ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা পরিবার পরিজনদের নিয়ে সবাই  ভালো আছেন। বিগতদিনগুলোর মত আমরা আজকেও একটি জরুরি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় সেই সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করবো। আপনি কি এই বিষয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে সঠিক তথ্য খুজে পাচ্ছেন না? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে।
ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়

কেননা আপনি যদি আমাদের আজকের সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়? এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি ককাটেল পাখির মিউটেশন, ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায়, ককাটেল পাখি কত দিন বয়সে ডিম দেয়, ককাটেল পাখি পোষ মানানোর নিয়ম ইত্যাদি সহ এই সম্পর্কে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি পড়ার অনুরোধ রইলো।

ভূমিকা - ককাটেল পাখি

আপনার হয়তো ককাটেল পাখির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ে জানা নেই। মূলত আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টটিতে এই পাখির বিভিন্ন জরুরি দিকগুলো সাজানো হয়েছে। আমরা এই পাখির এমন কিছু জরুরি তথ্য প্রদান করার চেষ্টা করব যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন বলে সর্বোচ্চ আশাবাদী।

তাই যারা এই পাখি পালন করেন কিংবা ভবিষ্যতে ককাটেল পাখি পালন করার চিন্তাভাবনা করছেন তাদের প্রত্যেকেরই আজকের আলোচ্য বিষয় গুলো জেনে রাখাটা অত্যন্ত জরুরী। কেননা আপনি যখন কোন পাখি পালন করবেন বা পালন করার চিন্তা করবেন তার পূর্বে আপনাকে অবশ্যই সেই পাখি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে।

যাতে আপনাদের জন্য পরবর্তীতে অনেক সহায়ক হবে এর পাশাপাশি আপনি বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কেউ এই বিষয়ে অন্য অবগত করতে পারবেন। তাহলে আসুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা ককাটেল পাখির নামকরন সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।

ককাটেল পাখির নামকরন

সাধারনত ককাটেল কাকাতুয়া পরিবারের পাখি। ককাটেল অস্ট্রেলিয়া অঞ্চলের একাডেমিক প্রানিদের একটি। বন্য প্রানী হিসেবে অন্য কোথাও না পাওয়া গেলেও খাঁচায় পোষা ককাটেল পাখি পুরো বিশ্বের যে কোন খানে গেলেই পেয়ে যাবেন। ককাটেল পাখির নমনীয়তা, দারুন শীশ বাজানো এবং সহজে পোষ মানার কারনে ককাটেল পাখি সহজেই সকলের মনে জায়গা নিয়ে নিয়েছে।
ককাটেল পাখিকে ক্যারিওন এবং উইরো নামেও অনেকে ডেকে থাকে। ককাটেল পাখি কথা বলতে না পারলেও ককাটেল পাখি অত্যান্ত বন্ধুত্ব সুলভ হয়ে থাকে। বাজরিগার পাখির পরেই বেশির ভাগ পাখি প্রেমীকদের কাছে ককাটেল পাখির নাম শোনা যায়। এর পাখির মাথার টোপরটি পাখির সৌন্দর্য অনেকগুন বাড়িয়ে দেয়। ককাটেল পাখির আয়ুষ্কাল ১০ থেকে ১৫ বছর হয়ে থাকে।

আবার গবেষনায় দেখা গেছে সঠিক যত্ন নিলে পাখিগুলো ৩২ বছর বাঁচে এমন উদাহরন রয়েছে। আশা করছি ককাটেল পাখির নামকরন সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন, ককাটেল পাখির মিউটেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ককাটেল পাখির মিউটেশন

ককাটেল পাখি মূলত আমাদের দেশের পাখি না হওয়া সত্বেও খাঁচার পাখি বা আবদ্ধ অবস্থায় পালন করা পাখি হিসেবে বেশ জনপ্রিয় পাখি। আর এই পাখি এত বেশি জনপ্রিয় হওয়ার পেছনে বড় কারণ হলো এ পাখি খুব সহজেই এবং খুব ভালোভাবে পোষ মেনে যায়। আপনারা অনেকেই ককাটেল পাখির মিউটেশন নিয়ে জানতে চেয়েছেন তাই আমরা পোষ্টের এই অংশে এই বিষয়ে তালিকা অনুসারে তুলে ধরেছি। এই পাখির মিউটেশন অনুযায়ী বিভিন্ন রংয়ের হয়ে থাকে যেমনঃঃ
  • গ্রে
  • পাইড
  • হোয়াইট ফেস পাইড
  • চীনামন পাইড
  • পার্ল পাইড
  • পার্ল পাইড চীনামন
  • চীনামন
  • চীনামন পার্ল
  • পার্ল পাইড চীনামন
  • হোয়াইট ফেস চীনামন পার্ল 
  • ইয়োলো চিক পার্ল পাইড
  • চীনামন পাইড
  • চীনামন পার্ল
  • চীনামন পার্ল পাইড
  • হোয়াইট ফেস চীনামন পাইড
  • লুটিনো, লুটিনো পাইড চীনামন
  • লুটিনো পার্ল পাইড 
  • লুটিনো পার্ল
  • হোয়াইট ফেস লুটিনো
  • অ্যালবিনো
  • হোয়াইট ফেস
  • হোয়াইট ফেস পার্ল পাইড
  • হোয়াইট ফেস চীনামন পার্ল এবং হোয়াইট ফেস লুটিনো।
এই মিউটেশন গুলোর মধ্যে আমাদের দেশে জনপ্রিয় মিউটেশন গুলো হলো, গ্রে ককাটেল, হোয়াইট ফেস, চীনামন পার্ল, লুটিনো ককাটেল, লুটিনো পার্ল, এলবিনো এবং পাইড ককাটেল। আশা করছি আপনারা এতক্ষণে এই পাখির মিউটেশন অনুযায়ী বিভিন্ন রং জানতে পেরেছেন। এবার চলুন, ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায় জেনে নেই।

ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায়

অনেকেই ককাটেল পাখি পালন করে থাকে কিন্তু জানে না কিভাবে ককাটেল পাখির মেল ফিমেল চেনা যায় চলুন সেই চেনার উপায় জেনে নেওয়া যাক। প্রথমে মেল ককাটেল পাখি চেনার উপায় জানবো। মেল ককাটেল পাখি চেনার সহজ ৩টি উপায় হল, এরা আকারে ফিমেল ককাটেল পাখির থেকে কিছুটা বড় হয়ে থাকে। এছাড়াও মেল পাখির কালার এবং মাথার কালার বেশি সুন্দর ও পরিষ্কার হয়ে থাকে।

আর শেষের চেনার উপায়টি হলো মেল ককাটেল পাখির পাখার নিচের রং ফুল ফ্রেশ হবে। এছাড়াও মেল ককাটেল পাখি ফিমেল ককাটেল পাখির তুলনায় অনেক বেশি একটিভ হয়। এবার ফিমেল ককাটেল পাখি চেনার উপায় জানবো। এরা আকারে মিল পাখির থেকে ছোট হবে। এদের শরীরের এবং মাথার উপরের কালার অস্পষ্ট বা আবছা আবছা হয়ে থাকে।

এবং এদের পাখার নিচে ছোট ছোট ছাপ ছাপ অন্য কালারের ফুলের মত কিছু চিহ্ন হয়ে থাকে । যা দেখে অনেক সহজেই বোঝা যায় যে এটি একটি ফিমেল ককাটেল পাখি। তাহলে আশা করছি আপনারা এখন সহজেই ককাটেল পাখির মেল ফিমেল চেনতে পারবভেন। এবার চলুন, ককাটেল পাখি কত দিন বয়সে ডিম দেয় তা জেনে নেই।

ককাটেল পাখি কত দিন বয়সে ডিম দেয়

ককাটেল পাখি কত দিন বয়সে ডিম দেয়? তা আপনারা অনেকেই গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। ককাটেল পাখি মূলত ১২ থেকে ১৪ মাস বা ১ বছর বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে থাকে। তবে এদের বয়স যখন ১৮ মাস বা দেড় বছর হয়ে যায় তখন এদের দিয়ে ব্রিডিং করানোর সবথেকে ভালো বা উত্তম সময় বলে ধরে নেওয়া হয়। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি জানতে পেরেছেন।

ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়

আপনি হয়তো এই বিষয় জানতে চেয়েই আমাদের ওয়েবসাইটে এসেছেন যে ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়? সাধারনত ককাটেল পাখি ডিম দেওয়া শুরু করলে এরা বছরে প্রায় দুই থেকে তিনবার পর্যন্ত ডিম দিয়ে থাকে। তবে যদি এদের বাচ্চার বয়স ২০ থেকে ২৫ দিন হওয়ার পরে বাচ্চা টেনে নেওয়া হয়। তবে একজোড়া ককাটেল পাখি থেকে বছরের প্রায় চার থেকে পাঁচ বার পর্যন্ত ডিম ও বাচ্চা নেওয়া সম্ভব। এছাড়াও ককাটেল পাখির ডিম থেকে বাচ্চা হতে ১৮ থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগে।

ককাটেল পাখির দাম কত

ককাটেল পাখির দাম সময়ভেদে, স্থানভেদে এবং ককাটেল পাখির মিউটেশন এর জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। তবে ককাটেল পাখির দাম এখন থেকে ২/৩ বছর আগে অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে এ পাখি অনেক কম দামে পাওয়া যায়। বর্তমানে এর বিভিন্ন মিউটেশনের উপর নির্ভর করে ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত এর দাম হয়ে থাকে। আশা করছি ককাটেল পাখির দাম সম্পর্কে ধারণা পেয়েছেন।

ককাটেল পাখি পোষ মানানোর নিয়ম

ককাটেল পাখি প্রেম করা বা পোষ মানানোর জন্য বেশ জনপ্রিয় একটি পাখি। এবং এরা খুব ভালো মতো পোষ মেনে যান। তবে এদেরকে পোষ মানানোর সবথেকে ভালো উপায় হল, ২৫ থেকে ৩০ দিন বয়সের বাচ্চা মা-বাবা থেকে আলাদা করে তাদেরকে হাতে খাওয়াতে হবে। এর পাশাপাশি খুব ভালোমতো তাদের প্রশিক্ষণ করাতে হবে। আপনি যেভাবে কথা বলা কিংবা অন্য কিছু শিখাবেন এই পাখি ঠিক সেভাবেই শিখে যাবে। আপনি এভাবে সহজেই ককাটেল পাখি পোষ মানাতে পারবেন।

ককাটেল পাখির খাঁচার সাইজ কত

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা ককাটেল পাখি পালন করার চিন্তা ভাবনা করে ফেলেন কিন্তু ককাটেল পাখির জন্য খাঁচার সাইজ কত হবে সেই বিষয়ে অবগত নন। চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই পোষ্টের এই অংশে এই বিষয়েও একটি ক্লিয়ার ধারনা দিয়ে দিব।

পাখি ককাটেল অস্ট্রেলিয়ার বন্য হলেও আমাদের বাংলাদেশে ককাটেল পাখি খাচায় বা আবদ্ধ অবস্থায় পালন করা হয়ে থাকে। কারণ আমাদের দেশের আবহাওয়া ও পরিবেশে এই পাখিকে ছেড়ে পালা সম্ভব নয়। আর তাই অধিকাংশ মানুষই এই পাখিকে খাঁচায় পালন করে। 

এক জোড়া ককাটেল পাখি পালার জন্য ২০/৩৬ কিংবা ২৪/৩৬ সাইজ এর খাঁচা সবচেয়ে ভালো হয়। এছাড়া অনেকেই ২০/২৪ বা ২৪/২৪ খাঁচায় ককাটেল পাখির পালন করে থাকে। এ ধরনের সাইজের খাচায় ককাটেল পাখি পালন করা গেলেও সেক্ষেত্রে ডিম বাচ্চা তুলনামূলক কম করে। আশা করছি আপনারা আমাদের এই পোষ্টের সাহায্য নিয়ে ককাটেল পাখির খাঁচা ক্রয় করতে পারবেন।

লেখকের ইতিকথাঃ ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়

আমরা ইতিমধ্যে ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় এবং ককাটেল পাখি সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যাবতীয় তথ্য আলোচনা করেছি। আপনারা এতক্ষণে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

আমাদের আজকের লেখা ককাটেল পাখি এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনজদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও ককাটেল পাখি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url