মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং স্বাস্থ্যোপযোগী তা জানুন
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম কোনটি তা জানেন না বলেই এই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আজ আমি আপনাদের জানাবো মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম কোনটি, কিভাবে ব্যবহার করতে হয়ে এবং দাম কত?
এছাড়া স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে এবং পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ভূমিকা: মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো - মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম
মেয়েরা তাদের ত্বক ভালো রাখতে নান ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। নিয়মিত ক্রিম ব্যবহারে মেয়েদের ত্বক রোদে পোড়া দাগ দূর করতে এবং পরিবেশগত দূষণ থেকে রক্ষা পায়। এছাড়া অন্যান্য বাহ্যিক উপাদানের কারণে মেয়েদের ত্বকে যে ক্ষতিকর প্রভার পড়ে তা থেকে মুক্তি দিতে পারে নিয়মিত ক্রিম ব্যবহারে ফলে।
প্রতিটি মেয়ের ত্বক আলাদা আলাদা হয়ে থাকে। তার মধ্যে কারোর ত্বক শুষ্ক আবার কারোর ত্বক তৈলাক্ত হয়ে থাকে। এজন্য ত্বক ভেদে ক্রিম ব্যবহার করা উচিত। যাতে আমাদের ত্বকে কোন ধরনে পাশ্বপ্রতিক্রিয়া না হয়। সব সময় চেষ্টা করুন আপনার ত্বক অনুযায়ী ক্রিম নির্বাচন করার, তবেই আপনার ত্বকের সৌন্দয্যতা বজায় থাকবে।
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
মেয়েদের ক্রিম ভালো মন্দ হয়ে থাকে ত্বকভেদে। এর মূল কারণ হলো ত্বক কেমন, ত্বকের সমস্যা এবং উপযোগী মান সম্পূর্ণ ক্রিম। এই প্রত্যেকটি সমস্যার জন্য আলাদা আলাদা ক্রিম ব্যবহার করতে হয়। ক্রিম ব্যবহারের পূবে উপযুক্ত ক্রিম নির্বাচন করা এবং ত্বক অনুযায়ী সকল উপাদান ঠিক রয়েছে কি না তা জেনে ক্রিম ব্যবহার করুন। চলুন জানি মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সে সম্পর্কে-
Cetaphil Moisturizing Cream: আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। কারণ এই ক্রিম ব্যবহারে আপনার ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে। এই ক্রিমটি সহজেই আপনার ত্বকের সাথে মিশে যায়। যাতে করে ত্বকের আদ্রতা বজায় থাকে। এজন্য ত্বক শুষ্ক হওয়া থেক রক্ষা পায়।
Neutrogena Hydro Boost Water Gel: এই ক্রিমটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ন। যাদের ত্বক অনেক বেশি তেলতেলে হয়ে থাকে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিম ব্যবহারে আপনার ত্বক তেলরোধে কাজ করে, যার ফলে তেলতেলে ভাব হতে দেয় না ববং হাইড্রেশন প্রদান করে থাকে।
Avene Skin Recovery Cream: যাদের ত্বকে অনেক বেশি ব্রণ বা এলার্জির সমস্যা রয়েছে তাদের জন্য এই ক্রিমটি খুবই উপযোগী। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণ ও এলার্জি কমে যাবে এবং যদি ব্যথা অনুভব হয় বা লালচে ভাব থাকে তা থেকে ও মুক্তি দেয় Avene Skin Recovery এই ক্রিমটি।
La Roche-Posay Anthelios Melt-in Milk Sunscreen SPF 60: এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পায়। এই ক্রিমটি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি রোধ করে আমাদের ত্বক সুরক্ষিত রাখে। যার ফলে আমাদের ত্বকে রোদে পড়া দাগ পরেনা এবং ত্বক থাকে কোমল ও মসৃন।
L’Oréal Paris Revitalift Anti-Wrinkle: আমাদের ত্বক বয়সের কারণে অনেক সময় কুচকে যায় এবং ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যায়। এই সমস্যা সমাধানে আমরা L’Oréal Paris Revitalift Anti-Wrinkle ক্রিমটি ব্যবহার করতে পারি। এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক থেকে কুচকে যাওয়া ভাব দূর হয় এবং ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে।
The Body Shop Vitamin E Nourishing Night Cream: এটি একটি নাইট ক্রিম, যা সাধারণত রাতে ব্যবহার করা হয়। এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বকের প্রয়োজনীয় পুষ্টি সম্পূর্ন রুপে ফিরে আসে এবং ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে সতেজ করে তোলে এই The Body Shop Vitamin E Nourishing Night ক্রিমটি।
মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম - তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম
মেয়েদের জন্য তৈলাক্ত ত্বক খুবই অস্বস্তির একটি কারণ হয়ে দাঁড়ায়। এই তৈলাক্ত ত্বকের কারণে তারা কোন ধরনের মেকাপ আইটেম ব্যবহার করতে পারেন না। আর ব্যবহার করলেও তা মসৃন ভাবে মানানসই হয় না। এই সমস্যা সমাধানে অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্ত অনেকেই তার ত্বক অনুযায়ী ভালো ক্রিমটি পছন্দ করতে পারেন না। তাদের সুবিধার্থে বেশ কিছু ভালো মানের নাইট ক্রিম নিয়ে আলোচনা করবো। যা আপনার ত্বককে তৈলাক্ত ভাব থেকে মুক্তি দেবে। চলুন জানি মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম কোনটি-
La Roche-Posay Effaclar Duo+: এই ক্রিমটি তেলতেলে ত্বক এবং যাদের মুখে অনেক বেশি ব্রণ রয়েছে তাদের জন্য বেশ উপযোগী। এই ক্রিমে একধরনের সালিসাইলিক অ্যাসিড থাকে। যা ত্বকের লোপকূপ পরিষ্কার করে ত্বকে ছোট ছোট ছিদ্র গুলো খোলা রাখে। যার কারণেই এই ক্রিমটি ব্যবহারে ত্বকে তেলতেলে ভাব চলে যায়।
Kiehl's Ultra Facial Oil-Free Gel Cream: এটি একটি জেলের মত ক্রিম। এই ক্রিমটি ব্যবহারে ত্বকের আদ্রতা বজায় থাকে এবং ত্বকে আরামদায়ক অনুভূতি যোগানোর পাশিপাশি ত্বককে দীর্ঘ সময় ধরে সতেজ রাখে। যার কারনে ত্বকে অতিরিক্ত তেল জমে না। এই ক্রিমটি কেবলমাত্র তেলতেলে ত্বকের জন্যই ব্যবহার উপযোগী।
The Body Shop Tea Tree Night Lotion: তৈলাক্ত ত্বকের জন্য আর্দশ একটি নাইট ক্রিম বা লোসন হলো The Body Shop Tea Tree Night Lotion। এতে ব্যবহার করা হয়েছে চা গাছের তেল। আর আমরা সকলেই জানি চায়ের তেল আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ন। এটি ব্যবহারে তেলতেল ভাব দূর হওয়ার সাথে সাথে ব্রণ প্রতিরোধ করতে সক্ষম। কারণ এই লোসন টি আমাদের ত্বক অতিদ্রুত শোষন করে নেয় এবং ত্বকে আদ্রতা প্রদান করে।
Clinique Super Rescue Antioxidant Night Moisturizer: এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক হাইড্রট থাকে এবং দ্রুত আমাদের ত্বকের সাথে মিশে যায়। আর এই ক্রিমে থাক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের মৃত কোষ গুলোকে সতেজ করতে এবং নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে। যার কারনে ত্বকে থাকে তেলতেলে ভাব চলে যায় এবং ত্বক রাখে সতেজ এবং আরামদায়ক।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
কোন ক্রিমই আপানাকে স্থায়ীভাবে ফর্সা করবে না। কারণ ফর্সা হওয়ার যে বিষয়টি সেটি সম্পূর্ন মেলানিন হরমোনের কারণে হয়ে থাকে। যাকে আমরা জেনেটিক কারণ বলে থাকি। তবে কিছু ক্রিম রয়েছে যেগুলো ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল এবং ছোট ছোট দাগ রোধে কাজ করবে। চলুন জানি স্থায়ীভাবে না হোক ফর্সা বা ত্বক উজ্জ্বল হওয়ার নাইট ক্রিম সম্পর্কে-
Lotus Herbals WhiteGlow Skin Whitening & Brightening Night Cream: এই নাইট ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বকের গভীর থেকে পুষ্টি উৎপন্ন হয়। কারণ এই ক্রিমে রয়েছে অ্যালোভেরা এবং মুলতানি মাটি সহ নানা প্রাকৃতিক উপাদান। যার ফলে আমাদের ত্বকের কোষ গুলো পুনরুজ্জীবিত হয় এবং ত্বকে উজ্জ্বলতা প্রদান করে।
L'Oréal Paris White Perfect Night Cream: আমাদের মেলানিনি হরমোন বৃদ্ধি পাওয়াতে আমাদের ত্বক কালো হয়ে যায়। এই মেলানিন হরমোন হ্রাস করতে আমরা L'Oréal Paris White Perfect Night Cream টি ব্যবহার করতে পারি। মেলানিনি কমে গেলে আমাদের ত্বকের কালো দাগ গুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করে। যার কারনে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে।
Kaya Brightening Night Cream: এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ত্বকে থাক ব্রণ রোধে কাজ করে। এই ক্রিমটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মালবেরি এক্সট্রাক্ট উপাদান। যা নিয়মিত ব্যবহারে ত্বক থাকা সকল কালো দাগ দূরে করে, ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে।
পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম এর উপকারিতা
শরীরচর্চার জন্য পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিমটি খুবই জনপ্রিয়। এটি একটি অ্যান্টি এজিং ক্রিম হওয়ায় এটি ব্যবহারে ত্বকে থাকা বয়সের ছাপ দূর হওয়ার সাথে সাথে ত্বক মসৃন ও উজ্জল করতে সাহায্য করে। এই ক্রিম ব্যবহারে ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে ত্বকের আদ্রতা স্বাভাবিক রাখে। চলুন জানি পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম এর উপকারিতা সম্পর্কে-
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যবহারে আমাদের ত্বকের মৃতকোষগুলো অপসরণ হয়ে নতুন কোষের সৃষ্টি হয়ে।
- এটি ব্যবহারে ত্বকে থাকে বলিরেখা, ফাইন লাইন সহ নান ধরনের ক্ষতিকর জীবানু দূর হয়।
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যভহারে ত্বকে থাকা কলো দাগ দূর হয় এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
- ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে ত্বক কোমল ও মসৃন করে তোলো পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যবহারের ফলে।
- এই ক্রিমে থাকা ভিটামিন বি৩ এবং গ্লিসারিন ত্বকের আদ্রতা ধরে রাখে এবং ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যবহারে আমাদের ত্বকে কোলাজেন বৃদ্ধি পায় যা আমাদের ত্বকের প্রয়োজনীয় সকল পুষ্টি যোগাতে সাহায্য করে।
- এটি ব্যবহারে ত্বকের টানটান ভাব বজায় থাকার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও ছোট ছোট ক্ষতরোধে কাজ করে।
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যকহারে আমাদের ত্বক থেকে খসখসে ভাব দূর হয় এবং কালচে দাগ গুলো অপসরণ করে।
- নিয়মিত পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যবহারে আমাদের ত্বক থাকে দীর্ঘ সময় ধরে সতেজ এবং মসৃন।
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম ব্যবহারে ত্বক হয় প্রাকৃতিক ভাবে উজ্জ্বল এবং ত্বকের সুরক্ষা প্রদান করে থাকে।
লেখকের শেষ মন্তব্য: মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো - মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম
প্রিয় পাঠক, এতক্ষনে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম টি সর্বোত্তম তা জানতে পেরেছেন। আবার পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম এর উপকারিতা এবং স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে বিস্তারিত জেনেছেন। উপরে উল্লেখিত তথ্যমতে আপনার ত্বকের সাথে মানানসই এমন একটি ক্রিম বেঁচে নিন এবং তা নিয়মিত ব্যবহার করুন। ফর্সা হওয়া জন্য যথাতথা ক্রিম ব্যবহার করবেন না। এত করে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
ত্বক আপনার সুক্ষার চিন্তা ও আপনাকেই করতে হবে। কোন কিছু ব্যবহারের পূর্বে সেই পণ্য সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের কে ও পড়ার সুযোগ করে দিন। আর আপনার বিশেষ কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url