ভালবাসার মানুষকে জন্মদিনের ১০০ শুভেচ্ছা বার্তা বাংলায়

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় লিখে পাঠাতে চান? অথবা জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক উপায়ে প্রকাশ করতে চান? কিন্তু কোথাও কোন পছন্দ মত লেখা বা ভাষা খুঁজে পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলটি কেবলমাত্র আপনার জন্য। এই আর্টিকেলে থাকছে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় পাঠাবেন আবার জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক উপায়ে কিভাবে করবেন।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক
তাই আপনার দৃষ্টি আর্কষণ করছি। আরো জানবেন- জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা এবং শুভ জন্মদিন এর প্রিয় মানুষ সম্পর্কে স্ট্যাটাস।

ভূমিকা: ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়

জন্মদিন সবার কাছেই অনেক খুশি এবং আনন্দ মূখর একটি দিন। এই দিনে সবাই তার প্রিয় মানুষটিকে সবার আগে উইশ করতে চায় এবং এই পুরো দিনটা খুশি দেখতে চায়। যে কারনে নানা সারপ্রাইজ গিফটের সাথে সাথে কিছু কথা বা শব্দ লিখে তাকে উইশ করে। অপর দিকের মানূষটিও আশায় থাকে, তার প্রিয় মানুষটি সবার আগে তাকে উইশ করুক।

কিন্তু এই জন্মদিনে সম্পর্কে আপনি কিছু লেখতে পারছেন না। না হয় কোন ভাষা খুঁজে পাচ্ছেন না। তাই আপনাদের জন্মদিনের খুশির আমেজকে বাড়িয়ে দিতে, ৫০ এর ও বেশি জন্মদিনের উইশ নিয়ে হাজির হয়েছি। যেই লেখা গুলো দিয়ে আপনি আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় লেখে পাঠাতে পারবেন।

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়

আমরা সকলেই চাই আমাদের প্রিয় মানুষটি তার জন্মদিনে যেন কোন কষ্ট না পায় এবং সবসময় হাসি খূশি থাকে। তাদের এই খুশিকে দ্বিগুন করতে আমরা তাদের কিছু স্পেশাল টেক্সট পাঠানোর ইচ্ছা পোষণ করে থাকি। কিছু কি লেখবো মাথায় আসে না। তাই কিছু স্পেশাল টেক্সট নিয়ে হাজির হয়েছি, যাতে আপনি আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় পাঠাতে পারেন।
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়
  • শুভ জন্মদিন প্রিয়, তোমার জীবনে যত স্বপ্ন রয়েছে সব কিছু পূর্নতায় ভরে যাক। জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপ সুদৃঢ় হোক যেতে হবে বহুদূর। তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।
  • আজ আমার সেই মানুষটির জন্মদিন, যাকে আমার জীবনে আপন করে পাওয়া, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় উপহার। তোমায় সব সময় হ্যাপি রাখতে চাই। তোমর সকল কষ্টের অংশীদার হতে চাই। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।
  • তুমি আমার জীবনে রংধনুর সাত রং, তোমায় জন্মদিনে আমাদের জীবন আরো রঙ্গিন হয়ে ‍উঠুক, সৃষ্টিকর্তার কাছে এটাই আমার প্রার্থনা। শুভ জন্মদিন কলিজা।
  • তোমার হাসিটা যেমন সুন্দর, তেমনি সুন্দর তোমার মন। তুমি আমার সেই জন যাকে জনম জনম পাশে রাখতে চাই। শুভ জন্মদিন প্রিয়তমা/প্রিয়তম।
  • তোমার সাথে কাটানো প্রতিটি সময় আমার কাছে স্পেশাল, তোমাকে আমার করে রাখতে চাই। তুমি আমার কাছে সবচেয়ে বড় উপহার। তোমার দিনটি অনেক সুন্দর কাটুক। শুভ জন্মদিন আমার পৃথিবী।
  • আজ তোমায় জন্মদিন, এই দিনটি তোমার জীবনে বার বার ফিরে আসুক। তোমার এই জন্মদিনের হাসিটা কখনো যেন ম্লান না হয়। তোমার জন্য ভালোবাসা রইলো। শুভ জন্মদিন আমার জান।
  • আজ এই জন্মদিনের মত প্র্রতিটি দিন তোমাকে নিয়ে সাজাতে চাই, যেখানে থাকবে শুধু অসীম ভালোবাসা। সব সময় আমার হয়েই থেকো। ভালোবাসার অপর নাম তুমি। ভালোবাসি তোমায়, শুভ জন্মদিন আমার দুনিয়া।
  • তোমরা জন্মদিনে, তোমার প্রতিটি স্বপ্ন নতুনভাবে সাজাও, পরিবার ও বন্ধুদের নিয়ে অনেক আনন্দে দিনটি আলোকিত হয়ে থাক তোমার জীবনে। আর আমাকে ভালো রেখো, আমি তোমাকে ভালো রাখবো। শুভ জন্মদিন আমার জীবন।
  • তোমার এই জন্মদিনে তোমাকে চাঁদ, তারা যেটিই উপহার দেই না কেন, তোমার ভালোবাসার কাছে তা কমই মনে হবে। তোমাকে ছাড়া একটি দিন ও কল্পনা করতে পারিনা। আমার হাতটি সব সময় ধরে রেখো, আমাকে আগলে রেখো। শুভ জন্মদিন প্রিয়তমা/প্রিয়তম।

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক

ইসলামে জন্মদিন পালন করা যায়না। এক কথায় বলতে গেলে ইসলামি শরিয়াহ মতে জন্মদিন পালন করা হারাম। তবে এই জন্মদিনে তার জন্য আল্লাহর কাছে দোয় করতে পারেন। যাতে তার জীবন অনেক সুখে, শান্তিতে ভবে থাকে এবং প্রতিটি কাজে যেন সে সফল হয়। সেরকম কিছু ক্যাপশন দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনার প্রিয়জনে জন্মদিনের আনন্দময় মহূতকে আরো রাঙ্গাতে পারবেন, তাকে হ্যাপি করতে পারবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। চলুন জেনে নেই-
  • আল্লাহ তোমাকে দ্বীন, এহকাল এবং পরকালে সবকিছুতে সফলতা দান করুন। তোমার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয় ও ভালোবাসা রইলো। শুভ জন্মদিন।
  • তোমার জন্মদিনে এই দোয়াই করি, আল্লাহ যেন তোমাকে সকল পাপ থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ যেন তোমাকে জান্নাত পথে অগ্রসর করে দেন। শুভ জন্মদিন।
  • অনন্তকাল ধরে আল্লাহ তোমাকে হেফাজত করুক এবং আল্লাহর দিকে অগ্রসরে করে তোমার ইমানকে মজবুত রাখুক। আল্লাহ তোমাকে ইমানে পথে চলার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে শুভ জন্মদিনে অনেক দোয়া রইলো। শুভ জন্মদিন।
  • তোমার এই জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া, তুমি যেন আল্লাহর পথে চলতে পারো এবং যত গুনাহ্ রয়েছে সেসকল আসওয়াসা থেকে দূরে থাকতে পারো। আল্লাহ যেন তোমাকে কবুল করেন। শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। তোমার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হোক সেই দোয়াই করি। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমিন।
  • আজকে এই খুশির দিনে, আল্লাহ তোমাকে নেক রিজিকে বরকত দান করুক, তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন এবং প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হোক। শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন। আল্লাহ তোমাকে দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করা পথে এগিয়ে নিয়ে যাক, তোমার প্রতিটি কাজে আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আমিন।

শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস

কে না চায় তার প্রিয় মানুষটির জন্মদিন বিশেষ করে তুলতে। সেজন্য কেবল মাত্র শুভেচ্ছা জানালেই হয় না। তার জন্য আলাদা কিছু করে তাকে অবাক করে দিন। এমন কিছু করার চেষ্টা করুন যাতে সে অনেক বেশি খুশি হয়। তার পাশাপাশি কিছু আনকমন শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস পাঠিযে দিন। তাহলে সে আরো অনেক খুশি হবে। চলুন কিছু প্রিয় স্ট্যাটাস সম্পর্কে জানি-
  • তুমি আমার প্রিয়জন, যার জন্মদিন মানেই নতুন কিছু স্বপ্ন আর ভালোবাসাময় একটি বিশেষ দিন। এই দিন কাটুক আমাদের অনেক হাসি, আনন্দে। শুভ জন্মদিন প্রিয়।
  • শুভ জন্মদিন ভালোবাসার মানুষ। আজ তোমার কাছে এই দিনটি অনেক বেশি স্পেশাল, সেই জন্য আমার কাছে ও স্পেশাল। কারণ তুমি আমার সবচেয়ে আপন এবং প্রিয়জন। ভালোবাসি তোমায়।
  • তুমি আমার কাছে এমন একজন, যার কাছে মুখ ফুটে কিছু বলতে হয় না। যে কিছু না বলতেই সবকিছু বুঝে যায়। আমার সেই মানুষটির আজ জন্মদিন। জানিনা কি বলে তোমাকে শুভ কামনা জানাবো। শুধু এতটুকু জানি, তুমি আমার শুরু, তোমাতেই আমার শেষ। শুভ জন্মদিন আমার জীবন সাথী।
  • তুমি আমার জীবনে সেই ধ্রুব তারা, যে আমার সুখ দুঃখে সবসময় জ্বলতে থাকে। শেষ নিশ্বাস পর্যন্ত এভাবেই আমার পাশে থেকো। তোমার সাথে রেখো। শুভ জন্মদিন জান।
  • শুভ জন্মদিন প্রিয়তম। তুমি আমার জীবনের সেই সুন্দর অনুভূতি, যা সব সময় ভাবতে ভালো লাগে, যেগুলো আকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কখনো ছেড়ে যেয়ো না। তোমার জন্য শুভকামনা রইলো তুমি সফল হও। আমাকে তোমার করে নাও।
  • তুমি আমার সেই বন্ধু যার কাছে কোন কিছু গোপন করতে হয় না। যে আমার সব সময় কেয়ার করে আমাকে আগলে রাখে। প্রতিটি মহুত রাঙ্গাতে আমার কেবলমাত্র তোমাকেই চাই। শুভ জন্মদিন প্রিয়তমা।
  • মনে পড়ছে সেই দিনটির কথা, যেদিন তোমার সাথে আমার কথা হয়েছিলো, সেদিন ও ছিলো তোমার জন্মদিন। আর আজ তুমি সেই অপরিচিত মানুষটি আমার কত আপন। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
  • তুমি আমার সেই বই যাকে সাড়া দিন পড়তে ইচ্ছে করে, যার প্রতিটি পাতায় নতুন অধ্যায়ের শুরু হয়। সেই বইয়ে কখনো ধূলো জমতে দিবো না। অনেক যত্নে আমার বুকে রেখে দিবো। আমায় ভালো রেখো। শুভ জন্মদিন জান।

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা

প্রিয় ভালোবাসার মানুষটার জন্মদিন অন্যদিনের তুলনায় আলাদা করে তুলতে চান? তাহলে আমার দেয়া কিছু স্পেশাল এসএমএস আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিন। দেখবেন আপনার প্রিয়জন অনেক খুশি হবে। চলুন জেনে নেই জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা ময় কিছু স্পেশাল এসএমএস। যা আপানার উপকারে আসবে।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা
  • আল্লাহ তোমাকে পরিবার, বন্ধু বান্ধব এবং আমি সহ তোমাকে সুখী ও সচ্ছল জীবন দান করুন। জীবনটা হাসি খুশিতে ভরে থাক, সেই দোয়া রইলো। শুভ জন্মদিন।
  • তোমার এই জন্মদিনে আল্লাহর কাছ দোয়া করি, তুমি যেন তোমার সকল কাজে সফলতা অর্জন করতে পারো। আমি সহ তোমার পরিবারকে ভালো রাখতে পারো। আল্লাহ তোমার প্রতি সহায় হোক। শুভজন্মদিন।
  • শুভ জন্মদিন। তোমার হাসি মুখটা যতটা আমার কাছে প্রিয়, তোমার মন খারাপ আমার কাছে তার থেকে বেশি কষ্টের। তোমার জন্মদিনের উপাহার হিসেবে তোমাকে সারা জীবন সুখী রাখার প্রতিজ্ঞা করলাম। ভালোবাসি তোমায়। আল্লাহ আমাদের প্রতি সহায় হোক। আমিন।
  • শুভ জন্মদিন, আল্লাহ তোমার অন্তরে তার প্রতি ভালাবাসায় পূর্ণতা দান করুক, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।
  • শুভ জন্মদিন। তোমার এই জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমরা যেন কখনো আলাদা না হই। আমাদের সম্পর্ক যেন আরো মজবুত হয়। আামাদের সম্পর্কে আল্লাহ তার রহমত বর্ষিত করুন।
  • তোমার এই জন্মদিন উপলক্ষে তোমার জীবন সবসময় হাসি, খুশি ও সফলতায় ভরে থাক। তোমার হাসি যেন কখনো মলিন না হয়। তোমায় হাসিতে সব সময় মুক্ত ঝড়ুক। শুভ জন্মদিন।

লেখকের মন্তব্য: ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়

প্রিয় পাঠক, এতক্ষনে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় কিভাবে পাঠাবেন? এবং জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক উপায়ে প্রকাশ করবেন তা জানতে পেরেছেন। প্রিয় মানুষটিকে আগলে রাখুন। তার সুখের ভাগ নেওয়ার পাশাপাশি কষ্টগুলো ভাগ করে নিতে শিখুন। জীবনে অনেকটাই সুখী হবেন।

ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিবেন না। তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। তাকে তার মত করে বাঁচতে দিন। ছোট ছোট বিষয়গুলো মানিয়ে নিন। এতক্ষন আমাদের পাশে থাকায় এবং আপনার মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ায় আপনাকে সুস্বাগতম। এইরকম পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url