ফিস্টুলা কত দিন পর পর বের হয় – ফিস্টুলা থেকে মুক্তির উপায়
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা পরিবার পরিজনদের নিয়ে সকলেই সুস্থ আছেন। বিগতদিনগুলোর মতো আজকেও আমরা অত্যন্ত জরুরি একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফিস্টুলা কত দিন পর পর বের হয় ও ফিস্টুলা থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো আপনি কি ফিস্টুলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়ে আমাদের ওয়েবসাইটে এসেছেন? তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।
কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে ফিস্টুলা কত দিন পর পর বের হয় এবং ফিস্টুলা থেকে মুক্তির উপায় সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি ফিস্টুলা কেন হয়, ফিস্টুলা থেকে মুক্তির উপায়, ফিস্টুলা রোগের ওষুধ এর নাম, ফিস্টুলা রোগের হোমিও ঔষধ ইত্যাদি সহ এই সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা
ফিস্টুলা চিকিৎসা আর্থিক প্রভাব বোঝা একজনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ফিস্টুলাস মোকাবেলার জন্য ঐতিহ্যগত অস্ত্রোপচার পদ্ধতি, যা অঙ্গগুলির মধ্যে সুড়ঙ্গের মতো সংক্রমণের পকেট হতে পারে, প্রায়শই ব্যয়বহুল ও আক্রমণাত্মক বলে মনে হয়। সার্জনের ফি, অ্যানেস্থেসিয়া, হাসপাতালে থাকা, ওষুধ এবং পুনরুদ্ধারের সময় সম্ভাব্য হারানো মজুরি বিবেচনায় নিয়ে এই ধরনের অপারেশনের সাথে যুক্ত খরচ দ্রুত বাড়তে পারে।
আরো পড়ুনঃ herbazyl এর কাজ কি?
এই উদ্ভাবনী পদ্ধতিগুলিতে অ্যাক্সেস অনেকের জন্য আর্থিক চাপ কমিয়ে দিতে পারে, এটি মূলত একটা বিষয় নিশ্চিত করে যে একজন সুস্বাস্থ্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করাটা যেন তার আর্থিক বোঝা হয়ে না যায়। তাই ফিস্টুলা সম্পর্কে আমাদের জরুরী ভিত্তিতে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে।
কেননা জীবনে সঠিক ও সুস্থভাবে বেঁচে থাকতে হলে কিংবা জীবন যাপন করতে হলে আমাদের প্রতিটা রোগবালাইয়ের উপরে বিশেষ নজরদারি রেখে সেই রোগের সঠিক চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনা ফিরে যায়। আমরা প্রথমে ফিস্টুলা কেন হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
ফিস্টুলা কেন হয়
ফিস্টুলা সাধারণত তিন প্রকারের হয় যথা এনাল ফিস্টুলা, অ্যানোরেক্টাল ফিস্টুলা এবং ইন্টেস্টাইনাল ফিস্টুলা। এক কথায় বলতে গেলে ফিস্টুলা হচ্ছে আমাদের দেহের দুটি অংশের মধ্যে অস্বাভাবিক একটি সংযোগ। এটি মূলত মলদ্বারে বেশি হতে দেখা যায়। আমাদের মলদ্বারে বেশ কিছু Anal Canal বিদ্যামান রয়েছে। আবার এই Anal Canal এর মধ্যে বা ভেতরের অংশের দিকে গ্রন্থি থাকে।
বিভিন্ন কারণে অনেক সময় এই গ্রন্থিগুলো ফুলে যায়, যার ফলে সেখানে ফোঁড়া তৈরি হয়। আর এক পর্যায়ে গিয়ে এই ফোঁড়া ফেটে গিয়ে ফিস্টুলার সৃষ্টি হয়। আশা করি ফিস্টুলা কি বা ফিস্টুলা কেন হয় এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ফিস্টুলা সম্পর্কে আরও জরুরি কিছু জানতে হলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
ফিস্টুলা কত দিন পর পর বের হয়
উপরের অংশ হতে আপনারা ফিস্টুলা কেন হয় সেই বিষয়ে অবগত হতে পেরেছেন। এবার আমরা ফিস্টুলা কত দিন পর পর বের হয় এই বিষয়ে বিস্তারিত জেনে নিব। এটি বিষয়টি মূলত নানান বিষয়ের উপর নির্ভর করে থাকে। যেমন আপনার ফিস্টুলা্র উপসর্গ, রোগ প্রতিরোধ ক্ষমতা, চিকিৎসা পদ্ধতি বা উপায় ইত্যাদি। তবে আপনি যদি সঠিক চিকিৎসা না করেন তাহলে কিন্তু কিছুদিন পরপরই ফিস্টুলা বের হতে পারে। মূলত ফিস্টুলা কত দিন পর পর বের হয় তা নিম্নোক্ত বিষয়ের উপরে নির্ভর করে যেমন
- সঠিক চিকিৎসা না নিলে ফিস্টুলার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়তে পারে।
- কিছু ধরণের ফিস্টুলা রয়েছে যেগুলো থেকে তুলনামূলকভাবে অন্যান্য ধরনের ফিস্টুলার চেয়ে বারবার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
- উচ্চ ফাইবারযুক্ত খাবার না খেলে এবং নিয়মিত ব্যায়াম না করলে ফিস্টুলার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়াতে সাহায্য করতে পারে।
সাধারণত ফিস্টুলা রোগের চিকিৎসা সঠিকভাবে না করলে ৫ থেকে ১০ শতাংশ রোগীর ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের মধ্যে আবারও পুনরাবৃত্তি হয়। তবে, সঠিক চিকিৎসা মাধ্যমে এই ঝুঁকি ২ শতাংশ কমিয়ে আনা সম্ভব। তাই এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহন করতে হবে তাহলে ফিস্টুলা রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন।
ফিস্টুলা থেকে মুক্তির উপায়
ফিস্টুলা থেকে মুক্তি পাওয়ার উপায় নির্ভর করবে একমাত্র এই রোগের ধরণ, এর তীব্রতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর। ফিস্টুলা রোগের জন্য বিভিন্ন মেডিসিন পাওয়া যায় যেগুলো আপনি যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে ফিস্টুলা রোগ থেকে মুক্তির পেতে পারবেন। সংক্রমণ প্রতিরোধ জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ, ব্যাথা নাশক ঔষধ এবং মল নরমকারী ঔষধ খেতে পারেন।
আর আপরদিকে আপনি লেজার থেরাপি ও অস্ত্রোপচার এর মাধ্যমে যেকোনো ধরনের ফিস্টুলা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমানে এই ফিস্টুলা রোগের চিকিৎসার ক্ষেত্রে অস্ত্রোপচার এবং লেজার থেরাপি হচ্ছে অত্যান্ত জনপ্রিয় একটি চিকিৎসা মাধ্যম।
যদিও এটি বেশ ব্যয়বহুল তবুও অধিকাংশ মানুষ ফিস্টুলা রোগ থেকে চিরতরে মুক্তির উপায় হিসাবে এই ব্যয়বহুল চিকিৎসা মাধ্যমকেই বিশ্বস্ত বলে মনে করছে। এছাড়া আপনি ফিস্টুলা রোগ থেকে মুক্তি পেতে নিম্ন উল্লিখিত পদক্ষেপ নিতে পারেন যেমনঃ
- ধূমপান করবেন না
- নিয়মিত ব্যায়াম করুন
- উচ্চ ফাইবারযুক্ত খাবার খান
- আপনার ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে
- অস্ত্রোপচারের স্থানটি পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে
- ডাক্তারের নির্দেশনা যথাসম্ভব অনুসরণ করতে হবে
- ডাক্তারের সাথে নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট করুন ইত্যাদি।
ফিস্টুলা রোগের ওষুধ এর নাম
আপনার ফিস্টুলা জটিল আকার ধারন করার আগে আপনি যদি নিম্নে উল্লেখিত ফিস্টুলা রোগের ওষুধ গুলো একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে আপনার অবশ্যই ফিস্টুলা ভালো হয়ে যাবে। তবে আপনি আপনার ফিস্টুলার জন্য আসলে কোন ওষুধ সেবন করবেন সেটা নির্ভর করবে আপনার ফিস্টুলার ধরণের উপরে।
আপনারা হয়তো উপরের অংশ হতে ইতিমধ্যে জেনেছেন যে ফিস্টুলা সাধারণত ৩ প্রকারের হয় এনাল ফিস্টুলা, অ্যানোরেক্টাল ফিস্টুলা এবং ইন্টেস্টাইনাল ফিস্টুলা। তবে এই ফিস্টুলার এতো ধরন দেখে আপনার ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই কেননা মানুষ শুধুমাত্র এনাল ফিস্টুলা রোগে আক্তান্ত হয় অন্যান্য ফিস্টুলাগুলো দ্বারা খুবই কম মানুষ আক্রান্ত হয়।
তাই এনাল ফিস্টুলা ভয় পাবার তেমন কিছু নেই আপনাকে শুধুমাত্র সঠিক চিকিৎসা নিতে হবে তাহলে এই এনাল ফিস্টুলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ফিস্টুলা রোগের ওষুধ এর নাম গুলো নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।
- Pilospray
- Pilestop
- Sucralfate
- Megaheal Gel
- Sufrate LA Cream
- Dobesil LD Ointment 30gm
- Sufrate TP Ointment
- Metrogyl-P 2% Ointment
আশা করছি ফিস্টুলা রোগের ওষুধ এর নাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরেছেন। এই ওষুধ গুলো আপনারা যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে ফিস্টুলার সমস্যা নিরাময় হয়ে গেছে। এবার ফিস্টুলা রোগের ওষুধ এর নাম জেনে নেওয়ার পাশাপাশি আমরা হোমিও ঔষধের নামগুলো জেনে নেই।
ফিস্টুলা রোগের হোমিও ঔষধ
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হোমিও চিকিৎসার মাধ্যমে ফিস্টুলা রোগ থেকে সুস্থতা পেতে চান তাদের সুবিধার কথা ভেবে আমাদের আর্টিকেলের এই অংশে ফিস্টুলা রোগের কিছু হোমিও ঔষধের বিভিন্ন কার্যকরী নাম উল্লেখ করে হয়েছে। যেগুলো বিভিন্ন হোমিও ওষুধের দোকান থেকে কিনে এনে সঠিক নিয়ম অনুযায়ী সেবন করতে পারবেন। কিছু ফিস্টুলা রোগের হোমিও ঔষধ নাম নিম্নে উল্লেখ করা হলো যেমনঃ
- Myristica 200
- Bacillinum 200
- Silicea 200X
- Calcarea Phosphorica 6X
- Gunpowder Tablet 3X
উপরে উল্লেখিত ফিস্টুলা রোগের হোমিও ঔষধ গুলো আপনি যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে চিরতরে ফিস্টুলা রোগ থেকে মুক্তি পেতে পারেন। যদিও হোমিও চিকিৎসায় ওষুধের কার্যকারিতা পেতে বেশি সময় লাগে তবুও অনেকেই হোমিও চিকিৎসা নিতে পছন্দ করে থাকে। আশা করছি ফিস্টুলা রোগের হোমিও ঔষধ নাম জানতে পেরেছেন। এবার চলুন, ফিস্টুলা রোগ থেকে কি ক্যান্সার হয় কিনা তা জেনে নেওয়া যাক।
ফিস্টুলা থেকে কি ক্যান্সার হয়
মূলত সব ধরনের ফিস্টুলা হতে দেহে ক্যান্সার হয় না। কিছু ফিস্টুলা রয়েছে যেগুলো অনেক সময় দেখা যায় পরবর্তীতে ক্যান্সারের রূপ বা ঝুকি নিতে পারে। আপনার দেহে বিদ্যমান ফিস্টুলা থেকে যদি অতি্মাত্রায় পুঁজ বা কত বার বার বের হতেই থাকে আর আপনি যদি যত দ্রুত সম্ভব এর সঠিক চিকিৎসা গ্রহণ না করেন তাহলে এই ফিস্টুলা আক্রান্ত স্থানটিতে পরবর্তীতে ক্যান্সারের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বিষয়টি বুঝতে ও জানতে পেরেছেন।
লেখকের ইতিকথাঃ ফিস্টুলা কত দিন পর পর বের হয়
আমরা ইতিমধ্যে ফিস্টুলা কত দিন পর পর বের হয় ও ফিস্টুলা থেকে মুক্তির উপায়সহ এই সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যাবতীয় তথ্য আলোচনা করেছি। আপনারা এতক্ষণে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের আজকের ফিস্টুলা রোগের এর বিভিন্ন তথ্য সম্পর্কিত পোষ্ট্টি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও ফিস্টুলা রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url