prolong 30 এর কাজ কি - prolong 30 খাওয়ার নিয়ম

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা পরিবার পরিজনদের নিয়ে সবাই ভালো আছেন। আজকের এই পোষ্টে আমরা আপনাদের সাথে অনেক তাড়াতাড়ি বীর্যপাত রোধ এবং লিঙ্গের উত্তেজনা সক্ষমভাবে বাড়ায় বা বাড়াতে সাহায্য করে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব যার নাম হল Prolong ৩০ মিগ্রা মিগ্রা। প্রায় অধিকাংশ পুরুষদের এ ধরনের সমস্যা দেখা দেয়। যার ফলে তারা  এই সমস্যা থেকে রেহায় পাওয়ার  জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন থাকেন।
prolong 30 এর কাজ কি - prolong 30 খাওয়ার নিয়ম

আপনি কি দ্রুত বীর্যপাত দূর করার পাশাপাশি লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করতে সাহায্য করে এমন মেডিসিন সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি এখন সঠিক জায়গাতে এসেছেন। প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের এই পোষ্টের একেবারে শেষ অবদি থেকে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়েন, তাহলে prolong 30 সম্পর্কে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। 

উপস্থাপনা - prolong 30

আপনি পুরুষজনিত সমস্যার ক্ষেত্রে নিয়মিত যেই ওষুধটি গ্রহন করছেন সেই ওষুধের সম্পর্কে আপনার কতটুকু জানা রয়েছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? একজন ডাক্তার তার রোগীকে কখনোই ভুল চিকিৎসা না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। কিন্তু আপনি যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করেন তাহলে আপনাকে অবশ্যই সেই ওষুধগুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখাটা জরুরি। যদি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়।

সাধারনত যেসব পুরুষগণ দ্রুত বীর্যপাতের সমস্যা ও তাদের লিঙ্গের সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন তাদের এ ধরনের সমস্যা থেকে রেহায় পাওয়ার কার্যকরী ঔষধ prolong 30 সম্পর্কে আলোকপাত করেছি। সুতরাং যারা এ ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রোলং ৩০ ট্যাবলেট সম্পর্কে জানাটা খুবই জরুরী।

প্রোলং ট্যাবলেট সম্পর্কে আমরা এমন কিছু পরামর্শ বা তথ্য প্রদান করব যার মাধ্যমে আপনি উপকৃত হবেন বলে আশাবাদী। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে Prolong 30 এর কাজ কি বা Prolong 30 কি কাজ করে সেই সম্পর্কে জেনে নিব।

Prolong 30 এর কাজ কি - Prolong 30 কি কাজ করে

আপনারা অনেকেই এই Prolong 30 ট্যাবলেট এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করে সেই সম্পর্কে অবগত নন। তাই হয়তো আপনারা গুগলের কাছে এই বিষয়ে জানতে চেয়ে থাকেন। মূলত এজন্যই পোষ্টের শুরুতেই আমরা এই ওষুধের কাজ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেসব ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক (পুরুষ) হয়ে গেছেন তাদের দেহে  অনেক সময় বিভিন্ন ধরণের  শারীরিক সমস্যা দেখা দেয়।

বিবাহ করার আগে এই ধরনের সমস্যা লক্ষ্য করা না গেলেও বিয়ের পর কিন্তু ঠিকই বেশিরভাগ পুরুষদের বিভিন্ন ধরণের যৌ*ন দুর্বলতা বা সমস্যার সৃষ্টি হয়। যার ফলে এ সময়ে মনঃক্ষুণ্ণ থাকতে হয়। তবে আমাদের জেনে রাখতে হবে যে মানুষের জীবনে যেমন সমস্যা রয়েছে তেমনি এর সমাধানও রয়েছে।

তাই প্রতিটা সমস্যার ক্ষেত্রে প্রয়োজন হয় সঠিক ও পরিপূর্ণ চিকিৎসা। যাদের অকালীন বী*র্যপাতের সমস্যা রয়েছে তাদের জন্য যে বিশেষ চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে প্রোলং ৩০ ট্যাবলেট। এবং এই ধরনের চিকিৎসার জন্য এই ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

এই ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারনত এ ধরনের রোগের ক্ষেত্রেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আবার যেসব পুরুষদের অতি সহজেই লিঙ্গের উত্তেজনা সৃষ্টি হয় না তাদের ক্ষেত্রেও মুলত ডাক্তারেরা প্রোলং ৩০ ট্যাবলেট ধরনের ঔষধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।

প্রোলং ৩০ ট্যাবলেট সেবনের ফলে রোগী তার নিজের প্রতি হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সহজেই ফিরে পাবে এবং এর পাশাপাশি খুব তাড়াতাড়ি সঙ্গীনীর সাথে শারীরিক সম্পর্কে শক্তি ফিরে পাবে। তাই সঠিকভাবে এই ট্যাবলেট সেবন করার প্রয়োজনীয়তা বেশি। এজন্য একজন ভালো এবং নিবন্ধিত ডাক্তারের শরণাপন্ন হলে সবচেয়ে উত্তম হয়।

তবে এখানে প্রোলং ৩০ ট্যাবলেট সেবনের সঠিক নিয়ম বা মাত্রা আমাদের প্রতিটা পুরুষদের অবশ্যই জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এ ধরণের সমস্যা নিয়ে ঘরে বসে আছেন, কিন্তু আমি বার বার বলব যে ভাই এ ধরনের সমস্যা নিয়ে আপনার কখনই বাসায় বসে থাকা উচিত হবে না। আপনাকে যথাসম্ভব যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে। কেননা এমতবস্তায় কেউ যদি বসে থাকে, তাহলে তার সমস্যা কখনই সমাধান বা নিরাময় হবে না।

বর্তমানে সুস্থ হওয়ার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। আপনি এ ধরণের সমস্যা থেকে যত দ্রুত সম্ভব সুস্থ হতে পারবেন, সেটা আপনার জন্য ততটাই মঙ্গলজনক হয়ে দারাবে এর পাশাপশি আপনার পরিবারের সুখের জন্যেও ততটাই ভালো হবে। তো এখন আশা করি এ ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কখনই অবহেলা করবেন না যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। এবার চলুন, Prolong 30 ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।

Prolong 30 খাওয়ার নিয়ম

উপরের অংশটুকু আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আপনি হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে সাধারনত যেসব পুরুষদের শারীরিক অক্ষমতা রয়েছে অর্থাৎ যৌ*ন চাহিদার ক্ষেত্রে এই প্রোলং ৩০ ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তাররাও এ ধরনের সমস্যা নিরাময়ের জন্যে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকে।

কারও (পুরুষের) যদি দ্রুত বী*র্যপাত হয়ে যায় তাহলে তাকে অবশ্যই একজন অভিজ্ঞ কিংবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ও নিয়ম অনুযায়ী এই ঔষধ গ্রহন করতে পারবেন। তবে এই ট্যাবলেট খাওয়ার প্রধান নিয়ম হচ্ছে যখন সঙ্গিনীর সাথে শারীরিক সম্পর্ক করতে যাবেন তার ঠিক ১ থেকে ২ ঘন্টা আগে একটি ৩০ মিলিগ্রামের ট্যাবলেট সেবন করতে হবে।

তবে অবশ্যই প্রাপ্তবয়স্ক পুরুষ অর্থাৎ ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং ৬০ থেকে ৬৫ বছরের নিচে পরুষদের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য। সুতরাং যাদের বয়স ১৮ বছরের কম অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি তাদের এই ওষুধ সেবন করতে চিকিৎসকরা বারণ করেছেন। অতিমাত্রা হিসাবে আপনি চাইলে প্রলং ৬০ মিগ্রা খেতে পারেন তবে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করা।

আপনি যদি একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ মেনে তার দেওয়া নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন করেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার সমস্যার হাত থেকে খুব দ্রুত রেহায় পেয়ে যাবেন। আপনারা হয়তো এই অংশটুকু পড়ে অতিমধ্যে এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন, Prolong 30 ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নিই।

Prolong 30 এর পার্শ্ব প্রতিক্রিয়া

প্রায় প্রতিটা ওষুধেরই সামান্য পরিমান হলেও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তেমনি প্রোলং ৩০ ট্যাবলেটেরও অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। প্রোলং ৩০ ট্যাবলেট াপনি যদি নিয়ম মেনে না সেবন করেন, কিংবা অতিমাত্রায় সেবন করে ফেলেন তাহলে আমাদের দেহে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে তার মধ্যে দেহে সবচেয়ে গুরুতর যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে পেটের বিভিন্ন জটিলতা দেখা দেওয়া। এছাড়াও-
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • কারও কারও ক্ষেত্রে মাথার ব্যথার সৃষ্টি হতে পারে
  • মুখ শুকিয়ে যাওয়া
  • জ্বর জ্বর ভাব
  • মাথা ঘোড়ানো ভাব দেখা দিতে পারে ইত্যাদি।
উপরের উল্লিখিত সমস্যাগুলো সবার ক্ষেত্রে এ ধরনের সমস্যা নাও দেখা দিতে। যেসব পুরুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম সেসব পুরুষদের ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দিতে পারে। এই ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়াটা একসময়ে গিয়ে অভ্যাসে পরিণত হতে পারে। তাই যথসম্ভব একজন ভালো বা অভিজ্ঞ চিকিৎসকের সাথে ভালোমতো পরামর্শ করা তার দেওয়া নির্দেশনা বা নিয়ম অনুযায়ী প্রোলং ৩০ ট্যাবলেট সেবন করা।

আপনি যদি ডাক্তারের দেওয়া নিয়ম মেনে বা পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন তাহলে খুব দ্রুত আপনার সমস্যা থেকে রেহায় পাবেন বলে আশাবাদী। আশা করছি প্রোলং ৩০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন, আমরা পরিশেষে নিচের অংশ হতে Prolong 30 এর দাম সম্পর্কে জেনে নিন।

Prolong 30 এর দাম কত

প্রোলং ৩০ মিগ্রা ট্যাবলেট মূলত জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যার জেনেরিক নাম হচ্ছে ড্যাপোক্সেটিন হাইড্রোক্লোরাইড (Dapoxetine Hydrochloride)। Prolong 30 এর দাম সম্পর্কে অনেকেরই অজানা। Prolong 30 মিগ্রা ট্যাবলেট প্রতি পিচের দাম হল মাত্র ৩০ টাকা। এবং প্রোলং ৬০ মিগ্রা প্রতি পিচ এর দাম ৫০ টাকা।

আপনারা এই ওষুধ নিকটস্থ ফার্মেসি বা ওশুধের দোকান থেকে ক্রয় করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য। ভুল করেও নিজে সেবন করতে যাবেন না। তানাহলে আপনার দেহে নানান ধরণের জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই আশা করি আপনারা এই ওষুধ সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধের দোকান থেকে ক্রয় করে সঠিক নিয়ম অনুযায়ী সেবন করবেন। আশা করছি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। 

Prolong 30 সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: Prolong 30 mg ট্যাবলেট কোন কোম্পানির ওষুধ? 
উত্তর: জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ziska Pharmaceuticals Ltd.)

প্রশ্ন: প্রতি পিস Prolong 30/60 এর দাম কত?
উত্তর: Prolong 30 প্রতি পিস কিনতে হলে আপনাকে ৩০ টাকা গুনতে হবে। এবং Prolong 60 প্রতি পিচ কিনতে গেলে ৫০ টাকা গুনতে হবে।

প্রশ্ন: Prolong 30 এর জেনেরিক নাম কি?
উত্তর: Prolong 30 এর জেনেরিক নাম Dapoxetine Hydrochloride।

প্রশ্ন: Prolong 30 ট্যাবলেট কি কাজ করে?
উত্তর: দ্রুত বীর্যপাত রোধ করার পাশাপাশি পুরুষের লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করে।

লেখকের ইতিকথাঃ prolong 30 এর কাজ কি

সর্বশেষ পর্যায়ে বলব, আপনি যদি এই ওষুধ গ্রহন করার এর সাইড ইফেক্ট বুঝে শুনে এবং নিয়ম অনুযায়ী সেবন করেন তাহলে দেখবেন অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন। আর যারা ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরণের ওষুধ সেবন করেন, তাদের শারিরিক রোগ সহজে ভালো হবে না বরং এর বিলম্বে আরো বেশি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 

আজকের পোষ্টের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রতিটা মেডিসিন সেবনের ক্ষেত্রে সঠিক নিয়ম অনুযায়ী খাওয়া উচিত হবে। তাহলে দেহের সমস্যা  দ্রুত নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় দেখা যায় অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন ওষুধ গ্রহন করে থাকেন। যা একদমই উচিত নয়। এতে আপনার দেহে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবনতা আরও বৃদ্ধি পাবে।

আমাদের আজকের লেখা prolong 30 এর কাজ কি এবং prolong 30 খাওয়ার নিয়মসহ এই ওষুধের এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনজদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও আয়রন ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন ট্যাবলেট ও  স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url