acteria পাউডার খাওয়ার নিয়ম - capsule ও একটেরিয়া কিডস খাওয়ার নিয়ম

আজকের আর্টিকেলে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ঔষধ অর্থাৎ শক্তিশালী নির্বাচনী ডায়রিয়া সমস্যা সমাধান এবং শরীরে এলার্জি প্রতিরোধ করার acteria ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। আমাদের মাঝে এমন অনেকেই এ ধরণের সমস্যায় প্রতিনিয়ত ভোগেন তাই হয়তো এই acteria ক্যাপসুল খাওয়ার চিন্তা ভাবনা করছেন। মূলত তাদের কথা ভেবেই এই পোষ্টে উপকারি ওষুধ acteria পাউডার খাওয়ার নিয়ম, capsule ও একটেরিয়া কিডস খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি।

acteria পাউডার খাওয়ার নিয়ম - capsule ও একটেরিয়া কিডস খাওয়ার নিয়ম

আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে acteria পাউডার খাওয়ার নিয়ম এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি acteria এর কাজ কি, acteria এর উপকারিতা, acteria ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া, acteria ক্যাপসুল এর দাম কত ইত্যাদি সহ এই সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

ভূমিকা

অনেকেই আছেন যারা হয়তো এই এ্যাকটেরিয়া ক্যাপসুল খাওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু এর কাজ কি বা এ্যাকটেরিয়া পাউডার খাওয়ার নিয়ম ভালোমতো জানেন না। মূলত আপনাদের সুবিধার জন্য এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য সাজানোর চেষ্টা করেছি। আর আমাদের সকলেরই উচিত এই এ্যাকটেরিয়া ক্যাপসুল সেবনের আগে এর সম্পর্কে সঠিক যাচাই করে নেওয়া।

কেননা আমাদের জীবনে সুস্থভাবে চলতে হলে আমাদের দেহের রোগ ভালো করার জন্য কোন ওষুধের প্রয়োজন পড়বে আসলে এটা বলাটা কঠিন। তাই আমার মনে হয় প্রতিটা ওষুধ সম্পর্কে অল্প হলেও সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে নেওয়া।

এই ক্যাপসুল সম্পর্কে আপনার যদি আগ্রহ নিয়ে আমাদের ওয়েব সাইটে প্রবেশ করে থাকেন, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা এ্যাকটেরিয়া এর কাজ কি সেই বিষয়ে সংক্ষেপে জেনে নিব।

acteria এর কাজ কি

আপনারা অনেকেই আছেন প্রতিনিয়ত গুগলের কাছে গিয়ে জানতে চান যে acteria ক্যাপসুলের কাজ কি বা এই ক্যাপসুল আমাদের দেহে কি কাজ করে? অধিকাংশ মানুষ এই বিষয়ে গুগলে সার্চ করতে দেখা যায়। অনেকে হয়তো সঠিক তথ্য না পেয়ে হতাশ হয়ে পড়েন। 

তাই আজকের পোষ্টের এই অংশে আপনাদের সাথে acteria এর কাজ কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ওষুধ ব্যাক্টেরিয়ার PH এর ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে বিশেষ ভাবে ভূমিকা পালন করে থাকে। এবং এটি নিরাময় করতে খুবই কার্যকারী।

এছাড়াও আমাদের শরীরের ক্ষতিকারক বেশ কিছু জীবাণু বাইন্ডিং রয়েছে যার সাথে প্রতিযোগিতা করে। আবার অনেকেই প্রতিনিয়ত হজমজনিত সমস্যা বা ডায়রিয়ার মতো সমস্যায় ভোগেন এসব সমস্যা থেকে সমাধান করতে বেশ ভাল কার্যকারী। আশা করছি জানতে পেরেছেন acteria এর কাজ কি। এবার চলুন acteria এর উপকারিতা কি কি তা জেনে নেয়া যাক।

acteria এর উপকারিতা

কেউ যদি সঠিক নিয়ম মোতাবেক এই ওষুধ সেবন করেন বা অনুসরণ করেন তাহলে অবশ্যই এর ভালো উপকারিতা পাবেন। এই ওষুধ মূলত এমন একটি ব্যাকটেরিয়া ওষুধ যা প্রতিরক্ষামূলক স্তর থেকে নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে বাহ্যিক চাপ থেকে রক্ষা করে। এই ওষুধের উপকারিতা হচ্ছে-
  • এটি ব্যকটেরিয়া শুষ্কতা সহ পরিবেশগত ভাবে চাপ দূর করে।
  • ডায়রিয়াজনিত সমস্যা সমাধানের জন্য বেশ ভালো কার্যকরী।
  • বদহজম সমস্যা দূর করা ও হজম শক্তি বাড়ানোর জন্য অনেক উপকারি।
  • যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম তাদের জন্য উপকারী।
  • চুলকানি দূর করার জন্যও ব্যবহার হয়ে থাকে।
  • এছাড়াও অনুজীব বিরোধী হিসেবেও এই ওষুধ উপকারি ।
  • আবার যাদের শরীরে এলার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে উপকারি। 
আপনারা এতক্ষণে হয়তো এই ওষুধের উপকারিতাগুলো জানতে সক্ষম হয়েছেন। আশা করছি এই ওষুধের সম্পর্কে জানতে পেরে আপনারা উপকৃত হতে পেরেছেন। এবার চলুন Acteria পাউডার খাওয়ার নিয়ম জেনে নেই। 

acteria পাউডার খাওয়ার নিয়ম

মেডিসিন খাওয়ার আগে আপনাকে তার আগে খাওয়ার নিয়ম জানতে হবে। প্রতিটি ওষুধ খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি সে নিয়ম ব্যতিত নিজের ইচ্ছা মোতাবেক খেলে তার সঠিক ফলাফল পাবেন না। acteria পাউডার হলো এক ধরণের প্রবায়োটিক হারবাল জাতীয় ওষুধ। যা আমাদের শরীরে অন্ত্রের সেল এর মাঝে কাজ করে থাকে। এটি আমাদের শরীরের প্রদাহ নিঃসরণ করতে ভুমিকা রাখে।

এই পাউডার খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য ১-২টি প্রোবায়োটিক ক্যাপসুল দিনে ৩বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং শিশুদের ক্ষেত্রে এটি দিনে ১ বার দুধ অথবা পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে উত্তম। 

আমাদের দেহের পরিপাকতন্ত্রে অবস্থিত ক্ষতিকর জীবাণুগুলো ধ্বংস করতে সহায়তা করে। এটি মুলত  ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয়। কেননা আপনার সমস্যা অনুযায়ী ডাক্তার খাওয়ার সঠিক নিময় জানিয়ে দিবেন। আপনি কখনো নিজে থেকে কোনো পাউডার খাবেন না। এতে আপনার দেহে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এজন্য একজন ডাক্তার আপনাকে যে নিয়ম বলে দেবে সেই নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আশা করছি acteria পাউডার খাওয়ার নিয়ম জানতে পেরেছেন।

একটেরিয়া কিডস খাওয়ার নিয়ম

একটেরিয়া কিডস হচ্ছে এক ধরণের প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যা সরাসরি আমাদের দেহে কাজ করে থাকে। তাই এটি একজন কিডস কে অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী খেতে হবে। আপনার শিশুর যদি খাবার খাওয়ার প্রতি আগ্রহ না থাকে তাহলে এটি খাওয়ালে খাবারের প্রতি রুচি অনেক্টা বেড়ে যাবে।
বাচ্চাদের সেবনের ক্ষেত্রে সকালে ও রাতে হালকা কুসুম দুধের সাথে মিশিয়ে সেবন করাতে হবে। 

কারণ দুধের সাথে মিশিয়ে এটি সেবন করালে এর কার্যকারিতা অনেক বৃদ্ধি পায়। তাই আপনার বাচ্চাকে দুধের সাথে খাওয়ানোর চেষ্টা করতে হবে। তবে দুধের সাথে খাওয়ানোটা খুব জরুরি নয় তবে আপনি চাইলে গরম পানি দিয়ে খাওয়ালেও উপকারিতা পাবেন। আশা করি একটেরিয়া কিডস খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন, acteria ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নেই।

acteria ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনারা হয়তো ইতিমধ্য acteria পাউডার খাওয়ার নিয়ম, এর কাজ কি এবং উপকারিতা সম্পর্কে জেনে গেছেন। আবার আপনারা হয়তো জানেন যে প্রতিটা ওষুধেরই উপকারিতা থাকার পাশাপাশি অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। acteria ক্যাপসুল অবশ্যই তার ব্যতিক্রম নয়।

কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দেন। কিন্তু সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলেন না। তাই আপনি যদি এই ক্যাপসুল সেবন করতে চান বা ইতিমধ্যে ডোজ চলাকালীন অবস্থায় রয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে এর বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আপনাকে জেনে নিতে হবে।

এই অংশে আমরা এই  acteria ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই acteria ওষুধের খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে আপনি যদি অতিমাত্রায় সেবন করে ফেলেন তাহলে নিচে উল্লেখিত সমস্যাগুলো দেখা দিতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে
  • কষ্টকাঠিন্যতা দেখা দিতে পারে
  • শরীরের বিভিন্ন অংশে চুলকানি হতে পারে
  • এলার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে
  • আগে থেকে কারও এলার্জিজনিত সমস্যা থাকলে সেই সমস্যা আরও বেড়ে যাবে ইত্যাদি।
উপরের উল্লিখিত সমস্যা গুলো প্রথামিক অবস্থায় দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে সমস্যা দেখা নাও দিতে পারে। কারণ মানুষের শরীর ও বয়স ভেদে অবস্থা অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। 

তাই এই acteria ওষুধ সেবন করার ফলে কোন জটিল সমস্যার লক্ষণ দেখলে তখন এটা নিয়ে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবেন। কারণ এটা নিয়ে অবহেলা করলে কিংবা আপনি যদি সমস্যাগুলো নিজের মধ্যে পুষে রাখেন তাহলে এক সময় আরও নানান জটিলতা আরো গুরুতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই আমাদের সকলেরই উচিত যে কোন ধরনের ওষুধ সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে সেবন করা। আশা করছি এই বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি। এবার চলুন,  acteria ক্যাপসুল এর দাম কত তা জেনে নেওয়া যাক।

acteria ক্যাপসুল এর দাম কত

acteria ক্যাপসুল মূলত একটি কার্যকরী স্বাস্থ্যকর ঔষধ যা প্রোবায়োটিক সংমিশ্রণ সমৃদ্ধির জন্য খুবই প্রযোজ্য। এবং এই ওষুধ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারজাত ও উৎপাদন করে থাকে। acteria ক্যাপসুল এর দাম কত এটা অধিকাংশ মানুষ গুগলের কাছে জানতে চায়। কারন আপনার যদি এই ওষুধের সঠিক দাম জানা থাকে তাহলে আপনি সহজেই যে কোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। সেজন্য আজকের পোষ্টে এর বর্তমান দাম তুলে ধরেছি।

প্রতি পিচ acteria ক্যাপসুল প্রোবায়োটিক কম্বিনেশন ৪ বিলিয়ন এর দাম হচ্ছে ৪৫ টাকা। 
ইউনিট প্রাইজ: ৳ ৪৫.০০ (২ x ১০: ৳ ৯০০.০০)
স্ট্রাইপ প্রাইজ: ৳ ৪৫০.০০
প্রতি পিচ acteria Femina ক্যাপসুল প্রোবায়োটিক কম্বিনেশন ২.৩ বিলিয়ন এর দাম হচ্ছে ৩৫ টাকা। 
ইউনিট প্রাইজ: ৳ ৩৫.০০ (২ x ১০: ৳ ৭০০.০০)
স্ট্রাইপ প্রাইজ: ৳ ৩৫০.০০

লেখকের ইতিকথাঃ acteria পাউডার খাওয়ার নিয়ম

পরিশেষে যেটা না বললেই নয় আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন তাহলে দিনশেষে দেখবেন অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন। আমরা ইতিমধ্যে acteria পাউডার খাওয়ার নিয়ম এবং capsule ও একটেরিয়া কিডস খাওয়ার নিয়মসহ acteria ক্যাপসুল সম্পর্কে আরো বিভিন্ন টপিকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা জেনে উপকৃত হয়েছেন।

যেকোন ধরণের মেডিসিন সেবন করার আগে অবশ্যই বিষয়টি ডাক্তারকে অবগত করতে হবে। তারপর তার দেওয়া পরামর্শ ও নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আপনি যদি এই আর্টিকেলের কোন অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। Acteria ঔষধ সম্পর্কিত আমাদের আজকের পোষ্টটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url