viset 50 mg কিসের ঔষধ - Viset 50 mg খাওয়ার নিয়ম
viset 50 mg কিসের ঔষধ এবং Viset 50 mg খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আমি রাবেয়া রয়েছি আপনাদের সাথে আমি আপনাদের জানাবো viset 50 mg কিসের ঔষধ এবং Viset 50 mg খাওয়ার নিয়ম সহ এই ট্যাবলেট সম্পর্কে যাবতীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত।
এছাড়া আরো জানাবো- viset 50 mg এর কাজ কি, viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং Viset 50 mg এর দাম কত সে সম্পর্কে। আশা করি উপকৃত হবেন।
viset 50 mg কিসের ঔষধ4
অনেকেই জানতে চেয়েছেন viset 50 mg কিসের ঔষধ? viset 50 mg হলো একধরনের টাইমোনিয়াম মিথাইলসালফেট জাতীয় ঔষধ যা সাধারণত আমাদের পরিপাকতন্ত্রের ব্যথা কমাতে বা পেটের ব্যথা থেকে মুক্তি পেতে সেবন করে থাকি। এছাড়া ও viset 50 mg ট্যাবলেট নানা রোগের ঔষধ হিসেব ব্যবহার করা হয়ে থাকে। চলুন জানি viset 50 mg কিসের ঔষধ সে সম্পর্কে বিস্তারিত।
- আমাদের ডায়রিয়া বা আমাশয়ের মত সমস্যা হলে পেটে বিভিন্ন ধরনের ব্যথা বা খিঁচুনি হতে পারে। সেই ব্যথা বা খিঁচুনি থেকে মুক্তি পেতে আমরা viset 50 mg কিসের ঔষধ সেবন করতে পারি এবং এটি আমাশয় ও ডায়রিয়ার ব্যথায় দ্রুত কাজ করে থাকে।
- পিত্তথলিতে পাথর বা পাথর জনিত সমস্যা হতে যে ব্যথা হয়ে থাকে, তা থেকে মুক্তি পেতে ও আমরা viset 50 mg ঔষধ খেতে পারি। এটি পাথর জনিত তীব্র ব্যথার জন্য ভালো কাজ করে থাকে।
- যাদের মুত্রাথলিতে ব্যথা, তারা ও viset 50 mg ট্যাবলেট খেতে পারেন।
- মহিলাদের মাসিকের সময় যে ব্যথার সৃষ্টি হয় সেই ব্যথা থেকে পরিত্রান পেতে ও viset 50 mg ট্যাবলেট খাওয়া যেতে পারে।
- মহিলাদের যৌনাঙ্গে বিভিন্ন রোগ ও ব্যথার কারনে ও এটি খাওয়া যেতে পারে।
- তবে মনে রাখতে হবে আপনি Viset 50 mg ঔষধসহ যেকোন ঔষধ নিজে থেকে খাবেন না। খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে খাওয়ার চেষ্টা করবেন।
Viset 50 mg খাওয়ার নিয়ম
viset 50 mg কিসের ঔষধ এতক্ষন আমরা সে সম্পর্কে জেনেছি এবার আমরা জানবো Viset 50 mg খাওয়ার নিয়ম। প্রতিটি ঔষধ খাওয়ার একটি নিয়ম রয়েছে। নিয়ম মেনে ঔষধ খাওয়া উচিত অন্যথায় নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। Viset 50 mg খাওয়ার নিয়ম রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। চলুন জানি Viset 50 mg খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
Viset 50 mg ট্যাবলেট অবশ্যই ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে। ডাক্তারা রোগ বুঝে সেই অনুপাতে খাওয়ার মাত্রা ও সময় নির্ধারন করে থাকে। নিজে থেকে কখনো ডোজ কম বা বেশি করবেন না। তাই কোন ঔষধ সম্পর্কে না জেনে, সেই ঔষধ খাওয়া এবং ডোজ কম বেশি করা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।
আরো পড়ুনঃ বাচ্চাদের কাশির সিরাপ কোনটা ভালো
Viset 50 mg ট্যাবলেট বয়স অনুযায়ী আলাদা মাত্রায় সেবন করতে হয়ে। প্রাপ্ত বয়স্করা দিনে ৩ বার এই ঔষধ সেবন করতে পারেন এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারা পিসক্রিপশন অনুযায়ী দিনে ১ বার বা ২ বার সেন করতে পারেন। এই ঔষধ কোন ক্রমেই গরম পানি দিয়ে খাওয়া যাবে না।
এছাড়া Viset 50 mg ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যে কোন সময় খাওয়া যেতে পারে। ঔষধ খেতে কখনো অনিয়ম করা যাবে না। ডাক্তারা যে সময়ে খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, ঠিক সে সময়েই খাওয়ার চেষ্টা করুন। এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই প্যাকেটে থাকা নির্দেশনা একবার পড়ে খাওয়া শুরু করুন।
Viset 50 mg এর দাম কত
Viset 50 mg ট্যাবলেট একটি হেলথ কেয়ার ফার্মাসিটিকেলস লিমিটেডের একটি ঔষধ। এই ঔষধটি একটি বক্স আকারে পাওয়া যায়। যেখানে ৫ টি পাতায় ৫০ টি ট্যাবলেট থাকে। প্রতি বক্স ঔষধের দাম ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত হতে পারে এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য ৭০ থেকে ৮০ টাকা হয়ে থাকে। সে হিসাব অনুযায়ী প্রতিটি ট্যাবলেটের মূল্য ৭ থেকে ৮ টাকা হয়ে থাকে। তবে স্থান ভেদে এবং ফার্মেসি ভেদে দাম আলাদা হতে পারে। তবে কিনার পূর্বে অবশ্যই ২/১ টি ফার্মেসি যাচাই করে ঔষধ ক্রয় করুন। তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।
viset 50 mg এর কাজ কি
আমরা এতক্ষনে viset 50 mg কিসের ঔষধ, Viset 50 mg খাওয়ার নিয়ম এবং Viset 50 mg এর দাম কত তা জানতে পেরেছি। এবার আমরা জানবো viset 50 mg এর কাজ কি সে বিষয়ে। এই ঔষধটির মূল উপাদান হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট যা একটি অ্যান্টি স্পাসমোডিক ঔষধ। এই ঔষধটি মূলত পেশি ব্যথা বা খিঁচুনি রোধে কাজ করে। চলুন আরো বিস্তারিত জানি viset 50 mg এর কাজ কি।
- আমাদের মেরুদন্ডের কোষ ঝিল্লিতে ক্যালসিয়াম বৃদ্ধি করতে বা ধরে রাখতে viset 50 mg সেবন করা হয়।
- গর্ভাবস্থায় জরায়ুতে অতিরিক্ত ব্যথা থেকে বাঁচতে এই viset 50 mg খাওয়া হয়ে থাকে।
- মূত্রাশয়ের ব্যথার জন্য এটি সেব করা হয়ে থাকে।
- মাসিকের ব্যথায় এই viset 50 mg ট্যাবলেট কাজ করে।
- পিত্তথলিতে যেকোন ব্যথা ভালো করতে এটি সেবন করা হয়।
- মাংস পেশির অস্বাভাবিকতা বা সংকুচিত হয়ে আসা থেকে বাঁচতে ও viset 50 mg ট্যাবলেট খাওয়া হয়ে থাকে।
viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
viset 50 mg সেবনে স্বাভাবিক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে ঔষধ সেবনে অনিয়ম, ডোজে কম বেশি করা এবং ঔষধে থাকা কিছু ্উপাদানের কারনে। তবে অধিকাংশ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো গুরুতর না হয়ে স্বাভাবিক মাত্রায় হয়ে থাকে। যা অল্প কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যায়। চলুন জানি viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি।
- viset 50 mg সেবন মুখের লালা শুকিয়ে যায়। সেজন্য বেশি বেশি পানি পান করুন।
- এটি খাওয়ার ফলে হজম প্রক্রিয়াতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করুন সুপার ফুড বেশি বেশি খাওয়ার।
- রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে কিছুটা কম বা বেশি হতে পারে। যার কারনে হালকা মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।
- viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে, যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, তা বেড়ে যেতে পারে।
- এটি সেবনে উচ্চ রক্তচাপ বেড়ে শ্বাসকষ্ট হতে পারে।
- হজমে সমস্যা হওয়ার কারনে কোষ্টকাঠিন্য দেখা দিতে পারে।
- viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মূত্রত্যাগ বা মলত্যাগে সমস্যা দেখা দিতে পারে।
- ত্বকে চুলকানি, ফুলে যাওয়ার মত সমস্যা হতে পারে।
- যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের হার্টবিট বেড়ে যেতে পারে।
লেখকের শেষ মন্তব্য: viset 50 mg কিসের ঔষধ - Viset 50 mg খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক, এতক্ষনে viset 50 mg কিসের ঔষধ এবং Viset 50 mg খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আবার viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া, viset 50 mg এর কাজ কি এবং Viset 50 mg এর দাম কত তা জানতে পেরেছেন। এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।
Viset 50 mg ট্যাবলেট স্বাভাবিক মাত্রায় গ্রহন করুন। এতক্ষণ পুরো আর্টিকেলটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিন। আর আপনারা যদি কোন বিশেষ মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url