তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো - ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো হবে তা জানতে চান? আবার ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আমি রাবেয়া আছি আপনাদের সাথে, আমি আজকে আলোচনা করবো তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো এবং ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম সম্পর্কে।
ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম
এছাড়া গরমে কোন ফেসওয়াস ভালো এবং ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো হবে, কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

ভূমিকা: তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো - ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম

আমাদের ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা ফেসওয়াশ ব্যবহার করে থাকি। এই ফেসওয়াস ব্যবহার আমরা আমাদের ত্বক থেকে যা কিছু ক্ষতিকর তা দূর করতে পারি। এছাড়া ব্রণ থেকে শুরু করে যাবতীয় সকল ক্ষতিকর সংক্রমন দূর করতে ফেসওয়াসের কোন বিকল্প নেই। যা আমাদের মুখের সতেজতা ফিরিয়ে আনে।

কিন্তু এই ফেসওয়াস বাঁচাই করার সময়, আমরা এটা ভেবে পাইনা আমাদের জন্য কোন ফেসওয়াসটি ভালো হবে। কোনটি আমাদের ত্বক উপযোগী হবে এবং কোথায় থেকে কিনলে ভালো মানের ফেসওয়াস পাওয়া যেতে পারে। এই সকল বিষয় আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ন আর্টিকেলটি পড়ুন আপনার উপকারে আসবে।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো - তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের

তৈলাক্ত ত্বক আমাদের অস্বত্বির কারণ হয়ে দাঁড়ায়। যা আমাদের খিতখিতে ভাব তৈরী করে। ত্বকে অতিরিক্ত তৈল থাকার কারণ আমাদের ত্বকের নানা সমস্যা দেখা দেয়। আর এই সকল সমস্যা সমাধানে আমরা ফেসওয়াস ব্যবহার করি। কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য উপযোক্ত ফেসওয়াস খুঁজে পাওয়া মুশকিল। আপনাদের সুবিধার্থে কিছু ফেসওয়াস নিয়ে আলোচনা করবো যেগুলো তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপাকরি। চলুন জানি তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো সে সম্পর্কে-
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
Himalaya Purifying Neem Face Wash: যারা ত্বক বিষয়ে অনেক বেশি সচেতন তারা অবশ্যই হিমালিয়া ফেসওয়াস বা ক্রিম সম্পর্কে জেনে থাকবেন। এটি ব্যবহার আমাদের ত্বকে থাকা সকল তৈলাক্ত ভাব দূর হয়ে য়ায়। কারণ এতে রয়েছে নিম এবং হলুদের মিশ্রন। আর আমরা সকলেই জানি হলুদ এবং নিম তৈলাক্ত ত্বকের জন্য কতটা উপকারি।

নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপদান যা ত্বকের সকল ব্যাকটেরিয়া থেকে আমাদের ত্বকের যে সমস্যা গুলো দেখা দেয়, তা থেকে রক্ষা করে। এছাড়া নিম আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে আমাদের ত্বকের তৈলাক্তভাব দূর করে এবং ত্বককে রাখে ক্লিন এছাড়া ত্বকের সকল সমস্যা সমাধানে এই ফেসওয়াসে নিমের গুরুত্ব অপরিসীম।

এছাড়া এই ফেসওয়াসে থাকা হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ত্বকের দাগ নিরাময়ের পাশাপাশি আমাদের ত্বকে থাকা তৈলাক্ত ভাব দূর করে। এই হিমালিয়া ফেসওয়াস দিনে ও রাতে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায়। এটি ব্যবহার ত্বক থেকে তৈল ময়লা সকল কিছু দূর হয়।

La Roche-Posay Effaclar Medicated Gel Cleanser: ত্বকের তৈলাক্ত ভাব ও ব্রণ প্রতিরোধে সবচেয়ে ভালো ফেসওয়াস গুলো মধ্যে একটি হলো La Roche-Posay Effaclar Medicated Gel Cleanser। এটি নিয়মিত ব্যবহারে ত্বক থেকে তৈল ও ব্রণ দূর করা সম্ভব। এই ফেসওয়াসটি ব্যবহারে আমাদের ত্বকে যে ছোট ছোট ছিদ্র থাকে তা খুলে যায়। যাতে তেল ও ব্রণ দূর হয়।

এতে থাকা স্যালিসিলিক অ্যাসিড ত্বকের উপরে আস্তরণ পড়ে তা দূর করতে সহায়তা করে। এতে করে আমাদের ত্বক হয় অনেক বেশি পরিষ্কার ও কোমল। এছাড়া এই ফেসওয়াসে থাকা লিপো হাইড্রক্সি অ্যাসিড আমাদের ত্বকের মৃত কোষ গুলোকে অপসরণ করে এবং নতুন কোষ হতে সাহায্য করে। এটি ত্বকের উজ্জ্বলতা প্রদানের পাশাপাশি ত্বকের ব্রণের দাগ ও দূর করে।

La Roche-Posay Effaclar Medicated Gel Cleanser: ফেসওয়াসটিতে আরো রয়েছে গ্লিসারিন, যা আমাদের ত্বকের শুষ্কতা দূর করে আদ্রতা ফিরিয়ে আনে এবং ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে। অতএব আমরা বলতে পারি ত্বক থাকা তেল ও ব্রণ দূর করতে এই ফেসওয়াসটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম

বর্তমান সময়ে বাজারে অনেক ফেসওয়াস পাওয়া যায়, সেগুলো ব্যবহারে অতিদ্রুত ফর্সা হওয়া যায়। এই ফেসওয়াস গুলো নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক হয় উজ্জ্বল ও মসৃন। তবে ফেসওয়াস ব্যবহার করে রাতারাতি ফর্সা হওয়া যায় না। ফেসওয়াস ব্যবহারে আমাদের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে। এছাড়া মেলানিন হরমনের কারণে আমাদের ত্বকের রং ফর্সা বা অন্যান্য বর্ণের হয়ে থাকে। চলুন জানি ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম সম্পর্কে-

Garnier Light Complete Fairness Face Wash: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ ভাবে তৈরী হয়ে থাকে Garnier Light Complete Fairness এর এই ফেসওয়াসটি। যা আমাদের ত্বকের বিভিন্ন দাগ, রোদে পোড়া কালি এবং ধুলাবালি পরিষ্কার করতে বেশ কার্যকারি। এতে রয়েছে নান ধরনের পুষ্টিকর উপাদান যা আমাদের ত্বকে পুষ্টি যোগায়।

এতে রয়েছে লেবুর নিযার্স, সলিসিলিক অ্যাসিড এবং ফর্সা হওয়ার একধরনের হোয়াইট ক্লে। লেবুর নিযার্সে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি আমাদের ত্বকের কালো দাগ সহ সকল ময়লা দূর করতে পারে। সলিসিলিক অ্যাসিড আমাদের ত্বকের ছিদ্রগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে।

আরে হোয়াইট ক্লে আমাদের ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শোষণ করে আমাদের ত্বক রাখে সতেজ ও কোষ গুলোতে স্বাভাবিক রাখতে সাহায্য করে। সেজন্য আমাদের ত্বক হয় উজ্জ্বল ও মসৃন। তাই
আমরা বলতে পারি ফর্সা হওয়ার জন্য Garnier Light Complete Fairness Face Wash সবচেয়ে ভালো গুনমান সম্পূর্ন একটি ফেসওয়াস।

Pond’s White Beauty Spot-less Fairness Face Wash: বাংলাদেশ সহ অন্যান্য দেশে বেশির ভাগ মেয়েরা পন্ডসের ফেসওয়াস ও ক্রিম ব্যবহার করে থাকে। এটি এমন একটি ফেসওয়াস যা আমাদের ত্বকের গভীরে পৌঁছে ত্বক পরিষ্কার করতে এবং উজ্জ্বলতা প্রদান করতে পারে। আর সেই জন্যই পন্ডস ফেসওয়াসের এত বেশি চাহিদা।

এই ফেসওয়াসে নানা ধরনের উপদান বিদ্যমান তার মধ্যে উল্লেখ যোগ্য হলো ভিটামিন বি৩ ও গ্লিসারিন। ভিটামিন বি৩ আমাদের ত্বকে সকল কালো দাগ অপসরণ করতে এবং মেলানিন উৎপন্ন করতে বাধা প্রদান করে যেজন্য আমাদের ত্বক হয় দাগ মুক্ত এবং ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পেতে শুরু করে।

এছাড়া এত থাকা গ্লিসারিন আমাদের ত্বকের শুষ্কতা রোধে কাজ করে এবং ত্বকের আদ্রতা বজায় রাখতে কাজ করে। এছাড়া এই ফেসওয়াসটি ব্যবহারে আমাদের ত্বকে থাকা অতিরিক্ত ধূলা-ময়লা ও তেল সহ সকল ব্যাকটেরিয় অপসরণ হয়। সেজন্য আমাদের ত্বক উজ্জ্বল বা ফর্সা হয়ে থাকে। তাই বলা যেতে পারে ফর্সা হওয়ার জন্য পন্ডস ফেসওয়াস ব্যবহার করা উচিত।

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

একটি নিদিষ্ট বয়সে আমাদের প্রায় সকলে মুখে ব্রণের দেখা দেয়। বিশেষ করে ১৬ খেকে ২০ বছর বয়সে ব্রণ বেশি হয়ে থাকে। এর প্রধাণ কারণ হলো হরমোনের পরিবর্তন অথবা ত্বক অনেক তৈলাক্ত হলে লোপকুপে একধরনের আস্তরণ জমা হয় আর এই কারনেই আমাদের ত্বকে ব্রণের দেখা দেয়। এই সকল ব্রণে জন্য আমাদের ত্বকে অনেক দাগের সৃষ্টি হয়ে থাকে। সেজন্য আমাদের উচিত ফেসওয়াস ব্যবহার করা। চলুন জানি ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো হবে।

Clean & Clear Continuous Control Acne Cleanser: এটি এমন একটি ফেসওয়ার যা ব্রণ প্রতিরোধে কাজ করে এবং ব্রণের পুনরাবৃত্তি ঘটাতে বাধা প্রদান করে। এই ফেসওয়াস ব্যবহারে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়, ত্বকে থাকা সকল ময়লা এবং তৈলাক্ত ভাব চলে যেতে সাহায্য কররা পাশাপাশি ত্বক সতেজ রাখতে সাহায্য করে।

এতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড যা ব্যবহারে ত্বকে থাকা ছিদ্রগুলো সহজেই খুলে যায় এবেং গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি তেল ময়লা দূর করতে ও বেশ কার্যকারী। এছাড়া ব্লাকহেডস ও হোয়াইটহেডস সহ ব্রণ দূর করতে ও সহায়ক হিসেবে কাজ করে এই ফেশওয়াসটি। যাদের দীর্ঘ সময় ধরে এই ব্রণের সমস্যা তাদের জন্য এটি বেশ উপকারি।

The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash: এই ফেশওয়াস ব্যবহারে আমাদের ত্বকে ব্রণ সহ যত সংক্রমণ রয়েছে তা দূর করে ত্বক রাখে পরিষ্কার এবং সতেজ। এই ফেশওয়াসটি যেসকল ত্বকে ব্রণ রয়েছে, তাদের জন্য বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। টি ট্রি ওয়েল হলো মেলেলুকা আলটারনিফোলিয়া গাছ থেকে পাওয়া এক ধরনের উপাদান।

যা আমাদের ত্বকের ব্রণসৃষ্টি করে এমন ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। যার কারণে আমাদের ত্বকে ব্রণ অনেক কম হয় এবং ব্রণের দাগ আস্তে আস্তে কমে যেতে সাহায্য করে। এছাড়া এটি ব্যবহারে ত্বকের তৈলাক্তভাব নিয়ন্ত্রনে থাকে। ত্বক সতেজ রাখার পাশাপাশি ত্বকে থাকা সকল কালচে ভাব কমাতে সাহায্য করে এই ফেশওয়াস।

গরমে কোন ফেসওয়াস ভালো

গরমের সময় আমরা অনেক বেশি ঘেমে যাই। এই অতিরিক্ত ঘেমে যাওয়ার কারণে আমাদের ত্বকে নান ধরনের ধূলা-ময়লা বেশি জমে যায়। যে কারনে আমাদের ত্বকে নান ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে ব্লাকহেডস ও হোয়াইটহেডস অন্যতম। গরমে আমাদের ত্বকে স্বস্তি প্রদানে আমরা ফেসওয়াস ব্যবহার করে থাকি, যা আমাদের আরাম অনুভূতি যোগায়। কিন্তু আমরা সঠিক ফেসওয়াসটি বেচে নিতে পারিনা। যে কারনে আমাদের ত্বকে ব্রণ সহ নানা ধরনের দাগ দেখা দেয়। সেজন্য গরমে উপযোক্ত ফেসওয়াস নিয়ে আলোচনা করবো।
গরমে কোন ফেসওয়াস ভালো
Neutrogena Oil-Free Acne Wash: এটি এমন একটি ফেসওয়াস যা আপনাকে গরমে স্বস্তি প্রদান করে। এটি বিশেষ করে তৈলাক্ত ও যাদের মুখে ব্রণ অনেক বেশি তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে। এটি ব্যবহারে আমাদের ত্বক অনেক গভীর থেকে পরিষ্কার হয় এবং গরমের কারণে জমে থাকা সকল ধূলা-ময়লা দূর হয়ে থাকে।

এছাড়া এটি ব্যবহারে আমাদের ত্বক থেকে হোয়াইটহেডস ও ব্লাকহেডস সহ ব্রণ দূর হয়ে থাকে। এটি মুখে থাকা দাগ ও লালচে ভাব অপসরণ করতে ও বেশ উপকারী হয়ে থাকে। এই ফেসওয়াসটি অ্যালাচি ও ফুসকরি যুক্ত ত্বকে ও বেশ কারী হয়ে থাকে। এটি গরমে আপনার জন্য উপযোক্ত একটি ফেসওয়াস হতে পারে।

Garnier Men Oil Clear Face Wash: এই ফেসওয়াসটি ছেলেদের ত্বকের জন্য বেশ উপকারী একটি ফেসওয়াস। এটি মুখে থাকা অতিরিক্ত তেল দূর করতে এবং দীর্ঘ সময় ধরে ত্বকের আদ্রতা ধরে রাখতে বেশ কাজ করে। এছাড়া ত্বকে থাক ময়লা এবং সকল সংক্রমন রোধ করে ত্বকে সতেজতা ফিরিয়ে আনে।

এই ফেসওয়াসে রয়েছে মেনথল যা ত্বকের শীতলতা বজায় রাখে, যা গরমের দিনে উপযোগী হয়ে থাকে আমাদের ত্বকের জন্য। এছাড়া এই ফেসওয়াসে রয়েছে লেবুর নির্যাস যা ত্বকের কালো দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা প্রদান করে। এই গরমে Garnier Men Oil Clear Face Wash টি হতে পারে আপনার স্বস্তির কারণ।

লেখকের শেষ মন্তব্য: তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো - ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম

প্রিয় পাঠক এতক্ষনে তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো এবং ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম সম্পর্কে জানতে পেরেছেন। আবার গরমে কোন ফেসওয়াস ভালো এবং ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো, কিভাবে ব্যবহার করতে হয় তা বিস্তারিত জেনেছেন। কেনার সময় অবশ্যই ভালো মানের ফেসওয়াস কেনার চেষ্টা করুন।

অতিরিক্ত ফর্সা হওয়া আশা যেন-তেন ফেসওয়াস ব্যবহার করবেন না, এতে বিপরীত হতে পারে। আপনার মূল্যবান সময় দিয়ে পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম বিভিন্ন তথ্য পেতে নিয়মিত আমাদের এই সাইটটি ভিজিট করতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url