কোন আমল করলে স্বামী পাগলের মতো ভালবাসবে জেনে নিন ।

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা পরিবার পরিজনদের নিয়ে সকলেই সুস্থ আছেন। বিগতদিনগুলোর মতো আজকেও আমরা অত্যন্ত জরুরি একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনারা অধিকাংশ নারীরা জানতে চেয়ে থাকেন যে কোন আমল করলে স্বামী পাগলের ভালবাসবে। আমরা এই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো আপনি যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।

কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে কোন আমল করলে স্বামী পাগলের ভালবাসবে এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি স্বামীকে কিভাবে আকৃষ্ট করবেন, স্বামীর রাগ কমানো দোয়া, সংসার টিকিয়ে রাখার দোয়া, স্বামীর আয় রোজগার বৃদ্ধির দোয়া ইত্যাদি সহ এই সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

ভূমিকা

আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা এমন একটি আমল সম্পর্কে জানতে পারবো যে আমলটি করলে আপনার স্বামী আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। যে কাউকে আপনি আপনার ভালবাসায় বাধ্য বা মগ্ন করতে পারবেন। তবে যে শুধু স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবে বিষয়টি তা নয় বরং স্বামীও তার স্ত্রী কে, ভাই তার বোনের জন্য এবং কোন বোন তার ভাইয়ের জন্য এই আমলটি করতে পারেন।

তবে যদি একজন ভাই তার বোনের সাথে কথা না বলে কিংবা একজন বোন তার নিজের ভাই এর সাথে কথা না বলে অথবা আপনি যাকে পছন্দ করে তার জন্যও এ আমলটি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনাতে ফিরে যায়।

কোন আমল করলে স্বামী পাগলের মতো ভালবাসবে

আপনি কাউকে অনেক পছন্দ করেন কিন্তু সে আপনাকে পছন্দ করে না এরকম যে কোন মানুষকে এই আমলটির মাধ্যমে ভালো লাগাতে বাধ্য করতে পারবেন। আসলে নিয়ত গুনে বরকত আপনার নিয়ত এর উপর নির্ভর করবে যে নিয়ত নিয়ে পড়বেন কাজ করবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআন এই আয়াত, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مني وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي (সুরা তহা-৩৯) আপনাকে পড়তে হবে।


আপনি যদি নিয়ম মেনে এই আমলটি করতে পারেন করেন তাহলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। অনেকেই আছেন যারা নিয়মিত এই আমলটি করেছেন এবং তারা দ্রুত ভালো ফলাফল পেয়েছেন। আপনি যারই জন্যে এই আমলটি করেন না কেন আপনাকে একটা নিয়মেই আমল করতে হবে সেটি

আপনার প্রিয় মানুষটি যদি আপনার সামনে বা কাছে থাকে তাহলে আপনি তার দিকে তাকিয়ে আমলটি করবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে কত বার পাঠ করে আমলটি করবেন তাইতো? এর উত্তর হচ্ছে-আপনি ৭ বার পাঠ করতে পারেন। আর আপনার প্রিয় মানুষ যাদি কাছে না থাকে,সেক্ষেত্র আপনি মনে মনে তার চেহারা কল্পনা করে এই আমলটি করতে পারেন।

আপনি যদি সঠিক নিয়মে এই আমলটি করেন তাহলে ১ সপ্তাদের মধ্যে ভালো ফলাফল পেতে পারেন। তবে অনেক সময় বেশি সময়ও লাগতে পারে। আমলের ক্ষেত্র আপনার ধৈর্য হারা হলে হবে না। এবার আপনাদের আমরা ৩ টি শর্ত বলবো যে শর্ত মেনে আমলটি করলে অবশ্যই কাজ হবে।-
  • পাঁচ ওয়াক্ত নামজ পরতে হবে।
  • পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে।
  • মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে।

স্বামীকে কিভাবে আকৃষ্ট করবেন?

বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন। মহান আল্লাহ তায়লা সর্বপ্রথম যে সম্পর্ক সৃষ্টি করেন সেটি হচ্ছে বিবাহ। সব স্ত্রীরা চান যে তার স্বামী কে তার প্রতি আকৃষ্ট করতে। সব স্ত্রী প্রত্যাশা করেন তার স্বামী সব কিছু দিয়ে একমাত্র তাকে ভালো বাসবে। কিন্তু সব স্ত্রীদের এমন ভাগ্য হয়না। তবে সামান্য কিছু বিষয় দৃষ্টি রাখলে স্বামীর ভালোবাসা অর্জন করা সম্ভব। জেনে নেয়া যাক কি করলে স্বামী স্ত্রী প্রতি আকৃষ্ট হবে-
  • সর্বদা স্বামীর সামনে হাসি খুশি থাকবেন।
  • প্রসংশা করুন এবং শ্রদ্ধামূলক আচরণ করবেন।
  • স্বামীর পোশাক এর প্রতি বিষেশ খেয়াল রাখুন। আর আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
  • স্বামী যা খেতে চায় তা নিজ হাতে তৈরি করে তাকে খাওয়ান। এতে আপনার স্বামী অনেক খুশি হবে।
  • সময় ও মেজাজ বুজে স্বামীর সামনে প্রেম ভালবাসা মিশ্রিত বাক্য আলাপ করুন।
  • বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে এবং কপালে চুম্বন করুন। কারন স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করা দ্বারা আল্লাহ তায়লা বৃদ্ধি লাভ করে।
  • স্বামী বাহিরে থেকে আসলে সাথে সাথে স্বাগতম জানাতে দরজার দিকে এগিয়ে যান। হাতে কোন কিছু থাকলে তা নিজে হাতে নিয়ে নিন এবং কোমলভাবে তাকে সালাম দিন।
উপরের উল্লিখিত মেঠড ফলো করলে দেখবেন আপনি আপনার স্বামীকে খুব সহজেই আকৃষ্ট করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। একমাত্র নিজের ভালো ব্যবহার ও অফুরন্ত ভালোবাসায় আপনার স্বামীকে আকৃষ্ট করতে পারবে। আশা করছি যেভাবে স্বামীকে আকৃষ্ট করতে হয় তা জানতে পেরেছেন। অনেক সময় স্বামী অনেক রাগান্নিত হয়ে থাকে এবার চলুন স্বামীর রাগ কমানো দোয়া জেনে নেই।

স্বামীর রাগ কমানো দোয়া

স্বামী স্ত্রী মধ্যে অনেক সময় অনেক বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকে। তখন স্বামী স্ত্রীর সাথে কথা বলতে চায় না।অনেকের স্বামী অনেক বদমেজাজি হয়ে থাকে। স্ত্রীরা চায় তার স্বামীর রাগ কমাতে।সে জন্য আপনাকে ৫ওয়াক্ত নামায আদায় করতে হবে।এবং আল্লাহ কাছে স্বামী রাগ কমানো জন্য দোয়া করতে হবে। একটি আয়াত আমল করলে ইনশাআল্লাহ রাগ কমে যাবে।আয়াতটি পাঠ করারা আগে ও পরে দরুদ শরীফ পড়ে নিবেন।আয়তটি হলো-

"ফাসাইয়াকফিকাহুমুল্লাহু ও হুয়াস সামিউল আলিম" (সূরা বাকারা-১৩৭)

ফজরের নামাজের পর ১০০ বার এশার নামাজের পর ১০০ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন।ইনশাআল্লাহ কাজ হবে।

সংসার টিকিয়ে রাখার দোয়া

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের সংসার জীবনে বিভিন্ন রকম অশান্তি লেগে থাকে। তাই তারা হয়তো সংসার টিকিয়ে রাখার দোয়া গুগলের কাছে এসে জানতে চায়। আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের এই অংশে আমরা এই বিষয়ে তুলে ধরেছি। বর্তমান সমাজে অনেক স্বামী স্ত্রী দের মধ্যে দন্দ লেগেই থাকে কোন সম্পর্ক টিকতে চায় না।

যার ফলে বর্তমানে ডিভোর্স এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু অনেক বঊ আছেন যারা সংসার টিকানোর আপ্রান চেষ্টা করেন। তাদের সংসার টিকিয়ে রাখার জন্য একটি ছোট আয়াত নিম্ন দেয়া হলো-

"আল্লাহুমা ইন্নী আসআলুকা মিন খইরিহা অখই রিমা জ্বালাব তাহা আলাহি ও আউযু বিকা মিন শাহরিয়া ও শররিমা জলাবতাহা আলাহি" এই আয়াতটি কোন স্ত্রী যদি প্রতিদিন পবিত্র হয়ে পাঠ করেন বা পালন করেন তাহলে মহান আল্লাহ তাদের রহমতের সংসারে করে দিবেন। আশা করছি সংসার টিকিয়ে রাখার দোয়া জানতে পেরেছেন। এবার চলুন, স্বামীর আয় রোজগার বৃদ্ধির দোয়া জেনে নেই।

স্বামীর আয় রোজগার বৃদ্ধির দোয়া

অনেকেই আছেন যাদের অল্প টাকায় সংসার খুব সুখ শান্তিতে চলে যায়। এর কারন হচ্ছে বরকত তাদের সংসার কে মহান আল্লাহ বরকতময় করে দিয়েছেন। আবার অনেকের সংসারে আয় রোজগার থাকা সত্তেও বরকত নেই। আপনি কি জানেন সংসারে বরকত আনার জন্য একটি দোয়া বা আমল রয়েছে সেই দোয়া বা আমল আপনাদের মাঝে তুলে ধরবো।

এই আমলটি করলে ইনশাআল্লাহ সংসারে আয় রোজগার আগের চেয়ে বাড়বে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমলটি সম্পর্কে আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ৩ বার দরুদ শরীফ পড়তে হবে। এরপর ১০০ শতবার "আস্তাগফিরুল্লাহ্" পাঠ করবেন।

অবশ্যই এই আমলটি পাক পবিত্র অবস্থায় পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ্ ১০০ বার পাঠ করার পর আপনাকে আবারও ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এ ভাবে বেশ কয়েকদিন আমল করার পর আপনি বুঝতে পারবেন যে মহান আল্লাহ আপনার সংসারে বরকত দান করেছেন। এছাড়া এই আমল করলে আরও ৩ টি উপকার লাভ করতে পারবেন যাথা
  • আয় রোজগারে বরকত আসবে
  • সক্রিয়তা দূর হয়ে যাবে
  • চিন্তা ও পেরেশানি নিরাময় হবে।
আপনি যদি উপরের উল্লিখিত নিয়মে এই আমলটি নিয়মিত করেন, তাহলে দেখবেন অতি তাড়াতাড়ি মহান আল্লাহ আপনার সংসারে বরকত দান করেছেন। শুধু মন থেকে এই আমলটি করবেন এবং মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন তাহলেই যথেষ্ট।

লেখকের ইতিকথাঃ কোন আমল করলে স্বামী পাগলের ভালবাসবে

আমরা ইতিমধ্যে কোন আমল করলে স্বামী পাগলের ভালবাসবে এবং এই সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যাবতীয় তথ্য আলোচনা করেছি। আপনারা এতক্ষণে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

আমাদের আজকের লেখা কোন আমল করলে স্বামী পাগলের ভালবাসবে এর বিভিন্ন তথ্য সম্পর্কিত পোষ্ট্টি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার পরিচতদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও এই সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url