ইনডেভার ১০ বেশি খেলে কি হবে
আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ইনডেভার ১০ ট্যাবলেট আমরা সেবন করে থাকি।
কিন্তু এই ইনডেভার ১০ ট্যাবলেট এর কাজ কি অথবা ইনডেভার ১০ বেশি খেলে কি হবে
সেই সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই আমরা আজকের পোষ্টে তাদের সুবিধার কথা
ভেবে ইনডেভার ট্যাবলেট এর বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। প্রিয় পাঠক,
আপনি কি ইনডেভার ১০ ট্যাবলেট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের
পোষ্টটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে।
কেননা আপনারা যদি কিছুটা সময় অপচয় করে এই আর্টিকেলটি গুরুত্ব সহকারে একেবারে
শেষ পর্যন্ত পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে ইনডেভার ১০ বেশি খেলে কি
হবে? সেই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি ইনডেভার 10 এর কাজ কি, ইনডেভার ১০ কতদিন
খেতে হয়, ইনডেভার ১০ খাওয়ার নিয়ম, ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ
ইত্যাদি যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকাড়ে পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা - ইনডেভার ১০
নিত্য জীবনে মানুষকে নানান ধরণের ওষুধের প্রয়োজন হয়ে থাকে। এখন অধিকাংশ
মানুষেরা একেক সময় একেক ধরণের রোগে আক্রান্ত হয় যার ফলে তারা বিভিন্ন রোগের
জন্য বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকে। কিছু স্বাভাবিক বা সাধারণ অসুখ
রয়েছে যেগুলো প্রায় সবারই থেকে থাকে যেমন মনে করুন প্রেশার, বুক ধবধব করা,
মাইগ্রেনের সমস্যা, উচ্চ রক্তচাপ ইত্যাদি।
এই পোষ্টে আমরা যেই ওষুধ সম্পর্কে আলোচনা করেছি সেটি এসব সমস্যার সমাধানের জন্য
কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই যাদের এ ধরনের সমস্যা আছে তাদের ইনডেভার 10
এর কাজ কি, ইনডেভার ১০ বেশি খেলে কি হবে, খাওয়ার নিয়ম, কত দিন খেতে হবে এবং
এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেওয়াটা অনেক জরুরী।
আবার যাদের এ বিষয়ে জানার জন্য অধিক আগ্রহ নিয়ে আছেন তারা চাইলে এই পুরো পোস্ট
জুড়ে আমাদের সাথে থেকে এই কার্যকরী ওষুধ সম্পর্কে জেনে নিন। তাহলে আসুন, আর
অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যায়। আমরা প্রথমে ইনডেভার 10 এর
কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জেনে নিব।
ইনডেভার ১০ এর কাজ কি
আপনারা অনেকেই ইনডেভার 10 এর কাজ কি তা জানতে চেয়েছেন। মূলত এই ওষুধ নির্দিষ্ট
কয়েকটি কাজ করে থাকে। এ ওষুধ এমন কিছু রোগের জন্য তৈরি করা হয়েছে যে সব
রোগগুলো মানুষের মধ্যে প্রতিদিনই দেখা দেয়। এই ওষুধ মানুষের দেহের ভিতরে
মারাত্মক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই ওষুধ যেসব রোগের
বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে তা হচ্ছেঃ
- দুশ্চিন্তা
- ঘাড় ব্যথা
- উদ্বিগ্নতা
- মাইগ্রেন প্রতিরোধ
- মানসিক চাপ
- নিঃশ্বাসের সমস্যা
- প্রেশারের সমস্যা
- বুকে ধবধব করা
- প্রাথমিক উচ্চ রক্তচাপ
- হৃদপিণ্ড অস্বাভাবিক হৃদস্পন্দন
সাধারনত উপরের উল্লিখিত সমস্যার জন্য এ ওষুধ খাওয়া হয়। এ ওষুধের কাজই হচ্ছে
উপরোক্ত সমস্যা গুলোর নিরাময় করা। আপনি বা আপনার আশেপাশের কেউ যদি এ ধরণের
সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাকে ইনডেভার ১০ ওষুধটি খাওয়ানো যেতে পারে।
তবে মনে রাখবেন এই ওষুধ খাওয়ানোর পূর্বে আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তারের
সাথে পরামর্শ করতে হবে। কেননা ডাক্তাররা অনেক সময় এ ঔষধ না দিয়ে এইসব রোগের
জন্য জিনেটেক্স 500 মিগ্রা এন্টিবায়োটিক খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন।
তাই এ বিষয়ে সচেতন হয়ে আপনাকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।
আশা করছি ইনডেভার 10 এর কাজ কি বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে
কার্যকরী ভূমিকা পালন করে তা জানতে পেরেছেন। এবার চলুন, ইনডেভার ১০ বেশি খেলে
কি হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইনডেভার ১০ বেশি খেলে কি হবে
কোন ধরণের ওষুধই বেশি খাওয়া উচিত নয়। যখন আপনি কোন মেডিসিন প্রয়োজনের চেয়ে
বেশি সেবন করবেন তখন আপনার ভিতরে নানান প্রকারের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা
অনেক বেশি। আপনি যদি এই ওষুধ ডাক্তারের নির্দেশনার বাইরে বেশি সেবন করেন, তাহলে
আপনার মাথা ঘুরতে পারে এছাড়াওঃ
- প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতে
- দেহে চুলকানির প্রভাব দেখা দিতে পারে
- এলার্জির সমস্যা দেখা দিতে পারে
- বুকের মধ্যে ধবধব বেশি করতে পারে
- ঘাড়ের রগ টেনে ধরতে পারে ইত্যাদি।
উপরোক্ত সমস্যা গুলো ছাড়াও আপনার দেহে আরো অন্যান্য জটিল সমস্যা
দেখা দিতে পারে তাই এসব সমস্যা থেকে বেঁচে থাকতে কখনোই এ ওষুধ বেশি সেবন করবেন
না। আপনাকে যদি কোন বিশেষজ্ঞ চিকিৎসক ইনডেভার ১০ সেবনের পরামর্শ দিয়ে থাকেন
তাহলে আপনি কোন অবস্থাতেই বেশি সেবন করে ফেলবেন না। এতে আপনার অনেক সমস্যা দেখা
দিবে।
তাই একজন অভিজ্ঞ চিকিৎসক আপনাকে যে পরিমাণ ডোজ দিয়েছেন যে নির্দিষ্ট নিয়ম
দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আশা করছি ইনডেভার ১০ বেশি খেলে কি
হবে তা জানতে পেরেছেন। এবার চলুন, ইনডেভার ১০ কতদিন খেতে হয় তা জেনে নেওয়া
যাক।
ইনডেভার ১০ কতদিন খেতে হয়
চিকিৎসকেরা মুলত ইনডেভার ওষুধ এক মাস বা ৩০ দিন খাবার নির্দেশনা দেন। আর যদি
রোগীর অসুস্থতা জটিল হয় তাহলে এই ট্যাবলেটটি ৪০ থেকে ৪৫ দিন সেবন করার
নির্দেশনা দেন। অর্থাৎ ইনডেভার ১০ কতদিন খেতে হবে এটি সম্পর্ণ রোগীর অবস্থা
বুঝে শুনে ডাক্তাররা তা নির্দেশনা দেয়।
অভিজ্ঞ ডাক্তারেরা রোগের ধরন ও অবস্থা উপর ভিত্তি করে সেবনের নির্দেশনা দিয়ে
থাকেন। তাই এটি সঠিকভাবে বলাটা কঠিন। তারা নানান ধরণের পরীক্ষার মাধ্যমে রোগ
নির্ণয় করে থাকেন এবং রোগের ধরন মোতাবেক সেবনের পরামর্শ দেন। তাই আপনি যদি এই
সমস্যার অন্তর্ভুক্ত হন তাইলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী
ঔষধ সেবন করতে হবে।
ইনডেভার ১০ খাওয়ার নিয়ম
ইনডেভার ১০ অভিজ্ঞ চিকিৎসকগণ মূলত ডোজ হিসাবে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
চিকিৎসকেরা ব্যক্তির বয়স ও ওজনের উপর ভিত্তি করে সেবনের পরিমাণ নির্ধারণ
করেন। তবে অধিকাংশ সময় চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে সেবনের পরামর্শ দিয়ে
থাকে। তবে আপনি যদি সঠিক তথ্য জানতে চান তাহলে সবচেয়ে উত্তম চিকিৎসকের সাথে
পরামর্শ করা।
এই ওষুধের সেবনের নিয়ম হচ্ছে যাদের বয়স ১২ থেকে ১৮ বয়স তাদের ০.২৫ মিগ্রা
থেকে ১০০ মিগ্রা দিনে ২ বার খাওয়া যেতে পারে। আবার যাদের বয়স ১৮ বছরের বেশি
তাদেরকে শুরুতে ৮০ মিগ্রা এবং পরবর্তীতে ১৫০/২০০ মিলিগ্রাম খাওয়া যেতে
পারে।
যাইহোক, যদি আপনি এটি খালি পেটে সেবন করবেন না। এটি পানি দিয়ে পুরোটা গিলে
খেতে হবে আর এটি পুরো এক গ্লাস পানি দিয়ে খেতে হবে। এটি ট্যাবলেটটি ভেঙ্গে
অথবা চূর্ণ করে কিংবা চিবিয়ে খাবেন না। Indever 10 ট্যাবলেট সেবনের জন্য একটি
সামঞ্জস্যপূর্ণ রুটিন তৈরি করতে হবে।
ইনডেভার ১০ খাওয়ার আগে না পরে
অনেকে জানতে চেয়েছেন যে , ইনডেভার ১০ খাওয়ার আগে কেহতে হবে নাকি খাওয়ার পরে
খেতে হবে? তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে আজকের পোষ্টের এই অংশে জানিয়ে দিব
যে খাওয়ার আগে না পরে খেতে হয়। চিকিৎসকরা এটি মূলত খাওয়ার পরেই
খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। কারণ খাওয়ার পরে আমাদের দেহে শক্তি তৈরী হয়
যাতে এর কার্যকারিতাকে আরো বৃদ্ধি করে সক্ষম হয়।
তাই আপনারা ইনডেভার ১০ অবশ্যই খাওয়ার পরে বা ভরা পেটে সেবন ক্রবেন। আশা
করি আপনারা ইতিমধ্যে ইনডোভার ১০ কখন খেতে হবে এই সম্পর্কে জানতে পেরেছেন। তবে
একটা বিষয় খেয়ার রাখবেন সেটি হচ্ছে চিকিৎসকের নির্দেশনা ছাড়া কখনোই এই ওষুধ
সেবন করবেন না। কেননা এতে বিদ্যমান শক্তিশালী উপাদান ভবিষ্যতে আপনার দেহের অনেক
ক্ষতি করতে পারে।
ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটা ওষুধেরই যেমন উপকারিতা রয়েছে তেমনি অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া
রয়েছে। একটা ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া তখনই বিস্তার করে যখন সে ওষুধ শরীরের
সাথে ঠিকভাবে না মিশে অথবা সেবনের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। এ ওষুধের ভিতরে
তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা কেউ যদি নিয়ম অনুযায়ী খায় তাহলে সেরকম
কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না।
ইনডেভার ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা যায় না কিন্তু অনিয়ম বা
বেশিমাত্রায় সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সে পার্শ্ব
প্রতিক্রিয়াগুলো হচ্ছেঃ
- মাথা ঘুরা
- মাথা ব্যথা করা
- বুক ধপ ধপ করা
- বমি বমি ভাব হওয়া
- অতিরিক্ত ঘুম আসা
- শরীর ঠান্ডা হয়ে যাওয়া
- এলার্জির তীব্রতা বেড়ে যাওয়া
- শরীরের চুলকানির পরিমাণ বেড়ে যাওয়া ইত্যাদি।
এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো খুব অল্প সময় দেখা দেয়। একেবারে দেখা দেয় না
বললেই চলে। আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি ওষুধ সেবনের ফলে এইসব
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।
ডাক্তার যদি সেবনের নির্দেশ দেয় তাহলে সেবন করবেন আর যদি ডাক্তার সেবন করতে
বারণ করে তাহলে ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে।
ইনডেভার ১০ দাম কত
ইনডেভার ১০ ওষুধ এক পাতার দাম ১০ টাকা মাত্র। আর এক পাতায় মোট ১০ থেকে ১২ টি
ট্যাবলেট রয়েছে। আবার এগুলো ওষুধের দাম বিভিন্ন কারণে কম বেশি হয়ে থাকে। আপনি
যদি ন্যায্য মূল্য নিশ্চিত করে কিনতে চান, তাহলে অবশ্যই করতে ওষুধের প্যাকেটের
গায়ে বিদ্যমান দাম দেখে ক্রয় করুন। তবে আপনি যেখান থেকেই ক্রয় করুন না
কেন এর আসল হলফনামা অবশ্যই দেখবেন তারপরে ক্রয় করবেন। কেননা অনেক অসাধু
ব্যবসায়ী নকল বা ডপ্লিকেট ঔষধ বিক্রি করে থাকে।
লেখকের ইতিকথাঃ ইনডেভার ১০ বেশি খেলে কি হবে
আজকের পোষ্টের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রতিটা ওষুধ সেবনের
ক্ষেত্রে সঠিক নিয়ম অনুযায়ী খাওয়া উচিত হবে। তাহলে দেহের সমস্যা দ্রুত নিরাময়
হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় দেখা যায় অনেকেই ডাক্তারের পরামর্শ ব্যতিত
বিভিন্ন ওষুধ গ্রহন করে থাকেন।
যা একদমই উচিত নয়। এতে আপনার দেহে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবনতা আরও
বৃদ্ধি পাবে। তাই এ বিষয়ে সচেতন থেকে ওষুধ সেবন করতে হবে। আমাদের আজকের লেখা
ইনডেভার ১০ ট্যাবলেট এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে
অবশ্যই আপনার প্রিয়জনজদের সাথে শেয়ার করে দিতে পারেন।
এতে তারাও ইনডেভার ১০ ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম
হবেন। বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ
আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url