বন্ধুর বিবাহ বার্ষিকীতে বাংলায় ইসলামিক উপায়ে (১০০টি) স্ট্যাটাস
বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলাম এবং ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক উপায়ে শুভেচ্ছা জানাতে চান? কিন্তু কোথাও কোন সঠিক স্ট্যাটাস পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলটি কেবল মাত্র আপনার জন্য। যেখানে আপনি বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে এবং ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে শুভেচ্ছা জানাতে পারেন।
এছাড়া আরো জানবেন- ৩য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে শুভেচ্ছা জানানোর উপায়সহ বিবাহ বার্ষিকী আনকমন ও ইউনিক কিছু শুভেচ্ছা মেসেজ সম্পর্কে।
ভূমিকা: বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক - ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
দাম্পত্য জীবনে বিবাহ বার্ষিকী হলো অতি গুরুত্বপূর্ন একটি দিন। এই দিনটি অধিকাংশ দম্পতিরা বিশেষ ভাবে পালন করে থাকেন। এই দিনে তারা কেক কাটা থেকে শুরু করে নান ধরনের অনুষ্ঠানের আয়েজন করে। এই বিবাহ বার্ষিকী পালনের মাধ্যমে তারা তাদের সর্ম্পকটাকে আরো মজবুত করার চেষ্টা করেন।
এই বিবাহ বার্ষিকীর আমেজ আরো বাড়িয়ে দিতে অনেকেই কিছু আনকমন ও ইউনিক এসএমএস পাঠিয়ে তার প্রিয়জনকে খুশি রাখার চেষ্টা করেন। কিন্তু কোথাও কোন উপযুক্ত কথা বা লেখা খুঁজে পেতে বেগ পেতে হয়। তাই আপনাদের জন্য কিছু স্পেশাল ও ইউনিক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। যাতে আপনি আপনার প্রিয়জনকে একটু অন্যরকম অনুভূতি যোগাতে পারেন।
আবার কেউ যদি তার বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে দিতে চান, তাহলে তাদের জন্য ও অনেক স্ট্যাটাস পেয়ে যাবেন। এছাড়া ৩য় বিবাহ বার্ষিকী সম্পর্কেও অনেক স্ট্যাটাস রয়েছে। যেগুলো ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনের কাজে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে পারবেন।
বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
বাংলাদেশে বিবাহ বার্ষিকী পালনের প্রথা দিন দিন বেড়েই চলেছে। এই দিনটি এই জন্যই এতটা গুরুত্বপূর্ন কেননা এই দিনেই তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো। আজ যদি আপনার বন্ধুর বিবাহ বার্ষিকী হয়ে থাকে। তাহলে তাকে নতুনত্বের সাথে সবার থেকে আলাদা ভাবে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ইসলামিক উপায়ে পাঠিয়ে দিন।
- বন্ধু আল্লাহর পক্ষ থেকে আজ তোমার বিশেষ একটি দিন। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সর্ম্পকটাকে মজবুত করুক এবং সারা জীবন এভাবেই সুখে থেকো। আল্লাহ তোমাদের জান্নাত দান করুন। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।
- আল্লাহর কাছে লাথো কোটি শুকরিয়া আজ তোমদের বিবাহের একটি বছর পূর্ন হলো। যত রাগ অভিমান রয়েছে আজ থেকে সব ভূলে আবার নতুন করে শুরু করো। আল্লাহ তোমাদের প্রতি সহায় হোক। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।
- শুভ বিবাহ বার্ষিকী। আল্লাহ তোমাদের জীবনে অফুরান্ত সুখ, শান্তি ও ভালোবাসায় দান করুন। তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সারা জীবন আল্লাহর ছায়া তলে থেকো, আল্লাহ তোমাদের আরো সুখী হওয়ার তৌফিক দান করুন।
- বন্ধু তোমাদের বিবাহ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া রইলো। আল্লাহ যে তোমাদের মধ্যে কখনো বিচ্ছেদ না দেয়। তোমরা মিলে মিশে এক হয়ে থেকো। শুধু এহজগতে নয় পরকালেও যেন একসঙ্গে থাকতে পারো। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।
- আল্লাহ তোমাদের বিবাহ বার্ষিকীতে তার যত রহমত রয়েছে, সমস্ত কিছু দান করুক। তোমাদের ভালোবাসা ও বিশ্বাস আরো গভীর হোক। কখনো একে অপরের হাত ছেড়ো না বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।
- আল্লাহ তোমাদের ভালোবাসা ও বন্ধনকে আরও শক্তিশালী করুক এবং আল্লাহ তোমাদের সম্পর্ককে জান্নাতের পথে পরিচালিত করুক। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। শুভ বিবাহ বার্ষিকী।
- তোমার বিবাহ বার্ষিকী তে তোমাকে মন ভরে দোয়া করি বন্ধু। তোমাদের ভালোবাসা ও বন্ধন আরো শক্তিশালী হোক, সব সময় অটুট থাকুক তোমাদের দুটি হাত, একে অপরের সাথে মিলে মিশে। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।
- বন্ধু তোমার এই বিবাহ বার্ষিকীতে আল্লাহর কাছে দোয়া করি, উনি তোমার মনের সকল সত চাওয়াগুলো সফল হওয়ার তৌফিক দান করুক। তোমার বিবাহিত জীবনকে আল্লাহ চিরকাল অটুট রাখুক। শুভ বিবাহ বার্ষিকী।
- দেখতে দেখতে তোমার বিবাহিত জীবনের একটি বছর পেরিয়ে গেলো। আল্লাহ তোমার সমনের দিন গুলোর প্রতিটি মহূর্তকে তার রাহমত দ্বারা সুখময় করে রাখেন। এই বিবাহ বার্ষিকীতে তোমার প্রতি অনেক অনেক দোয় ও ভালোবাসা রইলো।
২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
২য় বিবাহ বার্ষিকীতে অনেক দাম্পত্যি তাদের এই দিনটিকে স্বরণীয় করে রাখতে নান ধরণের অনুষ্টান, উপহার দেওয়া সহ আরো নানা ধরনের আয়োজন করে থাকে। কিছু বাংলা স্ট্যাটাস তাদের এই খুশির মহূতটাকে আরো দ্বিগুন করতে পারে। চলুন জেনে নেই ২য় বিবাহ বার্ষিকী তে কিছু স্ট্যাটাস বাংলাতে যাতে ইসলামিক ভাবে শুভেচ্ছা জানাতে পারেন।
- শুভ বিবাহ বার্ষিকী। আজ এই দিনে তোমাদের বিবাহের ২ বছর পূর্ন হলো। দোয়া করি জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা যেন এই এভাবেই বিবাহ বার্ষিকী পালন করতে পারো। আল্লাহ তোমাদের সহায় হোক। আমিন।
- আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আজ তোমাদের বিবাহের ২ বছর পূর্ণ হলো। তোমাদের একসাথে চলা এই পথ র্দীঘস্থায়ী হোক এবং সুখময় হোক আল্লাহ তোমাদের কবুল করুক। শুভ বিবাহ বার্ষিকী।
- আল্লাহর অশেষ রহমতে আজ তোমদের পথ চলার ২ বছর। সেখানে সুখ-দুঃখ, হাসি-কান্না সব মিলিয়ে তোমাদের এতদূরে আসা। তোমাদের পথ চলা আরো সুদৃঢ় হোক। আল্লাহ তোমাদের কবুল করুক। শুভ বিবাহ বার্ষিকী।
- শুভ বিবাহ বার্ষিকী। ২ টি বছর হলো তোমাদের এই এক হওয়া। আল্লাহ তোমাদের এই সুখী জীবনকে তার দ্বীনের পথে কবুল করুক। তোমাদের জান্নাতের পথে একসাথে চলার তৌফিক দান করুন। আমিন।
- বিবাহিত জীবনে ২ টি বছর অতিবাহিত করায়, তোমাদের আন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আল্লাহ তোমাদের মাঝে সকল সুসময়, দুঃসময় একই সাথে কাটানোর তৌফিক দান করুন। শুভ বিবাহ বার্ষিকী।
- ২ বছর পূর্তিতে আল্লাহর কাছে মন খুলে দোয়া করি, তোমরা যেন একসাথে যুগ যুগান্তরে এই মিলে মিশে থাকতে পারো। তোমাদের যেন কোন দুঃখ র্স্পশ করতে না পারে। তোমরা সূখী হও। আমিন। শুভ বিবাহ বার্ষিকী।
- শুভ বিবাহ বার্ষিকী। তোমরা যেমন ২ টি বছর এই সাথে সুখে রয়েছো। বাকি জীবনটা ও এভাবেই সুখে শান্তিতে থাকতে পারো। আল্লাহ তার রহমত তোমাদের উপর নাযিল করুক সেই দোয়াই করি। আমিন।
- আল্লাহ তোমাদের জান্নাতের দুটি নদীরমত করে এক করে দিয়েছেন। এই দুুটি নদী কেবল ২ বছর নয়। সারা জীবন ধরে এভাবে বেয়ে চলুন। আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা আরো বাড়িয়ে দেক। শুভ বিবাহ বার্ষিকী।
- আল্লাহর কৃপায় তোমরা যেভাবে দুটি বছর একসাথে রয়েছো। তোমদের সুখী জীবন সকলের কাছে অনুপ্রেরণার। আমার জীবনের শেষদিন পর্যন্ত তোমাদের এভাবে দেখলে অবাব হবো না ববং খুশি হবো এবং তোমাদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা থাকবে। শুভ বিবাহ বার্ষিকী।
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ
এমন কিছু মেসেজ রয়েছে যেগুলো দেখলে যে কারোর ভালো লাগে। তার যদি হয় জন্মদিন বা বিবাহ বার্ষিকীর তাহলে সেই মেসেজ গুলো দেখ মুখের কোণে অজানতেই হাসি চলে আসে। যা দিন শেষে খুশির কারণ হয়ে দাঁড়ায়। তেমনি কিছু শুভেচ্ছা মেসেজ নিয়ে হাজির হয়েছি। যা আপনার বিবাহ বার্ষিকীর আমেজ বাড়িয়ে দেবে।
- আজ এই একই দিনে তোমার সাথে আমার পথ চলা শুরু হয়েছিলো। আজ ও আমরা একসাথে। জানি না ভবিষতে কি হবে। তবে আমি চাই আমার সাথে তুমি সারা জীবন এভাবেই আমার পাশে থাকো। শুভ বিবাহ বার্ষিকী।
- তোমার সাথে এক হয়ে আজ আমি ধন্য, সৃষ্টিকর্তা হয়তো তোমাকে আমার জন্যই সৃষ্টি করেছিলেন। তোমাকে কখনো হারাতে চাইনা। যেভাবে আমার প্রতিটি পদক্ষেপে আমার আনাগোনা পাই এভাবেই থেকো সারা জীবন।
- তুমি আমার জীবনের সেই উজ্জ্বল তারা, যে সব সময় আমার জীবনে আশার প্রদীপ হয়ে সবসময় জ্বলে। এই আলো শুরু আজ না, সারা জীবন আমার গায়ে মাখতে চাই। শুভ বিবাহ বার্ষিকী।
- শুভ বিবাহ বার্ষিকী। তুমি আমার এমন এক বই যার প্রতিটি পাতায় পাতায় তোমার নামে নতুন একটি করে অধ্যায়। তাইতো সেই বই তে কখনো ধূলো জমতে দেই না। সবসময় যত্নে রেখে দেই।
- তোমার সাথে সারা জীবন কাটালেও খুবই কমই মনে হবে। যার সঙ্গ কখনো বিরক্তির কারণ হয় না। যার সাথে কাটানো যাবে বছরের পর বছর। মৃত্যু পর্যন্ত যেন তোমার সাথেই থাকতে পারি। শুভ বিবাহ বার্ষিকী।
- আজ এই একই দিনে আমরা এক হয়েছিলাম, আজ ও সেই একই রয়েছি। তোমরা সাথে আমরণ থাকতে চাই। তুমি কি রাখবে আমাকে, তোমার পাশে, ভালোবেসে। শুভ বিবাহ বার্ষিকী আমার ভালোবাসা।
- তোমার প্রতি আমি চির কৃতজ্ঞ। তুমি আমার জীবনে এক আলোর দিশারী হয়ে এসেছো। তোমার আলোতে সব কিছু উজ্জ্বল দেখি। সব সময় এভাবেই আমাকে আলো দিয়ে যেয়ো। শুভ বিবাহ বার্ষিকী।
- মানুষ কল্পনাতে যেমনটা কল্পনা করে, মনে মনে তার অন্তরে একটি ছবি আঁকে। তুমি আমার তেমনি একজন। তোমাকে পেয়ে আজ আমার জীবন ধণ্য। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমার প্রতি। শুভ বিবাহ বার্ষিকী।
- এই পৃথিবীতে সবচেয়ে মধুর একটি বন্ধন হলো স্বামী-স্ত্রীর বন্ধন। যেটি কেবল মাত্র তোমার সাথে আবদ্ধ হওয়ার পর বুঝেছি। কিভাবে আগলে রাখতে হয়? কিভাবে ভালোবাসতে হয়? কিভাবে ভালো রাখতে হয়? তা কেবল মাত্র তোমার থেকেই শিখতে পেরেছি। শুভ বিবাহ বার্ষিকী।
৩য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
প্রতিটি দাম্পত্যি চায় তার প্রিয়জন অনেক ভালো থাকুক। সেজন্য প্রতিটি ছোট ছোট দিবস, উপলক্ষ মনে রাখা জরুরি। তেমনি একটি উপলক্ষ হলো বিবাহ বার্ষিকী। যার জন্য কোন অনুষ্ঠান বা কোন আয়োজন না করে ও আপনার প্রিয়জনকে খূুশি করতে পারবেন। তাও কেবল মাত্র একটি স্ট্যাটাস বা মেসেজ সেন্ট করা মাধ্যমে। তেমনি কিছু স্ট্যাটাস বা মেসেজ নিম্নে দেওয়া হলো-
- আজ থেকে ৩ বছর আগে এই দিনটিতে তোমার সাথে আমার পথ চলার সূচনা হয়েছিলো। তোমাকে পেয়েছিলাম আমার জীবনের আশার প্রদ্বীপ হিসেবে। যেই আলোয় আজ তিনটি বছর একসাথে। এভাবে আমাকে সারা জীবন আলোকিত করে যেয়ো। শুভ বিবাহ বার্ষিকী।
- আজ বিবাহের তিন বছরে পর্দাপন করলাম তুমি আমি। ভালোবাসা যে কখনো কমে না তুমি তার প্রমান। এই তিনটি বছরে আমার প্রতি কখনো তোমার অবহেলা লক্ষ করিনি বরং দিন দিন ভালোবাসা দিয়ে আমাকে রাঙ্গিয়েছো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
- আল্লাহর মেহেরবাণীতে তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যাকে পেয়ে আমার জীবন কানায় কানায় পূর্ণতা পেয়েছে। তোমাকে ভালোবেসে সব সময় তোমার পাশে থাকতে চাই। শুভ বিবাহ বার্ষিকী বউ।
- আল্লাহর দানে তোমার মত একজনকে পেয়েছি, যার বিনিময়ে এত সুন্দর সংসার আজ আমাদের। আমাদের এই সংসারে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। আল্লাহ আমাদের উপর তার দয়া ও রহমত দান করুন। শুভ বিবাহ বার্ষিকী।
- শুভ বিবাহ বার্ষিকী বউ। আমাদের দাম্পত্য জীবনের এই গুরুত্বর্পূণ দিনে আল্লাহর কাছে দোয়া করি। আমাদের এই সর্ম্পক কে আল্লাহ তার দ্বীনের রাস্তায় কবুল করুক। আমাদের এই সর্ম্পক আল্লাহ জান্নাতের পথে কবুল করুক। আমিন।
- আমার ব্যথতায় তুমি আমার পাশে ছিলে, আমার সফলতায় তুমি আমার পাশে ছিলে। যেখানে আছে শুধু ভালোবাসা আর আমার প্রতি সম্মাণ। তোমর এই প্রতিদান কখনো ভূলতে পারবো না। আর এই তিনটি বছর আমার সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী।
লেখকের শেষ মন্তব্য: বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক - ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
প্রিয় পাঠক, এতক্ষনে বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে এবং ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে পাঠানোর কিছু মেসেজ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক ভাবে পাঠানোর মেসেজ গুলো আপনার কাজে আসবে। প্রিয়জনকে সময় দিতে শিখুন। তার সাথে কথা বলুন। তাকে ভালো রাখুন। তাহলে আপনি নিজে ভালো থাকবেন।
প্রিয়জনকে খুশি করতে অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কেবলমাত্র তাকে সময় দেয়া এবং তার মূল্যয়ন করা। এতক্ষন আমাদের পাশে থাকায় এবং আপনার মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ায় আপনাকে সুস্বাগতম। এইরকম পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url