ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি - ইনস্পার্ম ট্যাবলেট কত দিন খেতে হবে
আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ইনস্পার্ম ট্যাবলেট আমরা সেবন করে থাকি।
কিন্তু এই ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি অথবা ইনস্পার্ম ট্যাবলেট কত দিন
খেতে হবে সেই সম্পর্কে অধিকাংশ মানুষেরই অজানা। তাই আমরা আজকের আর্টিকেলে তাদের
সুবিধার কথা ভেবে এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। প্রিয়
পাঠক, আপনি কি ইনস্পার্ম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? তাহলে
আমাদের আজকের পোষ্টটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে।
সম্মানিত পাঠক, আপনারা যদি কিছুটা সময় অপচয় করে আজকের এই আর্টিকেলটি গুরুত্ব
সহকারে প্রথম থেকে একেবারে শেষ অবদি পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে
ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি ও ইনস্পার্ম ট্যাবলেট কত দিন খেতে হবে সেই সম্পর্কে
জেনে নেওয়ার পাশাপাশি ইনস্পার্ম ট্যাবলেট খাওয়ার নিয়ম, ইনস্পার্ম ট্যাবলেট এর
পার্শ্ব প্রতিক্রিয়া, ইনস্পার্ম ট্যাবলেট এর দাম ইত্যাদি যাবতীয় কিছু
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
ভুমিকা - ইনস্পার্ম ট্যাবলেট
বর্তমানে পুরুষের দেহে অধিকাংশ সময় নানান প্রকারের শারীরিক সমস্যা দেখা দেয়।
মূলত শারীরিক সমস্যাগুলো পুরুষের দেহে বাড়তি বয়সের সময় লক্ষ্য করা হয়। তাদের
দেহে বিভিন্ন প্রকারের পুষ্টির ঘাটতি দেখা দেওয়ার কারণে শারীরিক সমস্যার দেখা
দিতে পারে। এই পোষ্টে আমরা যেই ওষুধ সম্পর্কে আলোচনা করেছি সেটি এই ধরনের
সমস্যার সমাধানের জন্য বেশ ভালো কার্যকরী ভূমিকা রাখে।
যাদের এ ধরনের সমস্যা আছে তাদের ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি, খাওয়ার নিয়ম,
কত দিন খেতে হবে এবং ইনস্পার্ম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে
নেওয়াটা অনেক জরুরী। তাই যারা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান
তারা শেষ অবদি থেকে জেনে নিন।
আবার যাদের এ বিষয়ে জানার আগ্রহ বেশি তারা চাইলে এই পুরো পোস্ট জুড়ে আমাদের
সাথে থেকে এই কার্যকরী ট্যাবলেট সম্পর্কে জেনে নিন। তাহলে আসুন, আর অতিরিক্ত
কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যায়। আমরা প্রথমে জানবো যে ইনস্পার্ম
ট্যাবলেট এ কি কি উপাদান রয়েছে।
ইনস্পার্ম ট্যাবলেট এর উপাদান
ইনস্পার্ম ট্যাবলেটের যাবতীয় তথ্যগুলো জেনে নেওয়ার আগে এই ট্যাবলেটে কি কি
উপাদান রয়েছে সেই সম্পর্কে আমাদের জেনে নেওয়াটা জরুরি। তাই আমরা পোষ্টের এই
অংশে এর উপাদানসমূহ তুলে ধরেছি। ইনস্পার্ম ট্যাবলেটে বিভিন্ন উপাদান রয়েছে
যেমন-
- Peganum harmala (এসপন্দ) ১০০ মিলিগ্রাম
- Syzygium aromaticum (লবঙ্গ) ১০০ মিলিগ্রাম
- Sesamum indicum (কালো তিল) ১০০ মিলিগ্রাম
- Myristica fragrans nut (জায়ফল) ১০০ মিলিগ্রাম
- Myristica fragrans arillus (যত্রিক) ১০০ মিলিগ্রাম
- Cinnamomum zeylanicum (দারচিনি) ১০০ মিলিগ্রাম
ইনস্পার্ম ট্যাবলেটে কি কি উপাদান রয়েছে সেটা আশা করছি আপনারা জানতে পেরেছেন।
এবার চলুন, আজকের পোষ্টের যেটা মূল বিষয় অর্থাৎ ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ
কি সেটি জেনে নেওয়া যাক।
ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি
মূলত একজন পুরুষের দেহে যেগুলো শারীরিক সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম
হচ্ছে শারীরিক দুর্বলতা, যৌ'ন দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা। এটি ওষুধ
পুরুষের এই তিন ধরনের শারীরিক দুর্বলতার সমস্যা নিরাময় করতে পারবে। সাধারনত
যেসব পুরুষদের প্রতিনিয়ত স্বপ্নদোষ দেখা দেয় এবং অনেক দ্রুত বী’র্যপাত হয় তাদের
ক্ষেত্রে এটি খুব বেশি কার্যকর।
এছাড়াও বীর্য বৃদ্ধি করতে, শুক্রাণু বৃদ্ধি করতে এবং বী'র্য আরও বেশি গাঢ় করার
জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। একজন পুরুষের দেহের
অভ্যন্তরে যে অনুপাতে শুক্রানু তৈরি হয়, অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা হয় যে, এটি তৈরি হতে নানান প্রকারের সমস্যা সৃষ্টি হয় এবং এর পাশাপাশি এর পরিমাণটাও
অনেক কম হয়।
আপনি যদি এই ট্যাবলেট নিয়মিত সেবন করেন তাহলে জীবনের নতুন যাত্রা ও শারিরীক
আনন্দময় জীবন উপভোগ করতে পারবেন। ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি আপনারা এতক্ষণে
তা জানতে পেরেছেন। এবার চলুন, নিচের অংশ হতে ইনস্পার্ম ট্যাবলেট খাওয়ার সঠিক
নিয়ম জেনে নেওয়া যাক।
ইনস্পার্ম ট্যাবলেট খাওয়ার নিয়ম
ইনস্পার্ম ট্যাবলেট খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করার আগে আসুন আগে আমরা এই
ওষুধের প্রধান শর্ত জেনে নেই। সেটি হল যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের বেশি
বয়স শুধুমাত্র তারা এই ওষুধ সেবন করতে পারবে। আমি যদি বোঝার সাপেক্ষে আরও সহজ
ভাষায় বলি এই ওষুধ খেতে হলে আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে অন্যথায় এই ওষুধ
সেবন করা উচিত নয়।
এই ওষুধ সেবনের নির্দিষ্ট ডোজ রয়েছে তা হল আপনাকে প্রতিদিন সকালে ও রাতে
খাবারের পরে মানে ভরা পেতে দুইটি করে মোট চারটি ঔষধ খেতে হবে। মনে রাখবেন এই
ওষুধ খালি পেটে ও চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণযোগ্য নয়। আশা করছি এই
বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। আশা করি এতক্ষনে হয়তো ইনস্পার্ম ট্যাবলেট খাওয়ার
সঠিক নিয়ম জেনে নিয়েছেন।
ইনস্পার্ম ট্যাবলেট কত দিন খেতে হবে
আপনারা অনেকেই গুগলে খোজাখুজি করে থাকেন যে ইনস্পার্ম ট্যাবলেট আসলে কত দিন
খেতে হবে? তাই এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। খোজ নিয়ে আমরা যেই বিষয়টি অবগত
হতে পেরেছি সেটা হচ্ছে বরিশাল ক্লিনিকের মেডিসিন বিভাগের ডাক্তার যার নাম হচ্ছে
ডাঃ সাহাবুদ্দীন হোসেন।
তিনি এ বিষয়ে জানিয়েছেন যে সকালে ও রাতে খাবারের পরে মানে ভরা পেটে প্রতিদিন
২টা করে এই ওষুধ সেবন করতে হবে। এভাবে আপনাকে ঠিক টানা ৯০ দিন বা ৩ মাস সেবন
করতে হবে। এরপর তিনি আরো একটি বিষয়ে আমাদের সচেতন করেছেন সেটি হচ্ছে এই ওষুধ
সেবনকারীর বয়স অবশ্যই প্রাপ্তবয়স্ক অথবা ১৮ বছর বা তার বেশি হতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন যে, একটানা ৯০ দিন এই ওষুধ সেবনের পরে যদি সেই রোগের কোন
ভালো ফলাফল না লক্ষ্য করেন, তাহলে ৪-৫ মাস সেবন করতে হবে। তাহলেই আশা করছি ভালো
ফলাফল পাওয়া যাবে। আর আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী ইনস্পার্ম
ট্যাবলেট গ্রহন করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আশা করছি, ইনস্পার্ম
ট্যাবলেট কত দিন খেতে হবে? তা এতক্ষণে জানতে পেরেছেন। এবার চলুন, ইনস্পার্ম
ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।
ইনস্পার্ম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া
ইনস্পার্ম ট্যাবলেট (Insperm tablets) এ খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই
বললেই চলে। কারন, ইনস্পার্ম হচ্ছে মূলত হামদার্দ এর ঔষধ। আর আমরা প্রায় সকলেই
হয়তো জানি যে হামদার্দ ঔষধের খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যামান থাকে না।
এই ট্যাবলেট সেই রোগি ব্যবহার করেন তার মন্তব্য হচ্ছে তিনি মনে করেন কেউ যদি
ইনস্পার্ম ট্যাবলেট একটানা সঠিক নিয়ম অনুযায়ী সেবন করেন, তাহলে তার জীবন পাল্টে
যেতে পারে।
অপরদিকে কেউ যদি নিয়ম না জেনে এ ওষুধ গ্রহন করে থাকেন এবং চিকিৎসকের পরামর্শ
ব্যতিত সঠিক মাত্রায় গ্রহন না করেন, তাহলে সেই যেই সমস্যার জন্য এই ওষুধ
খাচ্ছেন সেই সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই যারা এই ওষুধটি সেবন করবেন
কিংবা ডাক্তার যদি আপনাকে সঠিক নির্দেশনা অনুযায়ী সেবন করতে বলেন তাহলে অবশ্যই
সেই নির্দেশ অনুযায়ী সেবন করতে হবে।
তাহলে আশা করা যায় যে, এই ওষুধ সেবনে বেশ ভালো ফলাফল পাওয়া যাবে। আশা করছি এই
সম্পূর্ণ বিষয়টি বুঝতে ও জানতে সক্ষম হয়েছেন। আশা করছি, ইনস্পার্ম ট্যাবলেট
এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত যাবতীয় ও নির্দেশনা গুলো
জানতে পেরেছেন। ইনস্পার্ম ট্যাবলেট এর দাম কত এবার আসুন পরিশেষে আমরা এর দাম
জেনে নিব।
ইনস্পার্ম ট্যাবলেট এর দাম
ইনস্পার্ম ট্যাবলেট মূলত যেই কোম্পানি উৎপাদন ও বাজারজাত করেন তার নাম হচ্ছে
হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড (Hamdard Laboratories Limited)। এই ওষুধের প্রতি
পিচের দাম কত সেটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই আমরা আপনাদের সুবিধার কথা
ভেবে পোষ্টের এই অংশে এই ট্যাবলেট এর বর্তমান দাম উল্লেখ করেছি।
ওষুধের দাম অনেক সময় কম-বেশি হয়ে থাকে। তাই আপনি বর্তমান সময় অনুযায়ী এই
ওষুধের সঠিক দাম জানতে চান, তাহলে আপনি চাইলে আপনার নিকটস্থ হামদর্দ বিক্রয়
কেন্দ্রে গিয়ে এর দাম জেনে নিতে পারেন। তবে ইনস্পার্ম ট্যাবলেট এখনকার সময়ের
আপডেট দাম হচ্ছে প্রতি পিচের দাম ৩ টাকা।
আরো পড়ুনঃ melphin 10 ml খাওয়ার নিয়ম।
প্রতিটা বক্সে সাধা্রনত ৫০টি (৫X১০) ট্যাবলেট রয়েছে যার মূল্য যদি হিসাব
করা হয় তাইলে ১৫০ টাকা। এই ট্যাবলেট আপনি আপনার নিকটস্থ হামদর্দ বিক্রয়
কেন্দ্রে গিয়ে সংগ্রহ করতে পারবেন। আশা করছি, আপনি এর দাম কত তা জানতে
পেরেছেন।
ইনস্পার্ম ট্যাবলেট সম্পর্কিত জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: ইনস্পার্ম ট্যাবলেট এ কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে?
উত্তর: না, এই ট্যাবলেটে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
প্রশ্ন: প্রতি বক্স ইনস্পার্ম ট্যাবলেট এর দাম কত?
উত্তর: প্রতি বক্স ইনস্পার্ম ট্যাবলেট এর দাম হচ্ছে ১৫০ টাকা।
প্রশ্ন: ইনস্পার্ম ট্যাবলেট সেবনে কি কি সতর্কতা অবলম্বন করতে
হবে?
উত্তর: ইনস্পার্ম ট্যাবলেট এর মূল সতর্কতা হচ্ছে এই ওষুধ শিশুদের
নাগালের বাইরে রাখা।
লেখকের ইতিকথাঃ ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি
আজকের পোষ্টের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রতিটা ওষুধ সেবনের
ক্ষেত্রে সঠিক নিয়ম অনুযায়ী খাওয়া উচিত হবে। তাহলে দেহের সমস্যা দ্রুত নিরাময়
হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় দেখা যায় অনেকেই ডাক্তারের পরামর্শ ব্যতিত
বিভিন্ন ওষুধ গ্রহন করে থাকেন।
যা একদমই উচিত নয়। এতে আপনার দেহে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবনতা আরও
বৃদ্ধি পাবে। তাই এ বিষয়ে সচেতন থেকে ওষুধ সেবন করতে হবে। আমাদের আজকের লেখা
ইনস্পার্ম ট্যাবলেট এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে
অবশ্যই আপনার প্রিয়জনজদের সাথে শেয়ার করে দিতে পারেন।
এতে তারাও ইনস্পার্ম ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন।
বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল
পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url