পকেট রাউটার কিভাবে কাজ করে এবং দাম সম্পর্কে জানুন
আপনি কি পকেট রাউটার কিভাবে কাজ করে তা জানতে চান? অথবা পকেট রাউটার দাম কত তা নিয়ে চিন্তিত? আপনাদের চিন্তার অবসান ঘটিয়ে আমি আপনাদের জানাবো পকেট রাউটার কিভাবে কাজ করে, বাংলাদেশে পকেট রাউটার দাম কত এবং পটেক রাউটার বিয়য়ে যাবতীয় সকল তথ্য সম্পর্কে।
এছাড়া এই আর্টিকেলে আরো থাকছে- পকেট রাউটার মাসিক খরচ কত? পকেট রাউটার কি এমবি ভরতে হয়? এবং পুরাতন পকেট রাউটার কোথায় পাবেন এবং কত টাকার মধ্যে কিনবেন।
ভূমিকা: পকেট রাউটার কিভাবে কাজ করে - পকেট রাউটার দাম কত
পকেট রাউটার এমন একটি জিনিস যেটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ স্থাপনা করা যায়। বিশেষ করে যেসমস্ত এলাকায় ওয়াইফাই নেই সে সম্পস্ত এলাকাতে ব্যবহার উপযোগী। পকেট রাউটারের বড় সুবিধা হলো এখানে একাধিক ডিভাইজ কানেক্ট করা যায়। আমরা যেমন ওয়াইফাই ব্যবহার করে থাকি? ঠিক তেমনি।
যারা ভ্রমন করতে ভালোবাসেন এবং তাদের একাধিক ডিভাইজ থাকে তাদের জন্য উপযুক্ত একটি ডিভাইজ এই পকেট রাউটার। এটি একটি রিচার্জেবল ডিভাইজ, একরার চার্জ করলে অনেক সময় ধরে ব্যবহার করা যায়। এটি ব্যবহার পদ্ধতি অনেক সহজ হওয়াতে সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। পকেট রাউটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পকেট রাউটার কিভাবে কাজ করে
যেকোন স্থানে মোবাইল বা অন্য কোন ডিভাইসে ইন্টারনেট সংযোগ স্থাপন করে থাকে পকেট রাউটার। যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি মোবাইল হটস্পট। পকেট রাউটার মূলত সেই সকল জায়গাতে বেশি উপযোগী, যেখানে কোন ধরনের ওয়াইফাই বা ব্রডব্যান্ড সেবা খুব কম পাওয়া যায় বা নেই বললেই চলে।
পকেট রাউটার সেই ইন্টারনেট সংযোগ, যা প্রথমে মোবাইল নেটওয়ার্ক সংযোগ থেকে ইন্টারনেট গ্রহন করে ওয়াইফাই সেবা প্রদান করে থাকে। এই পকেট রাউটারটি দেখতে অনেক ছোট আকারের হয়ে থাকে এবং একটি সূক্ষ্ম ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। চলুন জানি পকেট রাউটার কিভাবে কাজ করে।
সিম কার্ডের ব্যবহার: পকেট রাউটারে একটি সিম লাগানো থাকে, সেটি যেকোন কোম্পানির সিম হতে পারে। এই পকেট রাউটারে ব্যবহারকৃত সিম মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। পকেট রাউটারে যেকোন নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। ৩ জি, ৪ জি বা ৫ জি ব্যবহার করা যেতে পারে এবং এটি নির্ভর করে আপনার পকেই রাউটারের ধারণ ক্ষমতার উপর।
মোবাইল নেটওয়ার্ক ব্যবহার: সিম কার্ডের মাধ্যমে পকেট রাউটার মোবাইল নেটওয়াকের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং এই কারণেই পকেট রাউটার ইন্টারনেট সংকেত গ্রহন করে থাকে। এটি মূলত হয়ে থাকে ডেটা প্লানের মাধ্যমে। যেমন করে আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি তেমনি।
ওয়াই-ফাই সিগনালে রুপান্তর: এই মোবাইল নেটওয়ার্ককে ব্যবহার করে, পকেট রাউটার ইন্টারনেট সংকেতকে ওয়াই-ফাই সিগন্যালে রুপান্তর করতে সক্ষম। যার মাধ্যমে আপনার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইজ এই ওয়াই-ফাই সিগন্যালের সাথে যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
অনেক গুলো ডিভাইজ এক সাথে ব্যবহারের জন্য ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে পকেট রাউটার ব্যবহার সবচেয়ে উত্তম। এটি অনেক ছোট হওয়াতে সব জায়গাতেই বহনযোগ্য। যার ব্যাটারি ব্যাকাপ অনেক সময় ধরে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ করে দেয়। আর এই পকেট রাউটার ব্যবহার করা অনেকটা নিরাপদ হয়ে থাকে।
পকেট রাউটার দাম কত - পকেট রাউটার price in Bangladesh
পকেট রাউটারের দাম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে হয়ে থাকে। সাধারণত যেসকল পকেট রাউটারগুলো অনেক বেশি জনপ্রিয় তার দাম বেশি হয়ে থাকে। এছাড়া আপনি কোন মডেলের বা ফিচার সম্পন্ন পকেট রাউটার কিনবেন তার উপর ও দাম নির্ভর করে। এছাড়া কত জি সাপোর্ট কিনবেন তার উপর ও নির্ভর করে।
যদি ৪ জি ক্রয় করেন তাহলে এক দাম হবে যদি ৫ জি ক্রয় করেন তাহলে ৪ জি থেকে একটু বেশি দামী হবে। আবার কোথায় থেকে কিনছেন তার উপর ও দাম নির্ভর করে। যদি লোকাল মার্কেট থেকে ক্রয় করেন তাহলে দাম কিছুটা কম হবে। আর যদি কোন শোরুম থেকে ক্রয় করেন তাহলে দাম একটু বেশি হবে। তবে অনলাইনে অন্যান্য মাকের্ট বা শোরুমের থেকে দাম অনেকটা কম হয়ে থাকে।
পকেট রাউটারের দাম ৭০০ টাকা থেকে ১০০০০ টাকা বা তার বেশি ও হতে পারে। তবে কেনার পূর্বে অবশ্যই আপনার আশে পাশে দোকান বা মার্কেটগুলোতে খোঁজ খবর নিবেন। যেখানে দাম অনেক কম পাবেন সেখান থেকেই কেনার চেষ্টা করবেন। ভালো পণ্য দেখে কিনবেন। চলুন জানি কিছু পকেট রাউটারের দাম সম্পর্কে-
- Huawei Pocket Router - দাম ৮০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ১৫০০ mAh)
- JioFi MF800 4G Wi-Fi Pocket Router - দাম ২৩৯৯ টাকা (ব্যাটারি ক্ষমতা - ২১০০ mAh)
- Olax MT10 LTE Pocket Wi-Fi Router - দাম ২৮৫০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ৩০০০ mAh)
- Huawei E5573Cs-322 4G Mobile Wi-Fi Router - দাম ২৯০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ১৫০০ mAh)
- MF880 4G/5G Wi-Fi Mobile Router - দাম ৩২০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ২১০০ mAh)
- Alcatel EE71 4G Pocket Router - দাম ৮০০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ২১৫০ mAh)
- Portable 4G LTE Wi-Fi Router - দাম ৪৯০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ৬৮০০ mAh)
- Huawei R216 4G Pocket Router - দাম ৭৮০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ১৫০০ mAh)
- Tp-Link M7200 150 Mbps 4G LTE Pocket Router - দাম ৬২০০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ২০০০ mAh)
- Jio WD680+ LTE-Advanced Mobile Wi-Fi Hotspot - দাম ১৮৫০ টাকা (ব্যাটারি ক্ষমতা - ২১০০ mAh)
পুরাতন পকেট রাউটার
নতুন রাউটার কেনার চেয়ে পুরাতন রাউটার অনেকটা সাশ্রয়ী হয়ে থাকে। যার কারনে সবাই নতুন রাউটারের চেয়ে পুরাতন রাউটার ক্রয় করার কথা ভেবে থাকেন। কিন্তু এই পুরাতন রাউটার কেনার আগে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। যা পকেট রাউটার ব্যবহারের ক্ষেত্রে পরে কাজে লাগে। চলুন জানি পুরাতন পকেট রাউটার সম্পর্কে-
পুরাতন পকেট রাউটার কেনার পূর্বে যে বিষয়গুলো লক্ষ করাতে হয়:
- সবার আগে লক্ষ করুন রাউটারটি কেমন? কোন ডেমেজ বা ভেঙ্গে যাওয়া রয়েছে কিনা। কত দিন ব্যবহার করা হয়েছে, কোন দাম রয়েছে কিনা।
- ব্যাটারি কেমন ব্যাকাপ দেয় সেটি ব্যবহার করে দেখে নিন। ভালো ব্যাটারি ব্যাকাপ ছাড়া পকেট রাউটার বেশিক্ষন ব্যবহার করতে পারবেন না। তাই যার থেকে পণ্যটি ক্রয় করবেন তার থেকে নিশ্চিত হতে পারেন ব্যাটারি কতক্ষন ব্যাকাপ দেয়।
- কোন ধরনের নেটওয়াক সাপোর্ট করে সে সম্পর্কে ও জানুন। বর্তমান সময়ে ৫ জি অনেক বেশি প্রচলিত। আর এই নেটওয়ার্ক সাপোর্টের উপর দাম নির্ভর করে। যেমন ধরুন ৪ জি হলে ৫ জির থেকে একটু দাম কম হবে।
- মোবাইল অপারেটর সম্পর্কে জানুন। অনেক পকেট রাউটার রয়েছে যেগুলো কেবল মাত্র একটি অপারেটরই সাপোর্ট করে। যেমন ধরুন গ্রামীণফোনের নিদিষ্ট পকেট রাউটার রয়েছে। এই রাউটারে অন্য কোন অপারেটরের সিম সাপোট করবে না। তাই আপনার এলাকায় সে সকল সিমের নেটওয়ার্ক ভালো সাভির্স দিয়ে থাকে সেই অপারেটর অনুযায়ী পকেট রাউটার ক্রয় করুন।
- সর্বশেষ কেনার পূর্বে অবশ্যই বাজার যাচায় করে পকেট রাউটার কিনবেন। অনেক জায়গায় অনেক রকমের দাম হয়ে থাকে। যেকারণে পুরাতন পণ্য ক্রয় করা পূর্বে এর কোয়ালিটি যাচাই করার সাথে সাথে এর দাম যাচাই করা ও জরুরি।
পুরাতন পকেট রাউটার কোথায় থেকে কিনবেন:
- বিক্রয় ডটকম: পুরাতন পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি সাইট বিক্রয় ডটকম। যেখানে কেবলমাত্র পুরাতন পকেট রাউটারই নয়, পুরাতন সকল পণ্যই পাওয়া যায়। বিক্রয় ডটকমে অনেক সাশ্রয়ী মূল্যে পকেট রাউটার পাওয়া যায়।
- বিডি24মার্কেট: বাংলাদেশের আরো একটি জনপ্রিয় পুরাতন পণ্যের ওয়েব সাইট হলো বিডি24মার্কেট। এখানে আপনি প্রয়োজনীয় সকল কিছু পুরাতন পেয়ে থাকবেন। যার মধ্যে পকেট রাউটার ও রয়েছে। পুরাতন পকেট রাউটার ক্রয় করার পূর্বে অবশ্যই বিডি24মার্কেট ঘুড়ে দেখা উচিত।
- স্থানীয় মার্কেট: আপনার আশে পাশে অনেক মোবাইল বা ইলেক্ট্রনিক্স এর দোকানে পুরাতন পকেট রাউটার পেয়ে থাকবেন। যেখানে আপনি দেখে শুনে যাচাই করে নিতে পারবেন। পছন্দ হলে দামা-দামি করে কিনতে পারবেন।
পকেট রাউটার মাসিক খরচ
পকেট রাউটার এর মাসিক খরচ নির্ভর করে আপনি কতটুকু সময় ব্যবহার করবেন এবং যে অপারেটরের সিম ব্যবহার করবেন তার উপর। একেক অপারেটরের একের ধরনের ডাটা প্যাকেজ থাকে আর এই ডাটা প্যাকের মূল্য অপারেটর অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। তাই সঠিক প্যাকেজ ক্রয় করার চেষ্টার করুন।
এছাড়া আপনি কি পরিমান ডাটা ব্যবহার করবেন তার উপর মাসিক খরচ নির্ভর করে। আপনি যদি ডাটা বেশি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার মাসিক খরচের পরিমান ও বৃদ্ধি পাবে। এ থেকে আমরা বলতে পারি পকেট রাউটারের মাসিক খরচ নির্ভর করে সম্পূর্ন ব্যবহারকারীর উপর। ব্যবহারকারী যদি বেশি ডাটা ব্যবহার করে তাহলে মাসিক খরচ ও বৃদ্ধি পাবে।
তবে মাসিক খরচ কমানোর কিছু উপায় রয়েছে। যার মধ্যে অন্যতম হলো লো রেজুলেশনে ভিডিও দেখা, প্রয়োজন সাপেক্ষে কোন কিছু ডাউনলোড করা এবং আপনার পকেট রাউটার থেকে কম সংখ্যক ডিভাইজ কানেক্ট করা। অধিক ডিভাইজ কানেক্ট হলে আপনার ওয়াই-ফাই স্পিড স্লো হওয়ার সাথে সাথে আপনার ডাটা ও বেশি খরচ হবে।
তাই পকেট রাউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই উপরিউক্ত নিয়ম গুলো মেনে ব্যবহার করুন। এছাড়া আপনার কাছে যে মোবাইল অপারেটর সাশ্রয়ী মনে হয় সেটি ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে আপনার পকেট রাউটার ব্যবহারের ক্ষেত্রে খরচ অনেকটা কমে যাবে।
লেখকের শেষ মন্তব্য: পকেট রাউটার কিভাবে কাজ করে - পকেট রাউটার দাম কত
প্রিয় পাঠক, এতক্ষনে পকেট রাউটার কিভাবে কাজ করে এবং পকেট রাউটার দাম কত তা বিস্তারিত জানতে পেরেছেন। আবার পকেট রাউটার মাসিক খরচ এবং পুরাতন পকেট রাউটার কেনো কিনবেন, কেনার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখবে এবং কোথায় থেকে কিনবেন সে বিষয়ে ও জেনেছেন। ডাটা ব্যবহার করার ক্ষেত্রে সজাগ থাকুন, তাহলে আপনার মাসিক খরচ অনেকটা কমে যাবে।
আর পুরাতন পকেট রাউটার ক্রয়ের সময় উপরে উল্লেখিত বিষয় মেনে ক্রয় করবেন। এতক্ষন আমাদের পাশে থাকায় এবং আপনার মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ায় আপনাকে সুস্বাগতম। এইরকম পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url