত্বকের জন্য আলাদা আলাদা সিরাম রয়েছে। যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে একরকমের সিরাম এবং যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে আরেক ধরনের সিরাম ব্যবহার করতে হবে। কমপক্ষে এক সপ্তাহ ব্যবহার করলে আপনি পারবেন আপনার ত্বকের জন্য আসলে উপযুক্ত কিনা।সিরাম ব্যবহারের পূর্বে আপনার খুব ভালোভাবে পরিষ্কার করে নিন।

তারপর মুখের টোনার লাগিয়ে নিন। এরপর টোনারের উপর সিরাম লাগিয়ে নিন। তিন থেকে চার ফোঁটা সিরাম নিয়ে পুরা মুখে আলতো ভাবে লাগিয়ে নিন। সিরাম লাগানোর সময় লক্ষ্য রাখবেন জোরে জোরে ঘষবেন না আসতে আসতে ভালোভাবে পুরা মুখে লাগিয়ে নিবেন। এরপর সিরাম এর ওপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। যে যেই ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেটাই লাগিয়ে নিন।

আমার পছন্দের সেরা তিনটি ব্রাইটেনিং সিরাম:

আগেই বলেছি সিরাম বিভিন্ন ধরনের হয়। সচরাচর সবাই ব্রাইটেনিং সিরাম ব্যবহার করতে পছন্দ করে। আমার পছন্দের সেরা তিনটি ব্রাইটেনিং  সিরাম সম্পর্কে নিজে আলোচনা করা হলোঃ
  • ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটেনিং সিরাম
অনেক কিছু ব্যবহার করেছেন তারপরও ত্বকে উজ্জ্বলতা ফিরে আসছে না এমন অবস্থায় ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটেনিং সিরাম ব্যবহার করুন। এটি নিষ্প্রাণ ত্বককে প্রাণবন্ত করে। এতে বিদ্যমান উইচ হ্যাজেল ত্বক শীতল করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের গভীরে পৌঁছে দেয়। এছাড়াও ভিটামিন b3 ত্বকের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ত্বকের গ্লো ফুটিয়ে তুলতে এই সিরাম বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
  • গ্রুমি গ্লুটাথিওন প্লাস আলফা আরবুটিন প্লাস এইচ এ ব্রাইটেনিং সিরাম
গ্রুমি ব্যান্ডের কয়েকটি সিরাম রয়েছে। তার মধ্যে গুনি ব্রাইটিং সিরাম খুব ভালো কাজ করে বলে আমার মনে হয়। এই সিরামে বিদ্যমান তিনটি ব্রাইটেনিং উপাদান গুলো হল গ্লুটাথিওন, আলফা আরবুটিন, হায়ালুরোনিক অ্যাসিড(HA)। এই সিরাম ব্যবহারের ফলে স্কিনটোন ব্রাইট করে এবং দাগ ছোপ কমিয়ে দেয়। ত্বকের ডালনেস কমিয়ে ত্বককে হেলদি ও স্বাস্থ্য উজ্জ্বল করে। কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। তাহলে বুঝতে পারছেন এই সিরামটি ত্বকের জন্য কতটা উপযুক্ত।
  • লাইলাক ব্রাইটেনিন সিরাম উইথ 2% আলফা আরবুটিন এন্ড 1% কজিক অ্যাসিড
লাইলাকের এই সিরামে রয়েছে ২ পার্সেন্ট আলফা আর বুটিন এবং ১ পার্সেন্ট কজিক ক্যাসিড। অনেকের ত্বক রয়েছে শুষ্ক যাদের ত্বকে ভিটামিন সি জাতীয় সিরাম স্যুট করে না। তারা লাইলাকের এই সিরাম টি ব্যবহার করতে পারবেন। যারা অ্যাডভান্স স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই এই লাইলাক রাইটেনিং সিরাম উইথ 2% আলফা আরবুটিন এন্ড 1 % কজিক অ্যাসিড।

এই সিরামের বেনিফিটস গুলো হল স্কিনটন ব্রাইট ও গ্লোয়িং করে। ডে এবং নাইট স্কিনকেয়ারের জন্য উপযুক্ত। সকল টাইপের স্কিনে স্যুট করে। ডার্ক স্পট এবং সানট্যান রিমুভ করে। হাইপারপিগমেন্টেশন কমিয়ে আনে।ফেস ব্রাইটেনিং সিরাম এর মধ্যে এই সিরামটি বেশ কার্যকর।

কোন বয়সে কোন সিরাম ব্যবহার করতে পারবেন:

১৮ থেকে ২০ বছরের মধ্যে এ সময় ত্বকের নানান ধরনের সমস্যা হয় যেমন ব্রণ, হাইপারপিগমেন্টেশন ত্বক অমসৃণ হওয়া ইত্যাদি। এ সময় বিশেষ কিছু সিরাম আছে যা আপনি ব্যবহার করতে পারবেন যেমন,
  • হাইড্রেশন সিরাম
  • অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম
  • মৃদু এক্সফোলিয়েটিং সিরাম
  • নন- কমেডোজেনিক সিরাম
২০ বছরের মাঝামাঝি থেকে ৩০ বছর পর্যন্ত বয়সের আপনি সিরাম ব্যবহার করতে পারবেন। এই সময় আমাদের ত্বকে হাইড্রেশন কমে যায় এবং বার্ধক্যের লক্ষণ দেখা যায়। তাই এই সময় আপনি যে সকল সিরাম ব্যবহার করলে ত্বকের উপকার হবে যেমন,
  • ভিটামিন সি সিরাম
  • হায়ালুরোনিক অ্যাসিড ছিলাম
  • রেটিনল সিরাম
  • পেপটাইড সিরাম
  • ল্যাকটিক অ্যাসিড সিরাম
৩০ বছর অথবা এর বেশি বয়স হলে ত্বকের বিভিন্ন ধরনের দাগ ছোপ চোখের নিচে ডাক সার্কেল ইত্যাদি সমস্যা হয়ে থাকে। মুখের ত্বকে ছিদ্র হওয়ার মতো হয়ে থাকে। এ সময় সিরাম ব্যবহার ফলে আপনার মুখের বিভিন্ন ধরনের ডার্ক সারকেল দূর হবে এবং মুখের ছিদ্র কমিয়ে ত্বক লাবণ্যতা ফিরে পাবে। এ সময় যে সকল সিরাম ব্যবহার করবেন যেমন,
  • পেপটাইড সিরাম
  • হায়ালুরোনিক এসিড সিরাম
  • অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সিরাম
  • গ্রোথ ফ্যাক্টর সিরাম
বয়স অনুসারে এবং স্কিনের সমস্যা অনুযায়ী সিরাম নির্বাচন করতে হয়। এজন্য আপনি কোন ভালো স্কিন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে সিরাম ত্বকে এপ্লাই করতে পারেন। তবে সিরাম রূপচর্চায় এক অনবদ্য ভূমিকা রাখে। বর্তমানে সিরামের উপকারিতা সবার চোখে পরিলক্ষিত। তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।

লেখক এর মন্তব্য:

এই আর্টিকেল এর মাধ্যমে আমরা সিরাম কি কাজ করে,কেন সিরাম ত্বকে ব্যবহার করবেন, সিরামের দাম এত বেশি হওয়ার কারণ, কিভাবে ব্যবহার করবেন ফেস সিরাম , আমার পছন্দের সেরা তিনটি সিরাম,কারা কোন সিরাম ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url