টাফনিল কিসের ঔষধ, খাওয়ার নিয়ম এবং এর কাজ সম্পর্কে জানুন।
প্রিয় পাঠক, টাফনিল কিসের ঔষধ সে সম্পর্কে আপনারা অনেকেই গুগলের কাছে জানতে চান। তাছাড়া টাফনিল ২০০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানার আগ্রহ থেকে আপনি এই আর্টিকেলে ঠিক করেছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা টাফনিল কিসের ঔষধ এবং এর কাজ কি, খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আমরা আজ এ আর্টিকেলে আলোচনা করব। টাফনিল সম্পর্কে সঠিক তথ্য পেতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
পুরো আর্টিকেলটি পড়লে টাফনিল কিসের ঔষধ সে সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। সেই সাথে আপনারা আরো জানতে পারবেন টাফনিল ট্যাবলেট এর কাজ কি, টাফনিল ট্যাবলেট এর দাম, টাফনিল ২০০ এর কাজ কি, টাফনিল ২০০ খাওয়ার নিয়ম, টাফনিল কি এন্টিবায়োটিক, টাফনিল বেশি খেলে কি হয় এবং টাফনিল কি ঘুমের ঔষধ সে সম্পর্ক বিস্তারিত। তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
টাফনিল ট্যাবলেট এর কাজ কি:
টাফনিল (tufnil) এই ওষুধটি সাধারণত মাইগ্রেন জনিত মাথাব্যথা, জ্বরের বেদনানাশক কাজে, পোস্ট-অপারেটিভ ব্যথা উপশমায় কাজে ব্যবহৃত হয়। এটি টলফেনামিক এসিড গ্রুপের সদস্য। এই ওষুধের বিভিন্নমুখী কার্যকারিতা রয়েছে। টাফনিল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার জানা প্রয়োজন টাফনিল কিসের ঔষধ।
এর প্রধান কাজ মাইগ্রেনের মাথা ব্যথা কমানো এবং তার সাথে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা উপশমের ডাক্তাররা টাফনিল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি অপারেশনের পর কাটা ছেঁড়ার ফলে যে ব্যথা হয় সে ব্যথা নিরাময় করতে টাপনিল গ্রহণ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহলে নিশ্চয়ই আপনার অবগত হতে পেরেছেন টাফনিল ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে। এবার আসুন,টাফনিল ট্যাবলেট এর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
টাফনিল ট্যাবলেটের দাম:
টাফনিল ২০০ মিলিগ্রাম ঔষধটি এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা উৎপাদিত একটি পণ্য।বাজারে যেকোনো ফার্মেসির দোকানে এই ওষুধটি অ্যাভেলেবেল পাওয়া যায়। টাফনিল ২০০ মিলিগ্রাম ওষুধের unit price: 10.00 টাকা এবং strip price: 100 টাকা। এবং এক বক্স টাফনিল ওষুধের দাম পড়বে 600 টাকা।
টাফনিল কিসের ঔষধ:
টাফনিন এ রয়েছে টলফেনামিক এসিড যা ননস্টেরয়েডাল অ্যান্টি থেকে ইনফ্ল্যামেটরি ড্রাগ যা প্রদাহ ও ব্যথার মতো বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়। বর্তমানে মাইগ্রেনের সমস্যায় অস্বস্তিকর মাথা ব্যথায় ভুগছেন এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।এই সমস্যা থেকে বাঁচতে মানুষ বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকেন।
টাপনিল বিশেষ করে মাইগ্রেনের মাথা ব্যথায় ব্যবহৃত হয়।মাইগ্রেনের মাথাব্যথা সমস্যা সমাধানে এ ওষুধটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া টাফনিল উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ও মাইগ্রেনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। মাথাব্যথা ছাড়াও শরীরের ব্যথা, শরীরের ফোলা ব্যথা, জ্বরের বেদনানাশক, পোস্ট-অপারেটিভ ব্যথা ইত্যাদিতে টাফনিল বেশ ভালো কাজ করে।
টলফেনামিক এসিড সাধারণত মাসিকের ব্যথা,আর্থ্রাইটিস এবং স্বল্প মেয়াদী তীব্র ব্যথা দ্বারা সৃষ্ট প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া এটি জ্বর কমাতে এবং সর্দি কাশি মত কিছু এলার্জির লক্ষণ কমাতে ব্যবহার করা যেতে পারে।এই ওষুধটি সেবনের প্রায় ৩০ মিনিটের মধ্যে এর কাজ শুরু করে।
সর্বোচ্চ ৪ থেকে ৮ ঘন্টার মধ্যে এর সর্বাধিক প্রভাব দেখা যায়। প্রিয় পাঠক, আশা করি টাফনিল কিসের ঔষধ সে সম্পর্কে আপনার অবগত হতে পেরেছেন। এবার আসুন, টাফনিল ২০০ এর কাজ কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
টাফনিল ২০০ এর কাজ কি:
টপনিল ২০০ সাধারণত কয়েকটি রোগের জন্য ডাক্তাররা নির্দেশনা দিয়ে থাকেন। তাদের মধ্যে বিশেষ করে মাইগ্রেনের মাথা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসেবে কাজ করে। তাছাড়া তীব্র মাথাব্যথা, হালকা মাথাব্যথা, বৃক্কের সমস্যা,শরীরের ফোলা ব্যথা, পিরিয়ডের পেট ব্যথায় ডাক্তার দ্বারা নির্দেশিত এবং বেশ জনপ্রিয় এই টাফনিল ২০০ ঔষধটি।
টাফনিল সাধারণত এন্টি-ইনফ্লেমেটরি এবং অ্যানালজেসিক ঔষধ যা টলফেনামিক এসিড নামক একটি রাসায়নিক দিয়ে তৈরি। এই এসিডটি বিশেষ করে মাইগ্রেনের মাথা ব্যথা উপশমে এবং অপারেশনের পরবর্তী ব্যথা উপশমে বেশ কার্যকরী। তাছাড়া জ্বরের ব্যথানাশক হিসেবেও এটি সুপারিশ করা হয়ে থাকে। আপনাদের মধ্যে যাদের এ সকল সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে টাফনিল ২০০ সেবন করুন।
টাফনিল ২০০ খাওয়ার নিয়ম:
যাদের অতিরিক্ত মাইগ্রেনের কারণে মাথাব্যথা সমস্যা প্রায়ই দেখা দেয়। তাদের জন্য টাফনিল ২০০ মিলিগ্রাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা জরুরী। মাথাব্যথার তীব্রতা অনুযায়ী ডাক্তাররা এর ডোজ নির্ধারণ করে থাকেন। ছোট বাচ্চাদের এই ওষুধ সেবন থেকে বিরত থাকুন।
শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তীব্র মাইগ্রেনের ব্যথায় টাফনিল ২০০ মিলিগ্রাম ১ থেকে ২ ঘণ্টা পর পর পুনরাবৃত্তি হতে পারে। হালকা বা মধ্যম মাথাব্যথায় প্রতিদিন টাফনিন ১০০ অথবা ২০০ মিলিগ্রাম দিনে ৩ বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সব থেকে ভালো হয় আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করুন।
টাফনিল বেশি খেলে কি হয়:
কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত সেবন করা উচিত নয়। সাধারণত টাফনিল খেলে তেমন কোন সমস্যা দেখা যায় না। তবে এই ঔষধ অতিরিক্ত সেবনে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন :
- ডায়রিয়া
- বমি বমি ভাব
- পেটে ব্যথা
- মাথাব্যথা
- ক্ষুদামন্দা
- খিচুনি
- কাঁপুনি
- ঘুম ঘুম ভাব
- মাথা ঘোরা
- কানে ভোঁ ভোঁ শব্দ
- অতিরিক্ত দুর্বল ও ক্রান্তি অনুভব করা
- শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে
- এলার্জিক রিঅ্যাকশন হতে পারে
প্রিয় পাঠক, প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এবং যে কোন ঔষধ মাত্রা অতিরিক্ত প্রয়োগের ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। টাফনিল অতিরিক্ত সেবনেও উপরোক্ত পার্শ্বপ্রতিকরগুলো দেখা দিতে পারে। উপরের যেকোনো সমস্যা দেখা দিলে ঔষধটি সেবন থেকে বিরত থাকুন এবং দেরি না করে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন।
টাফনিল কি এন্টিবায়োটিক:
টাপনিল কি এন্টিবায়োটিক এই প্রশ্ন আপনারা অনেকেই গুগলের কাছে করে থাকেন। এর উত্তর হচ্ছে না, টাপনিল এন্টিবায়োটিক ঔষধ নয়। এটি একটি ব্যথা নাশক ঔষধ। শরীরের বিভিন্ন ব্যাথা, মাইগ্রেন জনিত ব্যথা উপশমে এই ঔষধ কাজ করে থাকে। তাছাড়া জ্বরের ব্যথানাশক হিসেবে এবং মাসিকের পেট ব্যথা নিরাময়েও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে।
টাফনিল কি ঘুমের ঔষধ:
আপনাদের অনেকেই প্রশ্ন করে থাকেন টাফনিল কি ঘুমের ঔষধ? টাফনিল কিসের ঔষধ তা আমরা উপরোক্ত আলোচনায় ব্যাখ্যা করেছি। টাফনিল একটি ব্যথানাশোক ঔষধ যা মাথাব্যথা, মাইগ্রেনের মাথা ব্যথা,টেনশন হেডেক,ঋতুস্রাবের ব্যথা, দাঁতের ব্যথা এবং জ্বরের কারণে ব্যথা উপশমে কাজ করে। টাফনিল কোন ঘুমের ওষুধ নয়।
এই ওষুধ ঘুমের জন্য কাজ করে না। তবে হ্যাঁ, এই ঔষধ সেবনের পর মাথা ব্যথা নিরাময় হলে আরামদায়ক ঘুমের কারণ হতে পারে। তাছাড়া টাফনিল শরীরে টাইরামিনের ঘাটতি করতে পারে।যার ফলে ঘুমের হরমোন সেরোটোনিন উৎপাদন বৃদ্ধি পায়।
তাছাড়া টাফনিলের কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা এবং ক্লান্তির কারণেও ঘুম হতে পারে। টাফনিল খেলে যদি আপনার অতিরিক্ত ঘুম পায় তাহলে এই ঔষধ খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। আর এই ওষুধ সেবনের সাথে সাথে অন্যান্য ঔষধ সেবনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
লেখকের মন্তব্য :টাফনিল কিসের ঔষধ, খাওয়ার নিয়ম এবং এর কাজ
প্রিয় পাঠক, এতক্ষণে পুরো আর্টিকেলটি পড়ে আপনারা নিশ্চয় অবগত হতে পেরেছেন টাফনিল কিসের ঔষধ। সেই সাথে আপনারা টাফনিল ২০০ খাওয়ার নিয়ম এবং টফনিল ট্যাবলেট এর কাজ সম্পর্কেও অবগত হতে পেরেছেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে শেয়ার করে তাদের ও পড়ার সুযোগ করে দিন। আর বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url