Duralax 5 mg কি কাজ করে এবং Duralax খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
প্রিয় পাঠক, আজ আমরা আলোচনা করতে চলেছি Duralax 5 mg কি কাজ করে এবং Duralax খাওয়ার নিয়ম সম্পর্কে। আপনি যদি এ সকল বিষয়ে জানার আগ্রহ থেকে এই আর্টিকেলের ভেতরে এসে থাকেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন।কেননা ডুরালাক্স ট্যাবলেট সম্পর্কে যাবতীয় তথ্য এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করব। আশা করি,পুরো আর্টিকেলটি পড়লে আপনারা ডুরালাক্স ৫ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন।
পুরো আর্টিকেলটি পড়লে আপনারা Duralax 5 mg কি কাজ করে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন তাছাড়া আপনারা আরো জানতে পারবেন, Duralax খাওয়ার নিয়ম,ডুরালাক্স খাওয়ার আগে না পরে, ডুরালাক্স ট্যাবলেট এর দাম কত,গর্ভাবস্থায় ডুরালাক্স ট্যাবলেট খাওয়া যাবে কি,Duralax এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে আসুন মূল আলোচনায় যাওয়া যাক
Duralax 5 mg কি কাজ করে:
Duralax 5 mg (ডুরালাক্স ৫ মিলিগ্রাম) বাংলাদেশের অপসোনিন ফার্মা লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ঔষধ। এই ওষুধটি ট্যাবলেট, সাপোজিটরি এবং এনিমা আকারে পাওয়া যায়। এই ট্যাবলেটটির প্রধান কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা উপশম করা।
এই ট্যাবলেট ৫ মিলিগ্রাম বিসাকোডিল রয়েছে। বিসাকোডিল কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চিকিৎসা পদ্ধতির জন্য অন্ত প্রস্তুত করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। যাদের নিয়মিত কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য ডুরালাক্স ৫ সেবনের পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকরা।আসুন জেনে নিই ডুরালাক্স ৫ আমাদের শরীরের ঠিক কি কি কাজ করে।
- কোষ্ঠকাঠিন্য দূর করে
- অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে
- পেটের গ্যাস কমায়
- ক্ষুধামন্দা দূর করে
- হজম শক্তি বাড়ায়
- পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ায়
- মল নরম করে মল ত্যাগ সহজ করে
- শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে
- লিভারের কার্যকারিতা বাড়ায়
Duralax খাওয়ার নিয়ম:
সকল ওষুধ সেবনের পূর্বে খাওয়ার নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।Duralax 5 mg কি কাজ করে তা আমরা উপুক্ত আলোচনায় জেনেছি এবার আসুন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।ডুরালক্স সাধারণত কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানের ব্যবহৃত হয়ে থাকে। আপনি এই ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে সাধারণত ডাক্তাররা যে সেবন বিধি দিয়ে থাকে তা হলোঃ
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: সাধারণত রাতে খাবারের ২ ঘন্টা পূর্বে এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ৫-১০ মিলিগ্রাম Duralax ওষুধটি সেবন করতে হয়। এবং প্রয়োজন হলে তা বাড়িয়ে ১৫-২০ মিলিগ্রাম করে থাকেন।
১০ বছরের নিচে শিশুদের জন্য: দশ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ৫ মিলিগ্রাম রাতে একবার ডুরালাক্স ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
তাছাড়া বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং অস্ত্রপাচারের পূর্বে সাধারণত যেই মাত্রা ও সেবন বিধি দেওয়া হয় তা হলোঃ
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: শারীরিক পরীক্ষার আগে দুইদিন রাতে ঘুমানোর পূর্বে ১০ মিলিগ্রাম করে নির্দেশিত।
শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা এর ডোজ নির্ধারণ করে থাকেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের থেকে অর্ধেক ডোজ দেওয়া হয়ে থাকে।
ডুরালাক্স ৫ মিলিগ্রাম ট্যাবলেটের ভালো কার্যকারিতা পাওয়ার জন্য হালকা গরম পানির সঙ্গে এই ট্যাবলেটটি মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা একজন চিকিৎসক রোগের তীব্রতা অনুযায়ী এর ডোজ নির্ধারণ করে থাকেন।তাই যে কোন ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী।
ডুরালাক্স ট্যাবলেট এর দাম কত - Duralax 5 mg price in Bangladesh:
ডুরালাক্স অপসোনিন কোম্পানির এই ওষুধের মূল্য এর কার্যকারিতা অনুযায়ী খুবই কম। ডুরালাক্স ৫ মিলিগ্রাম ট্যাবলেটের unit price: ০.৭১ টাকা এবং strip price:১৪.২০ টাকা। হাতের নাগালে যে কোন ফার্মেসিতে এই ওষুধটি আপনি পেয়ে যাবেন।
Duralax খাওয়ার আগে না পরে:
প্রত্যেকটি ওষুধ সেবনের পূর্বে এর সেবন বিধি জেনে নেওয়া জরুরী। এই ওষুধটি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া ঠিক না। রাতে খাবার খাওয়ার পূর্বে খালি পেটে এই ওষুধ সেবন করা উত্তম। খাবার গ্রহণের কমপক্ষে এক থেকে দুই ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার দু'ঘণ্টা পরে হালকা গরম পানির সাথে মিশিয়ে এই ওষুধ সেবন করার নির্দেশনা রয়েছে।
আরো পড়ুনঃ মোনাস ১০ কতদিন খেতে হয় এবং এর কাজ কি?
কোষ্ঠকাঠিন্য দূর করতে Duralux 5 mg ওষুধটি অবশ্যই রাতে সেবন করা জরুরী। তা না হলে কাঙ্খিত ফলাফল আপনি নাও পেতে পারেন। আশা করি, উপরোক্ত আলোচনায় আপনারা Duralax 5 mg কি কাজ করে সে সম্পর্কে জেনেছেন। আর এখন Duralax খাওয়ার আগে না পরে খেতে হয় সে সম্পর্কে ও জানতে পেরেছেন।
গর্ভাবস্থায় ডুরালাক্স ট্যাবলেট খাওয়া যাবে কি:
গর্ভাবস্থায় সকল প্রকার ওষুধ সেবনের পূর্বে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যান্য ওষুধের মত বিসাকোডিল গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে সেবন করা উচিত নয়। সচরাচর গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে।
সে ক্ষেত্রে আপনার জানার আগ্রহ থাকতে পারে যে গর্ভাবস্থায় ডুরালাক্স ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা বা কিভাবে সেবন করব। এ প্রশ্নের উত্তর পেতে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিলে সব থেকে ভালো হয়। এমনকি বুকের দুধ পান করান এমন মায়েদের জন্য ডুরালাক্স ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
Duralax এর পার্শ্ব প্রতিক্রিয়া:
Duralax 5 mg কি কাজ করে সেটা জানার পর অবশ্যই আপনার মনে জানার আগ্রহ জমেছে যে, Duralax এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে। ডুরালাক্স ট্যাবলেট এর সেরকম কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে মাত্রা অতিরিক্ত সেবনের ফলে স্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এজন্য আমাদের উচিত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা। ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো নিম্নরূপ:
- বমি বমি ভাব
- পেট ফাঁপা
- ডায়রিয়া
- অতিরিক্ত ব্যবহারে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে
- অন্ত্রের জ্বালাপোড়া ও অস্বস্তি
Duralax এর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এই ওষুধটি অতিরিক্ত সেবুন থেকে বিরত থাকুন এবং সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন।
লেখকের মন্তব্য: Duralax 5 mg কি কাজ করে এবং Duralax খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক, আজকের আলোচনার মূল বিষয় ছিল Duralax 5 mg কি কাজ করে এবং Duralax খাওয়ার নিয়ম। যা এতক্ষণ পুরো আর্টিকেলটি পড়ে আপনারা অবগত হতে পেরেছেন। সাধারণত কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে Duralax 5 mg ট্যাবলেট খুব ভালো কাজ করে। সঠিক নিয়ম মেনে এই ওষুধ সেবন করলে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান পাওয়া যায়। তবে আমাদের সকলেরই উচিত কোনো ওষুধ সাগরের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া
এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। এবং ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিন। আর আর্টিকেলটি সম্পর্কে বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url