বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞদের নাম এবং কোথায় বসেন তা জানুন

বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল সম্পর্কে জানতে এই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। উক্ত আর্টিকেলে আমি আপনাদের জানাবো বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ কে এবং কোথায় বসেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল কোনটি সে সম্পর্কে।
বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল
এছাড়া কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম চেম্বার, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা পপুলার, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা ইবনে সিনা এবং কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহীতে কে সবচেয়ে সে বিষয়ে জানতে পারবেন।

ভূমিকা: বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ - বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল

প্রিয় পাঠক, বর্তমানে কিডনি সমস্যা প্রায় সবারই হয়ে থাকে। দিন দিন পরিবেশ দূষণ, খাবারে ফরমালিন এবং অতিরিক্ত কিটনাশক ব্যবহারে আমাদের এই সমস্যা গুলো বেড়েই চলছে। এছাড়া আমাদের অসুস্থকর জীবন যাপন, তেল চর্বিযুক্ত খাদ্যভ্যাস ও কিডনি সমস্যার কারণ হতে পারে। যেগুলো কারণগুলো আমরা মেনে চললে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

কিডনি সমস্যা যে কারোর হতে পারে। তবে এই কিডনি রোগ থেকে মুক্তি পেতে বর্তমান চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। বাংলাদেশে ও অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। যেখানে কিডনি রোগ থেকে শুরু করে যে কোন ধরনের রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে থাকে। আমাদের দেশে রয়েছে অনেক কিডনি বিশেষজ্ঞ। আজ সমস্ত আর্টিকেল জুড়ে কিডনি বিশেষজ্ঞদের নিয়ে জানবো। চলুন শুরু করা যাক।

বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ

বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথে সকল সেক্টরে অভিজ্ঞ ডাক্তারের সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অনেক ভালোমানের কিডনি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশে অসংখ্য কিডনি বিশেষজ্ঞ রয়েছে। যারা দীর্ঘ দিন ধরে অক্লান্ত পরিশ্রমে মানুষের সেবায় নিজেদের নিয়জিত রেখেছেন। তাদের মধ্যে থেকে কিছু বিশেষজ্ঞের নাম দেওয়া হলো। আশা করি আপনার উপকারে আসবে। চলুন জানি বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ দের নাম।
বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ
প্রফেসর ড. মোঃ কামরুল ইসলাম
MBBS, FCPS (Surgery), MS (Urology), FRCS (UK)
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এবং পরবর্তীতে FCPS (Surgery), MS (Urology) ও FRCS (UK) ডিগ্রিধারী। ড. কামরুল ইসলাম ২০১৪ সালে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটাল প্রতিষ্ঠা করেন, যা বিশেষত কিডনি ট্রান্সপ্লান্টের জন্য সুপরিচিত।
চেম্বার: শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটাল,ঢাকা
সিরিয়ালের জন্য: ০১৭৭৭-৬৮৫৮২১

প্রফেসর ড. হারুন উর রশীদ
MBBS, FCPS, FRCP, MD, PhD Kidney Diseases & Medicine Specialist (Nephrologist)
তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির প্রতিষ্ঠাতা পরিচালক এবং কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিসের ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
চেম্বার: কিডনি ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা
সিরিয়ালের জন্য: ০১৬২৩-৩২৪৮৫০

প্রফেসর ড. দিলীপ কুমার রায়
MBBS, FCPS (Medicine), MD (Nephrology), Senior Fellowship in Nephrology ( Singapore)
তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে অধ্যাপক এবং সিনিয়র ফেলোশিপ নিয়েছেন সিঙ্গাপুর থেকে।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা​ এবং মুন হসপিটাল, কুমিল্লা।
সিরিয়ালের জন্য: ০১৯৬১৩-৭৮৭৮০৩ (ঢাকা), ০১৭১৪-৪৭৩২৩১ (কুমিল্লা)

প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আমজাদ হোসেন ফকির
MBBS, FCPS (Medicine), FCPS (Nephrology, Pakistan), FRCP (Ireland)
তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের অধ্যাপক।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর, ঢাকা​ এবং আলোক হেলথ কেয়ার, কচুক্ষেত,ঢাকা।
সিরিয়ালের জন্য: ০১৯৬১৩-৭৮৭৮০৭ (মিরপুর), ০১৭২৫-৬৯৪৬৬৯ (কচুক্ষেত)

প্রফেসর ড. মো. শাহিদুল ইসলাম সেলিম
MBBS, MCPS (Medicine), MD (Nephrology), FACP, FASN (USA), FRCP (UK)
তিনি বিএসএমএমইউ-এর নেফ্রোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান।
চেম্বার: মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, ধানমন্ডি, ঢাকা​
সিরিয়ালের জন্য: ১০৬৫৮

ড. হাসান মাহমুদ
MBBS (Dhaka), BCS (Health), MD (Nephrology), CCD (BIRDEM)
তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সহকারী অধ্যাপক।
চেম্বার: ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা​
সিরিয়ালের জন্য: ০১৯৬১-০০০৯৬১২

প্রফেসর ড. শাহরিয়ার ওয়াহিদ
MBBS, BCS (Health), MCPS (Medicine), MD (Nephrology)
তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা, ঢাকা​ এবং সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনা।
সিরিয়ালের জন্য: ০১৭৬৬-৬৬২৬০৬ (ঢাকা), ০১৭৫৭-২০৪৬৪২ (পাবনা)

ড. মো. ওমর ফারুক
MBBS, MD (Nephrology)
তিনি বিএসএমএমইউতে নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা​।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩-৭৮৭৮০৩

ড. তুফায়েল আহমেদ চৌধুরী
MBBS, MCPS, FCPS (Medicine)
তিনি বারডেম জেনারেল হাসপাতালের নিবন্ধিত নেফ্রোলজিস্ট।
চেম্বার: ইসলামি ব্যাংক হাসপাতাল, মিরপুর, ঢাকা​।
সিরিয়ালের জন্য: ০১৯৯২-৩৪৬৬৩২

প্রফেসর ড. মো. মাশুম কামাল খান
MBBS (DMC), FCPS (Medicine), MD (Nephrology)
তিনি এভারকেয়ার হাসপাতালে নেফ্রোলজিস্ট এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেম্বার: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা​।
সিরিয়ালের জন্য: ১০৬৭৮

ড. আব্দুস সালাম ওসমানী
MBBS, BCS (Health), MD (Nephrology), CCD (BIRDEM)
Member-International Society of Nephrology (ISN), Trained in Kidney Transplant (Manipal Hospital, Bangalore, India)
তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির কনসালটেন্ট।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা, ঢাকা।
সিরিয়ালের জন্য: ০১৭৬৬-৬৬২০৫০

বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল

বাংলাদেশে অনেক কিডনি হাসপাতাল রয়েছে, যেগুলোতে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে তার মধ্যে বেশ কিছু হাসপাতাল রয়েছে যেগুলোতে ভালো চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অনেক সুযোগ সুবিধা এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছে। এছাড়া ও অনেক কম টাকায় অনেক ভালো মানের চিকিৎসা পাওয়া যায়। এই হাসপাতাল গুলো অনেক বড় হওয়াতে এখানে সব ধরনের যন্ত্রপাতি রয়েছে, যেগুলো ব্যবহার করে অনেক উন্নত চিকিৎসা প্রদান করা হয়। তো চলুন জানি বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল কোন গুলো-

ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (NIKDU): কিডনি হাসপাতাল গুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। এখানে কিডনি রোগের সকল চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে কিডনি ডায়ালাইসিস, কিডনি প্রতিস্থাপন এবং কিডনি রোগের যেকোন সমস্যা সমাধানে বিখ্যাত এই হাসপাতালটি। এই হাসপাতালটি ঢাকা শের-ই বাংলা নগরীতে অবস্থিত।

সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল (CKDU): যাদের কিডনি রোগের সমস্যা তারা প্রফেসর ড. মোঃ কামরুল ইসলাম স্যারকে চিনেন না, এমন লোক খুব কমই রয়েছে। এই হাসপাতালটি প্রফেসর ড. মোঃ কামরুল ইসলাম স্যারের নিজেস্ব প্রতিষ্টান। সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল কিডনি রোগের সকল সমস্যা সমাধানের সাথে সাথে কিডনি প্রতিস্থাপনের জন্য বিখ্যাত। এখানে অনেক কম খরচে কিডনি রোগের সকল চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই হাসপাতালটি ঢাকার শ্যামলীতে রয়েছে।

কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ): বাংলাদেশের প্রধান সামরিক হাসপাতাল হলো কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল। এখানে সশস্ত্র বাহীনির পাশাপাশি সাধারণ মানুষ ও সেবা গ্রহন করতে পারেন। এই হাসপাতালে প্রায় সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে অন্যতম হলো কিডনি রোগের চিকিৎসা। এখানে অনেক বড় কিডনি প্রতিস্থাপন ইউনিট রয়েছে। যারা অনেক সুদক্ষ ভাবে কাজ করে থাকে। এই হাসপাতালে কম খরচে চিকিৎসা গ্রহন করা যায়। এটি ঢাকার বেইলি রোডে অবস্থিত।

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী পপুলার - কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী

রাজশাহী একটি সুন্দর শহর হওয়ার পাশাপাশি এখানে চিকিৎসা সেবা ও অনেক ভালো মানের হয়ে থাকে। বর্তমান সময়ে রাজশাহীতে কিডনি রোগের সকল চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। তার জন্য রয়েছে অনেক অভিজ্ঞ ভালো মানের ডাক্তার। চলুন জানি কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী শহরে কে কে রয়েছেন-

প্রফেসর ডা. এ.কে.এম মনোয়ারুল ইসলাম
এমবিবিএস, ডিসিএম, এমডি (নেফ্রোলজি), এফএসিপি (ইউএসএ)
তিনি রাজশাহী মেডিকেল কলেজের কিডনি রোগ, ডায়ালাইসিস, ট্রান্সপ্লান্ট ও মেডিসিন বিষয়ে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেব নিযুক্ত রয়েছেন।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩-৭৮৭৮১১

ডা. নুরুল ইসলাম চৌধুরী
এমবিবিএস, এমডি (নেফ্রোলজি)
তিনি রাজশাহী মেডিকেল কলেজের কিডনি রোগ, ডায়ালাইসিস, ট্রান্সপ্লান্ট বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩-৭৮৭৮১১

ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান সোহেল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (নেফ্রোলজি)
তিনি রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত রয়েছেন।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩-৭৮৭৮১১

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা ইবনে সিনা

প্রফেসর ডা. আইয়ুব আলী চৌধুরী
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি)
চেম্বার: ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
সিরিয়ালের জন্য: ০৯৬১০০১০৬১৫
কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা ইবনে সিনা
ডাঃ মোঃ আব্দুল মুকিত (সহযোগী অধ্যাপক)
এমবিবিএস, এমডি (নেফ্রোলজি)
চেম্বার: ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
সিরিয়ালের জন্য: ০৯৬১০০১০৬১৫

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কে কি বলে

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কে নেফ্রোলজিস্টও বলে। তারা মূলত কিডনি এবং মূত্রনালীর যেকোন সমস্যার চিকিৎসা করে থাকেন। এছাড়া কিডনিতে পাথর, কিডনি সংক্রমণ, উচ্চরক্তচাপের কারণে কিডনির সমস্যা, ডায়াবেটিসের জন্য কিডনির যে সমস্যা দেখা দেয় এবং কিডনি ফেইলিউর রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

লেখকের শেষ মন্তব্য: বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ - বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল

প্রিয় পাঠক, এতক্ষনে বাংলাদেশের সেরা কিডনি বিশেষজ্ঞ কোন কোন ডাক্তার এবং বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হাসপাতাল কোন গুলো তা জানতে পারেছেন। এছাড়া ঢাক, রাজশাহী পপুলারের কিডনি বিশেষজ্ঞ সম্পর্কে ও জেনেছেন। ডাক্তার দেখানোর আগে অবশ্যই সেই ডাক্তার সম্পর্কে জেনে নিবেন।

কিডনি রোগ অনেকটা গুরুতর তাই যেখানে সেখানে না দেখিয়ে ভালো ডাক্তার দেখানো উচিত। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো বিভিন্ন তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং কোন বিশেষ মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url