ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি এবং ক্রিমটি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানুন

আমরা অনেকেই ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি এবং ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চাই? কিন্তু কোথাও কোন সঠিক তথ্য পাই না। তাই ফাঙ্গিসন ক্রিম এর যাবতীয় সকল তথ্য আজ আমরা আলোচনা করবো। যেখানে ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম ও ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি সে বিষয়ে আলোচনা করবো।
ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম
এছাড়া আরো আলোচনা করবো- ফাঙ্গিসন ক্রিম এর দাম কত, ফাঙ্গিসন ক্রিম এর উপকারিতা এবং ফাঙ্গিসন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আশা করি উপকৃত হবেন।

ভূমিকা: ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি - ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম

ফাঙ্গিসন এমন একটি ক্রিম যা আমাদের ত্বকের বিভিন্ন ছত্রাক সংক্রমন রোধে ব্যবহার করা হয়ে থাকে। এই ফাঙ্গিসন ক্রিম ক্লোট্রিমাজল নামক এক ধরনের উপাদান দিয়ে তৈরী করা হয়ে থাকে। যা বিভিন্ন ছাত্রাক রোধে কাজ করে এবং বিভিন্ন সংক্রমন থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়া এই ক্রিমটিতে ২ টি আলাদা আলাদা উপাদান রয়েছে।

একটি হলো ইকোনাজোল এবং অপরটি হলো ট্রাইএমসিনোলন এসিটোনাইড। ইকোনাজোল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে এবং ট্রাইএমসিনোলন এসিটোনাইডিআমাাদের ত্বকে থাকা দাগ, চুলকানি এবং ব্যথা রোধে কাজ করে। ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি এবং আরো বিস্তারিত জানতে সম্পূর্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি - ফাঙ্গিসন ক্রিম এর কাজ

ফাঙ্গিসন ক্রিম হলো এক ধরনের ছত্রাকের সংক্রমণ রোধী ঔষধ বা ক্রিম। যা আমরা বিভিন্ন সংক্রমণাক্ত জায়গায় ব্যবহার করে করে থাকি এবং এই ক্রিমটি কেবলমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য উপযোগী। আপনি যদি ত্বকে ছাত্রাক জাতীয় কোন সমস্যা ভোগেন তাহলে এই ফাঙ্গিসন ব্যবহার করতে পারেন। নিম্নে ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হলো।
ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি
পায়ের আঙ্গুলের সংক্রমণ রোধ: আমাদের যাদের পায়ের আঙ্গুলের মাঝে ফাঙ্গাল সংক্রমণ হয়ে থাকে সেটিকে ইন্টারট্রাইগো বলা হয়ে থাকে। এই ইন্টারট্রাইগো বা পায়ের আঙ্গুলের মাঝের সংক্রমণ রোধে এই ফাঙ্গিসন ক্রিমটি বিশেষ ভাবে কাজ করে। এতে থাকা সকল সংক্রমণ ধ্বংস করে এটি দ্রুত সারাতে সাহায্য করে থাকে।

ত্বকে থাকা গোলাকার সংক্রমণ রোধ: আমাদের অনেকেরই ত্বকের বিভিন্ন স্থানে একধরনের গোলাকার ঘায়ের মত দেখা যায়। যা অনেক বেশি চুলকায় এবং জায়গাটি অনেক ফুলে যায়। এই সমস্যা দূর করতে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহারে যেকোন গোলাকার সংক্রমন দ্রুত সেরে যায়।

শরীরের বিভিন্ন ভাজে সংক্রমণ রোধ: যারা দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে কাজ করেন এবং সঠিক সময়ে গোসল করতে পারেন না, তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। বিশেষ করে দুই রানের মাঝের জায়গাতে এই সংক্রমণ বেশি দেখা দেয়। এই সমস্যার সমাধান হিসেবে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করা যেতে পারে।

সাদা বা বাদামী দাগ দূর করতে: আমাদের অনেকেরই মাঝে এই সমস্যাটি পরিলক্ষিত করা যায়। তাদের শরীরে এই ধরনের সাদা অথবা বাদামী রঙ্গের দাগ দেখা যায়। এটিকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় পিটিরিয়াসিস বলা হয়ে থাকে। এই ধরনে সংক্রমণ এড়াতে ও ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে।

ক্যানডিডা ছত্রাকের সংক্রমন রোধ: আমাদের ত্বকের উপরের অংশে একধরনের ছত্রাকের সংক্রমণ দেখা যায় এটিকে ক্যানডিডিয়াসিস বলা হয়ে থাকে। এই অনেক যন্ত্রনাদ্বায়ক হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং এই সংক্রমণ থেকে যে দাগের সৃষ্টি হয়, তা থেকে মুক্তি পেতে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে।

ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম - Fungison cream এর ব্যবহার নিয়ম - ফাঙ্গিসন ক্রিম এর ব্যবহার

আমরা ইতিমধ্যেই ফাঙ্গিসন ক্রিমের কাজ কি সে সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা জানবো ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই এটির ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা প্রয়োজন। অন্যথায় ব্যবহারের নিয়ম না জেনে ব্যবহার করলে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন জানি ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম কি কি।

ধাপ ১. প্রথমে আক্রান্ত স্থানটি শ্যাম্পু দিয়ে ভালো ভাবে ধুয়ে ‍নিন। কোন মতেই সাবান ব্যবহার করবেন না। সাবানে ক্ষারের পরিমান বেশি থাকায় এটি ক্ষতির কারণ হতে পারে। ভালো ভাবে পরিষ্কার হয়ে গেলে এবার জায়গাটি টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। যাতে জায়গাটি শুকনো থাকে এবং কোন ধরনের পানি লেগে না থাকে।

ধাপ ২. ফাঙ্গিসন ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে পরিমান সম্পর্কে সর্তক থাকুন। কেবল মাত্র আক্রান্ত জায়গা জুড়ে ক্রিমটি লাগিয়ে রাখুন। আকান্ত স্থানের বাহিরে ক্রিম লাগলে সাধারণত কোন সমস্যা হয় না তবে না লাগানোই ভালো। বেশি করে না লাগিয়ে আক্রান্ত স্থানে পাতলা করে একটি স্তর করে ক্রিমটি লাগাতে পারেন।

ধাপ ৩. ফাঙ্গিসন ক্রিমটি দিনে ২ বারের বেশি লাগানো উচিত নয়। তবে ডাক্তার লাগাতে বললে লাগাতে পারেন। সাধারণত এই ক্রিমটি সকাল ও রাতে এই ২ বার লাগালে অনেক বেশি ফলাফল পাওয়া যায়। তবে যখনই লাগান না কেনো জায়গাটি পরিষ্কার রয়েছে কিনা এবং শুকনো রয়েছে কিনা তা নিশ্চিত করুন।

ধাপ ৪. এই ক্রিমটি ব্যবহার শুরু করলে আপনার সংক্রমণাক্ত স্থান ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করুন। অন্যথায় পুনরায় সংক্রমণ ফিরে আসতে পারে। তাই চেষ্টা করুন ডাক্তারের পরামর্শে এই ক্রিমটি ব্যবহার করার এবং কোর্স সম্পূর্ন করার। কোর্স সম্পূর্ণ করনে পুনরায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

ফাঙ্গিসন ক্রিম এর দাম কত - Fungison cream এর দাম কত - Fungison cream price in Bangladesh

ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের পূর্বে ফাঙ্গিসন ক্রিম এর দাম কত সে বিষয়ে জানা জরুরি। এই সকল ক্রিমের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এটি প্রস্ততকারক প্রতিষ্টান এবং আমদানী কারক প্রতিষ্টানের উপর। এছাড়া শহর বা গ্রাম বিবেচনা করে দাম কম বেশি হতে পারে।

ফাঙ্গিসন ক্রিম সাধারণত ১০ মিলি গ্রামের হয়ে থাকে। আর এই ক্রিমটি সর্বোচ্চ খুরচা মূল্যে ৬০ টাকা হয়ে থাকে। তবে কোন কোন ফার্মেসিতে ৫৫ টাকাতে ও পাওয়া যায়। ফাঙ্গিসন ক্রিমটির সঠিক দাম জানতে ইন্টারনেটে অনেক সাইট রয়েছে যেখানে এই ক্রিম সহ যেকোন ঔষধের সঠিক দাম জানা যায় সেখান থেকে জেনে নিতে পারেন।

এছাড়া আপনার আশেপাশে যে সকল ফার্মেসি রয়েছে সেগুলোতে খোঁজ নিতে পারেন। ফাঙ্গিসন ক্রিম সহ যে কোন ঔষধ ক্রয় করার পূর্বে অবশ্যই সেই ক্রিম বা ঔষধের প্যাকেটে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করার চেষ্টা করুন। অন্যাথায় মেয়াদ উত্তীর্ণ ক্রিম ব্যবহারে ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ফাঙ্গিসন ক্রিম এর উপকারিতা

ফাঙ্গিসন ক্রিম সাধারণত ছাত্রাক সংক্রমণ রোধে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিমটি ব্যবহারে দ্রুত সংক্রমন ভালো হয় এবং সংক্রমণ হতে যে দাগের সৃষ্টি হয় তা রোধ করে। ফাঙ্গিসন ক্রিম পায়ের আঙ্গুলের সংক্রমণ, ত্বকে হওয়া দাদ সহ বিভিন্ন ত্বকের ছত্রাক নিরাময়ে কাজ করে। এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে। চলুন জানি ফাঙ্গিসন ক্রিম এর উপকারিতা সম্পর্কে।
  • ফাঙ্গিসন ক্রিমে থাকা ক্লোট্রিমাজল ছত্রাকের কোষ ঝিল্লি দ্রুত অপসরণ করতে পারে। যার কারনে দ্রুত সংক্রমণ ভালো হয়।
  • সংক্রমণের ফলে যে চুলকানির সৃষ্টি হয় তা ফাঙ্গিসন ক্রিম ব্যবহারে অতি তাড়াতাড়ি সেড়ে ওঠে।
  • ত্বকে থাক লালচে ভাব ভালো হয় এই ফাঙ্গিসন ক্রিম ব্যবহারে।
  • ত্বকে সংক্রমণের কারণে যে জ্বালা করে তা ফাঙ্গিসন ক্রিম ব্যবহারে দ্রুত ভালো হয়ে যায়।
  • ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের কারণে সংক্রমণ বৃদ্ধি হওয়া রোধ হয় এবং এক স্থান হতে অন্য স্থানে ছড়ানো হতে প্রতিরোধ করে।
  • ভবিষতে এই একই ধরনের সংক্রমন হওয়ার প্রবণতা কমায় এই ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করার কারনে।
  • এটি ত্বকের জন্য খুবই নিরাপদ হয়ে থাকে এবং পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।
  • ফাঙ্গিসন ক্রিম অনেকটা সহজলোভ্য হয়ে থাকে এবং যেকোন ফার্মেসিতে পাওয়া যায়।
  • এই ক্রিমটি ব্যবহার করা ও অত্যন্ত সহজ এবং দ্রুত কাজ শুরু করে।
  • ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করা মাত্র কয়েক ‍দিনের মধ্যে সংক্রমণ সেড়ে যায়।

ফাঙ্গিসন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া - ফাঙ্গিসন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া

আমাদের সকলে ত্বক একই রকম না হওয়াতে অনেকের জন্য এই ফাঙ্গিসন ক্রিম ব্যবহার ক্ষতিকারন হতে পারে বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেজন্য এই ক্রিমটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এবং ডাক্তারের দেওয়া ব্যবহার বিধি অনুসরণ করে ব্যবহার করা উচিত।

অনেকেই রয়েছেন যাদের ত্বক অনেকটা সংবেদনশীল হয়ে থাকে। ফলে এই ফাঙ্গিসন ক্রিমটি ব্যবহারেরর কারণে ত্বকে জ্বালা পোড়া বা ব্যথা সৃষ্টি করতে পারে এবং এটি দীর্ঘ মেয়াদী একটি সমস্যায় পরিণত হতে পারে।
ফাঙ্গিসন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া
যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে তাদের ত্বকে ব্যবহার করার ফলে ত্বকে ফুসকুড়ি বা চুলকানির মত সমস্যা দেখা দিতে পারে। তাই এটি ব্যবহারের পূর্বে এটি আপনার ত্বকের জন্য সহণীয় কিনা তা পরিক্ষা করে ব্যবহার করা উচিত।

এই ফাঙ্গিসন ক্রিম অনেক ত্বক সহ্য করতে পারে না, যার ফলে ত্বকে থাকা সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়া সঠিক পরিমানে ব্যবহার না করার জন্য ও সংক্রমন বেড়ে যেতে পারে। যদি পরিমানে বেশি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ও সংক্রমণ বেড়ে যেতে পারে।

ফাঙ্গিসন ক্রিম দীর্ঘ সময় ধরে ব্যবহারের কারনে অনেকের ত্বক পাতলা হয়ে যায়। যার করনে ত্বকে বিভিন্ন ধরনের দাগ বা ক্ষত সৃষ্টি হতে পারে। তাই এই ক্রিমটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ডাক্তারের পরার্মশ অনুযায়ী ব্যবহার করা ‍উচিত।

শিশুদের ত্বকের জন্য এই ক্রিম টি ব্যবহার করা সহণীয় নাও হতে পারে। তাই শিশুদের ত্বকে ব্যবহারের পূর্বে সর্তকতা অবলম্বন করা উচিত। যাতে তাদের ত্বকে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেয়।

গর্ভবতী মা এবং যে সকল মা স্তন্যদান করেন, তারা ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যথায় শিশু নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করার কারণে ত্বকে লালচে ভাব বা ফলে যাওয়ার মত সমস্যা হতে পারে। এছাড়া এটি ব্যবহারে অনেকের ত্বক শুষ্ক হতে পারে। তাই আমাদের সকলের উচিত ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহন করা অন্যথায় এই সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

লেখকের শেষ মন্তব্য: ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি - ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম

প্রিয় পাঠক, এতক্ষনে ফাঙ্গিসন ক্রিম এর কাজ কি এবং ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের নিয়ম সমূহ কি কি তা জানতে পেরেছেন। আবার ফাঙ্গিসন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া, ফাঙ্গিসন ক্রিম এর উপকারিতা এবং ফাঙ্গিসন ক্রিম এর দাম কত সে সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ফাঙ্গিসন ক্রিমটি ব্যবহারে সর্তকতা অবলম্বন করুন।

শিশুদের নাগালের বাহিরে রাখুন। সঠিক পরিমানে ব্যবহার করুন এবং দিনে ২ বারের বেশি ব্যবহার করবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। আজকের আর্টিকেল সম্পর্কে বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url