Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন

প্রিয় পাঠক, আজ আপনাদের জন্য আমাদের এই আয়োজনে থাকছে Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং Edysta 2.5 এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে ইডিস্টা ২.৫ কিসের ওষুধ বা ইডিস্টা ২.৫ খাওয়ার নিয়ম সম্পর্কে।পুরো আর্টিকেলটি পড়লে আপনারা এ সকল বিষয়েও বিস্তারিত ভাবে জানতে পারবে। সঠিক তথ্য পেতে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে আমাদের পাশে থাকুন।
Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম
এই আর্টিকেলটি পড়লে আপনারা Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং ইডিস্টা ২.৫ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাছাড়া আপনার আরো জানতে পারবেন ইডিস্টা ২.৫ কিসের ওষুধ, Edysta 2.5 এর দাম কত,Edysta 2.5 এর কাজ কি,Edysta 2.5 ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে আর দেরি না করে করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

ইডিস্টা ২.৫ কিসের ওষুধ

ইডিস্টা ২.৫ (Edysta 2.5) এই ট্যাবলেটটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ঔষধ। এর প্রধান উপাদান টাডালাফিল। যা সাধারণত ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা সমাধানে এবং বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার বা মূত্রজনিত চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
এই ট্যাবলেটটি যৌন সমস্যায় অর্থাৎ লিঙ্গ শক্ত করে এবং দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে কাজ করে।ইডিস্টা ২.৫ যৌন মিলনের সময় বৃদ্ধি করে এবং প্রসাবের জ্বালাপোড়া, অল্প অল্প প্রসাব পরিমাণে বেশি ইত্যাদি সমস্যা সমাধানও বেশ কার্যকরী। প্রিয় পাঠক, আজকে আলোচনার মূল বিষয় Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া কি কি হতে পারে যা আপনারা অনেকেই জানতে চান।

Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য ঔষধের মতো ইডিস্টা ২.৫ এর ও সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আপনারা অনেকেই Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবগত নন। অনেকে আবার এর পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সেবন করতে ভয় পাচ্ছেন। তবে সঠিক নিয়ম ডোজ না মেনে খেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম
তাই ইডিস্টা ২.৫ মিলিগ্রাম ট্যাবলেটটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। কেননা রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের ডোজ ঠিক করে থাকেন। আসুন জেনে নেওয়া যাক Edysta 2.5 সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে।
  • মাথা ব্যথা ও মাথা ঘোরা
  • চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি লোপ পাওয়া
  • ক্ষুধামন্দা
  • বদহজম এবং বমি বমি ভাব
  • কোমর ও পেশির ব্যথা
  • মুখ, কান, ঘাড়ে গরম অনুভূত হওয়া
  • সর্দিজনিত সমস্যা এবং নাক বন্ধ হয়ে যাওয়া
  • নাক দিয়ে রক্ত পড়া
  • শ্রবণশক্তি লোপ পাওয়া
  • ত্বকের প্রদাহ
প্রিয় পাঠক, এই ওষুধটি সেবন করার পর যদি আপনার শরীরে এ সকল পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তাহলে আপনি ওষুধ বন্ধ করে দিন এবং দ্রুত চিকিৎসক পরামর্শ নিন।

Edysta 2.5 এর দাম কত - Edysta 2.5 Price in Bangladesh

প্রিয় পাঠক, আপনারা অনেকে হয়তো ইডিস্টা ২.৫ ট্যাবলেটটির দাম সম্পর্কে অবগত নন। এবং এই ট্যাবলেট এর দাম কত বাংলাদেশে সে সম্পর্কে জানতে চাচ্ছেন। আসুন জেনে নিই ইডিস্টা ২.৫ মিলিগ্রাম ট্যাবলেট এর দাম বাংলাদেশে কত। Edysta 2.5 ট্যাবলেট এর মূল্য unit price: ১০ টাকা এবং strip price: ১০০ টাকা।
এই ওষুধটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড দ্বারা উৎপাদিত যে কোন ফার্মেসি দোকানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া ইডিস্টা ২.৫ ট্যাবলেট ছাড়াও ৫ মিলিগ্রাম, ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেটও রয়েছে। Edysta 5 mg ট্যাবলেট এর মূল্য unit price:18 টাকা এবং strip price:১৮০ টাকা। Edysta 20 mg ট্যাবলেট unit price:৩৮ টাকা এবং strip price: ৩৮০ টাকা। Edysta 20 mg ট্যাবলেট এর unit price : ৬০ টাকা এবং strip price:৬০০ টাকা।

Edysta 2.5 এর কাজ কি - ইডিস্টা ২.৫ কি কাজ করে

ইডিস্টা ২.৫ সক্রিয় উপাদান টাডালাফিল। সাধারণত মুত্রজনিত সমস্যা, যৌন সমস্যায় এবং দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানে এ ওষুধ ব্যবহার করা হয়। যাদের প্রসাব করতে কষ্ট হয়, প্রসাবে গতি ও পরিমাণ কমে যায়, থেমে থেমে প্রস্রাব হয় এবং প্রসাব আটকে থাকে তাদের জন্য ৫ মিলিগ্রাম ট্যাবলেট টি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা।
টাডালাফিল ফসফডাইএন্টারেজ টাইপ ৫ (PDE5) এর প্রতিরোধক হিসেবে কাজ করে। (PDE5) এর পরিমাণ কমে যাওয়ার ফলে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায় যা প্রোস্টেড এবং মূত্রথলির মসৃণ বেশি প্রশমিত হয়। ফলে মূত্রনালীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, সেই সাথে মূত্রনালীর মুখ খুলে যায় এবং মুত্র নির্গমনে করে কোন বাধা পায় না।

তাছাড়া যাদের যৌন সমস্যা অর্থাৎ যৌনাঙ্গ শক্ত হয় না এবং যৌন মিলনের সময় তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তাদের জন্য ডাক্তাররা ইডিস্টা ২.৫ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইডিস্টা ২.৫ এর কাজ কি সে সম্পর্কে। এবার আসুন, ইডিস্টা ২.৫ খাওয়ার নিয়ম সম্পর্কে এবং Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানা দরকার।

ইডিস্টা ২.৫ খাওয়ার নিয়ম

ইডিস্টা ২. ৫ খাওয়ার নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে এই ঔষধ সেবন করতে হয়। সাধারণত পুরুষাঙ্গ উত্থানজনিত কর্মহীনতায় এই ঔষধ ব্যবহার করা হয়। এই ঔষধ খাবারের সাথে বা আগে নেওয়া যেতে পারে। এই ওষুধটি সেবনের পূর্বে এটা জেনে রাখা খুব জরুরী যে ট্যাডালাফিল দিনে একবারের বেশি ব্যবহার করা উচিত নয়।
Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম
ইরেক্ট্রাইল ডিসফাংশন (ED) বা যৌন সমস্যার জন্য প্রথম অবস্থায় ১০ মিগ্রা খাওয়ার পর পর ওষুধ দিয়ে থাকেন ডাক্তাররা। তবে রোগের তীব্রতা অনুযায়ী এর মাত্রা ২০ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানোর হয়ে থাকে অথবা ৫ মিলিগ্রাম পর্যন্ত কমানো হয়ে থাকে । যৌন সম্পর্কের ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে এই ওষুধ সেবন করা উত্তম। এই ট্যাবলেটটি সেবনের পরে ৩৬ ঘন্টা পর্যন্ত এর কার্যকারিতা আমাদের শরীরে থাকে।
তাছাড়া বিনাইন পোস্টেটিক হাইপারপ্লাসিয়া (BPH) বা মূত্রজনিত সমস্যার ক্ষেত্রে নির্দেশিত মাত্রা ৫ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার একই সময় খাওয়া জরুরী। তবে যদি ইরেক্টাইল (ED) ডিসফাংশন এবং বিনাইন পোস্টেটিক হাইপারপ্লাসিয়া (BPH) একসঙ্গে থাকে তাহলে ৫ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার একই সময় সেবন করতে হয়। যেহেতু ইডিস্টা ২.৫ ঔষধ আপনার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া করতে পারে সেহেতু ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসুকে পরামর্শ নিয়ে সেবন করুন।

Edysta 2.5 ব্যবহারে সতর্কতা

ইডিস্টা ২.৫ ব্যবহারের ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল অবস্থায় রোগীদের ডাক্তারের পরামর্শ ছাড়া এ ওষুধ সেবন করা উচিত নয় তা নিচে আলোচনা করা হলোঃ
  • ইডিস্টা ২.৫ (Edysta 2.5) গ্রহণকারী রোগীকে চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
  • গর্ভকালীন অবস্থায় বা দুগ্ধদানকারী মায়ের ইডিস্টা ২.৫ ট্যাবলেটটি সেবন করা নিরাপদ নয়।
  • হার্টের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সে বলে সতর্কতা বলে করতে হবে।
  • স্ট্রোক হয়েছে বা স্ট্রকের ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • ইডিস্টা ২.৫ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করা অবস্থায় অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন। কেননা এই সময় অ্যালকোহল গ্রহন Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া বাড়িয়ে দেয়।
  • এই ঔষধ সেবনের তন্দ্রা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, শ্রবণশক্তি লাশ পাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
  • যাদের নিম্ন বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধ সে বলে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া হতে পারে যেমন নাইট্রেট জাতীয় ঔষধ, এন্টিবায়োটিক, আলফা থেকে ব্লগার ইত্যাদি। তাই ইডিস্টা ২.৫ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

লেখকের শেষ কথা:  Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় পাঠক, আজকে আলোচনার মূল বিষয় Edysta 2.5 এর পার্শ্বপ্রতিক্রিয়া, কি কাজ করে , খাওয়ার নিয়ম, দাম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। নিশ্চয়ই এতক্ষণ আপনারা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ক্রমেই যেকোন ধরনের ঔষধ সেবন আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো বিভিন্ন মেডিসিন সম্পর্কে জানতে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করে তাদের ও পড়ার সুযোগ করে দিন। এবং বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url