ওসারটিল ২৫ এর কাজ কি - ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম
আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওসারটিল ২৫ ট্যাবলেট খেয়ে থাকেন। কিন্তু এই ওসারটিল ২৫ ট্যাবলেট এর কাজ কি অথবা ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই আমরা আজকের পোষ্টে তাদের সুবিধার কথা ভেবে ওসারটিল ট্যাবলেট এর বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। প্রিয় পাঠক, আপনি কি ওসারটিল ২৫ ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়ে এই পোষ্টিতে এসেছেন? তাহলে আজকের পোষ্টটি আপনাদের জন্য খুবই উপকার হতে চলেছে।
কেননা আপনারা যদি কিছুটা সময় অপচয় করে এই আর্টিকেলটি গুরুত্ব সহকারে একেবারে শেষ পর্যন্ত পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে ওসারটিল ২৫ এর কাজ কি ও ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি ওসারটিল ২৫ কিসের ঔষধ, ওসারটিল ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া, এর দাম ইত্যাদি সহ যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকাড়ে পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা - ওসারটিল ২৫
বর্তমানে অধিকাংশ মানুষের দেহে রক্তচাপ জনিত সমস্যা দেখা দেয়। এই সমস্যাটি খুবই সাধারণ। এখন অধিকাংশ মানুষের দেহে রক্তচাপের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি এলাকাভিত্তিক বেশ কিছু চিকিৎসালয়ে রক্তচাপ রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি আপনার শরীরে রক্তচাপ নিয়ে সচেতন না হোন তাহলে আপনাকে বিভিন্ন জটিলতার মোকাবেলা করতে হতে পারে।
যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের ওসারটিল ২৫ ট্যাবলেট সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। এই ওষুধ সম্পর্কে জানতে হলে শেষ অবদি থাকতে হবে। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল টপিকে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে ওসারটিল ২৫ এর কাজ কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ওসারটিল ২৫ এর কাজ কি
ওসারটিল ২৫ মেডিসিনটি খুবই গুণাগুন সম্পন্ন একটি ওষুধ। এটি দেহের রক্তচাপ সংকীর্ণ হতে সঞ্চয়ের উন্নতি বৃদ্ধি করে। আপনি যদি হৃদরোগের সমস্যায় ভুগেন তাহলে আপনাকে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওসারটিল ২৫ কিংবা ওসারটিল ৫০ মেডিসিনটি সেবন করতে হবে তাহলে দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।
এছাড়াও এ মেডিসিন এর মূল কাজ হচ্ছে যাদের হাইপারটেনশন রয়েছে তাদের টেনশনের মাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। কারণ এই মেডিসিনটি হাইপারটেনশন জনিত সমস্যার থেকে রেহাই পেতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। ওসারটিল ২৫ মেডিসিন ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও হৃদয়ব্যাধি রোগীদের স্ট্রোকের মাত্রা কমাতেও সহায়তা করে।
এই ওষুধটি ডায়াবেটিস যুক্ত মানুষের মধ্যে কিডনির ক্ষতিও কমিয়ে দিতে পারে। মূলত এই ওষুধটি এ ধরণের রোগের ঝুঁকি থেকে রেহাই দেওয়ার ক্ষমতা রাখে তাই শেষে বলা যায় ওসারটিল ২৫ মেডিসিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে আপনি যদি এই ওষুধ সেবনে ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তার এর পরামর্শ নিয়ে তার দেওয়া সঠিক নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আশা করি ওসারটিল ২৫ এর কাজ কি সেটা জানতে পেরেছেন। এবার চলুন ওসারটিল ২৫ কিসের ঔষধ তা জেনে নেওয়া যাক।
ওসারটিল ২৫ কিসের ঔষধ
আমরা এখন জেনে নিব যে ওসারটিল ২৫ কিসের ঔষধ বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। osartil 50 মেডিসিন মূলত উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন চিকিৎসার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। আবার এই মেডিসিন বিভিন্ন রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
যেমন উচ্চ রক্তচাপজনিত রোগীদের মধ্যে স্ট্রোক, রক্তচাপ রোগীদের মধ্যে কিডনি রোগ, হৃদয় ব্যাধি রোগীদের মধ্যে স্ট্রোক, কিডনি ব্যথা, কিডনি ব্যর্থতা, টাইপ টু ডায়াবেটিস কিডনি রোগীদের মেলিটাস এবং অন্যান্য চিকিৎসার জন্যেও ব্যবহার করা হয় এছাড়াও-
- রক্তচাপ
- উচ্চ রক্তচাপ
- কিডনি ব্যর্থতা
- কিডনি ব্যাধিজনিত
- তরল ধারণ অবস্থায়
- ক্রনিক হার্ট ফেইলর
- উচ্চ রক্তচাপ রোগীদের স্ট্রোক
- উচ্চ রক্তচাপ রোগীদের কিডনি রোগ
- হৃদয় ব্যাধিজনিত রোগীদের মধ্যে স্ট্রোক
- ডায়াবেটিস কিডনি রোগীদের জন্য মেলিটা ইত্যাদি।
আপনারা এতক্ষণে হয়তো ওসারটিল ২৫ কিসের ঔষধ সেই সম্পর্কে অবগত হতে পেরেছেন। যদি এই বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওসারটিল ২৫ ওষুধ খাওয়ার সঠিক নিয়মটা যেহেতু জেনে নেওয়া জরুরী তাই চলুন এবার ওসারটিল ২৫ ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম
ওসারটিল ৫০ ওষুধ খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে দিনে একবার ১ টি ট্যাবলেট খেতে হয় ও সর্বোচ্চ মাত্রা হচ্ছে লোসারটেন ১০০ মিগ্রা দিনে ১ বার হাইড্রোক্লোরথায়াজাইড (Hydrochlorothiazide) ২৫ মিলিগ্রাম। আবার যারা হাইপারটেনশন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনে ১ বার ৫০ মিগ্রা সেবন করতে হয়। আর সার্বাধিক ডোজ হিসেবে ১০০/২৫ মিগ্রা সেবন করতে পারে।
আরো পড়ুনঃ herbazyl এর কাজ কি?
হাইপারটেনসিব মনোথেরাপিতে নিয়ন্ত্রিত নয় ৫০ মিগ্রা দিনে ১ বার sebon krote hoy খেতে হয়। আর লসারটনের স্বাভাবিক ডোজ হিসেবে ৫০ মিগ্রা দিতে হয়। মূলত 50 মিগ্রা প্রয়োজন অনুযায়ী দিনে ১টা করে সেবন করতে হবে। প্রয়োজন অনুযায়ী সপ্তাহ পরে ১০০ মিগ্রা ডোজের মাত্রা বাড়ানো যেতে পারে।
এর চেয়ে বেশি বাড়ানো উচিত হবে না। তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। কেননা বিভিন্ন কারণবশত ওষুধের মাত্রার পরিবর্তন হতে পারে এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। আশা করছি ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, ওসারটিল ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নেওয়া যাক।
ওসারটিল ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ওসারটিল ২৫ অতিমাত্রায় খেলে আমাদের দেহের শারীরিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে সমস্যা না-ও দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে কম, কারও বেশি পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। ওসারটিল ২৫ নিয়ম অনুযায়ী না খেলে বা অতিমাত্রায় খেলে দেহে যেসব সমস্যা দেখা দিতে পারে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
- ডায়রিয়া
- বদহজম
- পেটে ব্যথা
- পেশী ব্যথা
- কোমর ব্যথা
- পায়ে ব্যথা
- পেট ফোলাভাব
- সামান্য পিঠে ব্যথা
- মাথা ঘোরা অনুভব কর
- শরীরের ফুসকুড়ি হওয়া
- নাক বন্ধ ও সাইনোসাইটিস
- কিডনি এবং লিভারের কর্মহীনতা ইত্যাদি।
ওসারটিল ২৫ ট্যাবলেট অতিমাত্রায় সেবন করলে উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এজন্য আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের দেওয়া নিয়ম মেনে সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলফল পেয়ে যাবেন। আশা করছি ওসারটিল ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সচেতন অবলম্বন ক্রবেন। এবার আসুন ওসারটিল 50 প্লাস দাম কত তা জেনে নেওয়া যাক।
ওসারটিল ৫০ প্লাস এর দাম কত
ওসারটিল ৫০ সাধারনত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে। ওসারটিল 50 প্লাস দাম কত এই সম্পর্কে অনেকেই জানতে চায়। তাই পোষ্টের এই অংশে এর বর্তমান দাম তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পিচ ওসারটিল ৫০ প্লাস ওষুধের দাম হল ১০ টাকা। আর ১০ পিচ ট্যাবলেটের দাম ১০০ টাকা।এক বক্স অর্থাৎ ৫ পাতা ওষুধের দাম ৫০০ টাকা হয়ে থাকে। তবে ওষুধের দাম অনেক সময় উঠানামা করে। তাই এর বাজার মূল্য কম বা বেশি হয়ে থাকতে পারে।
এগুলো ওষুধ আপনি যেকোন ফার্মেসি অথবা সুপারশপ থেকে ক্রয় করতে পারবেন। কিন্তু এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে তারপরে তার দেওয়া পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আশা করি ওসারটিল ৫০ প্লাস এর দাম কত সেটি জানতে পেরেছেন।
গর্ভাবস্থায় ওসারটিল ৫০ প্লাস সেবন করা যাবে?
গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্রই ওসারটিল ওষুধ সেবন বন্ধ করে দিতে হবে। এছাড়াও স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না। আপনি যদি এটি গর্ভকালীন সময়ে খাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে তার আগে আপনাকে এ বিষয়ে অবশ্যই ডাক্তারকে অবগত করতে হবে।
আপনার শিশুকে বুকের দুধ খাওয়াকালীন এবং বিশেষ করে একটি অকাল শিশুর জন্য এই ওষুধটি ডাক্তাররা ব্যবহার না করার পরামর্শ দেন। এটি অত্যধিক প্রস্রাব উৎপাদনের কারণ হতে পারে যা দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে।
ওসারটিল ৫০ ট্যাবলেট এর সতর্কতা
অ্যালকোহল গ্রহণ করা এই মেডিসিনের প্রভাবকে তীব্র করবে এবং রক্তচাপ হ্রাস পেতে পারে যা ক্ষতিকারক হতে পারে। আপনি যখন এই মেডিসিনটি গ্রহণ করছেন তখন আপনাকে অ্যালকোহল এড়ানোর জন্য সর্বোত্তম পরামর্শ দেওয়া হয়। আপনি মাথা ঘোরা, তন্দ্রা অনুভব করতে পারেন, বিশেষ করে চিকিত্সা শুরু করার সময় বা যখন ডোজ বাড়ানো হয়।
অতএব, এই মেডিসিনের সাথে চিকিৎসার সময় গাড়ি চালানো বা কোনও যন্ত্রপাতি চালানোর সময় সতর্ক থাকতে হবে। এই মেডিসিনটি ক্রয় করার আগে অবশ্যই প্যাকেটে উৎপাদন তারিখ এবং মেয়াদ দেখে ক্রয় করবেন। এবং মনে রাখবেন এই মেডিসিনটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে এবং ঠান্ডা বা শুষ্ক স্থানে সংরক্ষন করবেন।
লেখকের ইতিকথাঃ ওসারটিল ২৫ এর কাজ কি - ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম
আজকের পোষ্টের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রতিটা ওষুধ সেবনের আগে সঠিক নিয়ম জেনে খাওয়া উচিত হবে। তাহলে দেহের সমস্যা দ্রুত নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় দেখা যায় অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন ওষুধ গ্রহন করে থাকেন। যা একদমই উচিত নয়। এতে আপনার দেহে ক্ষতিকর প্রভাবের প্রবনতা আরও বৃদ্ধি পাবে।
আমাদের আজকের লেখা ওসারটিল ২৫ ট্যাবলেট এর কাজ কি ও ওসারটিল ২৫ ট্যাবলেট এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনজদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও ওসারটিল ২৫ ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url